অ-বাসযোগ্য হচ্ছে ক্রমান্বয়ে এই পৃথিবী সদ্যপ্রসূত শিশুটির অবাক জিজ্ঞাসু চাহনি কি হাল করেছ তোমরা পৃথিবীটার ! কোথায় নেবো নির্মল মুক্ত নিঃশ্বাস? সবতো দেখছি বিষাক্ত গ্যাস †P¤^vi বানিয়ে রেখেছো তোমরা মহা মহা মানবেরা (?)! তোমাদের সারা শরীরে ভাসছে দেখি মাদকাস্ত্রের নীল নীল ছোবল! তোমাদের শ্বাসনালী ছিঁড়ে বেরিয়ে আসছে বিষাক্ত নিকোটিনের কালো কালো ধোঁয়া! দেখছি তোমাদের নিঃশ্বাস থেকে দুরে পালিয়ে বাঁচে আমার অগ্রজরা! একদিকে তোমরা শান্তি শান্তি বলে চেঁচাচ্ছ; অন্যদিকে তোমাদের দম্ভে আমাদের পিষে পিষে মারছ? তোমরা দেখছি বড় সড় একটা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছ দেখছি আবার বাহারি নামের অস্ত্র শস্ত্রও আছে তোমাদের; একে-৪৭ কালাশনিকভ আরও কত কি হাবিজাবি। তোমাদের অতীতের ইতিহাস তো আমরা পাঠ করেছি সে থেকে কি তোমরা কোন শিক্ষা পাওনি? মানবতা-বোধ নিহত তোমাদের মাঝে আজ তোমরা আজ পুরোপুরি শক্তির পূজায় উন্মাদ প্রেমের কোন মূল্য নেই তোমাদের সমাজে গলা চিপে ধরছো তার; সদর্পে বারে বার।
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার
সরল ভাষায় লেখা হলেও আমার তো ভীষণ ভালো লেগে গেল লাইনগুলো। নিকোটিন গ্রহণ, অ্যালকোহল সেবন, প্রেমে বিশ্বাসঘাতকতা, আত্নকেন্দ্রিক চিন্তা- এসবই তো এখন ফ্যাশনে পরিণত হয়েছে। আমাদের সমাজিক বোধ এখন প্রাচ্যের চেতনাকে যেমন আগলে রেখেছে, তেমনি পাশ্চাত্যের সংস্কৃতিও গ্রহণ করে ফেলেছে। চারপাশে এখন তাই চলছে একটা মিশ্র কালচার। জানি না, এই থেকে আদৌ বের হতে পারব কি না আমরা। তাই আমারও প্রশ্ন- "তবে কেন আমাদের নিয়ে এসেছো অকল্যাণের ধরায়? তোমাদের দায়বদ্ধতা কোথায় প্রজন্মের প্রতি?"
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
......................চমৎকার কবিতা, ভাল লেগেছে। কিন্তু হতাশ হবার কিছু নেই, খারাপ আর ভাল চক্রাকারে এসে থাকে, এটাই বাস্তব। আমাদের শুধু আপেক্ষায় থাকতে হবে। শুভেচ্ছা জানবে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।