নতুনের প্রশ্ন

নতুন (এপ্রিল ২০১২)

শাহ আকরাম রিয়াদ
  • ২৭
  • ৯২
অ-বাসযোগ্য হচ্ছে ক্রমান্বয়ে এই পৃথিবী
সদ্যপ্রসূত শিশুটির অবাক জিজ্ঞাসু চাহনি
কি হাল করেছ তোমরা পৃথিবীটার !
কোথায় নেবো নির্মল মুক্ত নিঃশ্বাস?
সবতো দেখছি বিষাক্ত গ্যাস †P¤^vi
বানিয়ে রেখেছো তোমরা মহা মহা মানবেরা (?)!
তোমাদের সারা শরীরে ভাসছে দেখি
মাদকাস্ত্রের নীল নীল ছোবল!
তোমাদের শ্বাসনালী ছিঁড়ে বেরিয়ে আসছে
বিষাক্ত নিকোটিনের কালো কালো ধোঁয়া!
দেখছি তোমাদের নিঃশ্বাস থেকে
দুরে পালিয়ে বাঁচে আমার অগ্রজরা!
একদিকে তোমরা শান্তি শান্তি বলে চেঁচাচ্ছ;
অন্যদিকে তোমাদের দম্ভে আমাদের পিষে পিষে মারছ?
তোমরা দেখছি বড় সড় একটা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছ
দেখছি আবার বাহারি নামের অস্ত্র শস্ত্রও আছে তোমাদের;
একে-৪৭ কালাশনিকভ আরও কত কি হাবিজাবি।
তোমাদের অতীতের ইতিহাস তো আমরা পাঠ করেছি
সে থেকে কি তোমরা কোন শিক্ষা পাওনি?
মানবতা-বোধ নিহত তোমাদের মাঝে আজ
তোমরা আজ পুরোপুরি শক্তির পূজায় উন্মাদ
প্রেমের কোন মূল্য নেই তোমাদের সমাজে
গলা চিপে ধরছো তার; সদর্পে বারে বার।

তোমরাই কি আমাদের পূর্বসূরি!
তোমরা এতটা ¯^v_©ci হয়ে গেছো!
দেখছি সব অন্ধকার আর কাঁটা ছড়ানো পথ-
তবে কেন আমাদের নিয়ে এসেছো অকল্যাণের ধরায়?
তোমাদের দায়বদ্ধতা কোথায় প্রজন্মের প্রতি?
নাকি ক্ষণিক আনন্দের ফসল বানিয়েছো আমাদের!
এই যুদ্ধময় পরিবেশে, এই অ-বাসযোগ্য গ্রহে
এই বিষাক্ত বাতাসে দম বন্ধ হওয়ার আগে
এক্ষুনি কণ্ঠনালী চেপে ধর আমাদের!
থাকব না এই অ-বাসযোগ্য নিষ্ঠুর পৃথিবীতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়সাল বারী সুন্দর একটা বিষয়, সুন্দর একটা বক্তব্য।
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার সরল ভাষায় লেখা হলেও আমার তো ভীষণ ভালো লেগে গেল লাইনগুলো। নিকোটিন গ্রহণ, অ্যালকোহল সেবন, প্রেমে বিশ্বাসঘাতকতা, আত্নকেন্দ্রিক চিন্তা- এসবই তো এখন ফ্যাশনে পরিণত হয়েছে। আমাদের সমাজিক বোধ এখন প্রাচ্যের চেতনাকে যেমন আগলে রেখেছে, তেমনি পাশ্চাত্যের সংস্কৃতিও গ্রহণ করে ফেলেছে। চারপাশে এখন তাই চলছে একটা মিশ্র কালচার। জানি না, এই থেকে আদৌ বের হতে পারব কি না আমরা। তাই আমারও প্রশ্ন- "তবে কেন আমাদের নিয়ে এসেছো অকল্যাণের ধরায়? তোমাদের দায়বদ্ধতা কোথায় প্রজন্মের প্রতি?"
আদিব নাবিল নতুনের প্রশ্ন পুরাতনের কাছে যাবে কি? উত্তর আছে কি? সুন্দর লিখেছেন বন্ধু।
পুরাতনের কাছে যাবার জন্য সকলের সহযোগিতা কাম্য। তাদের কাছে না যাক নতুনেরা ভাববে। সেটাই মুল কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিষণ্ন সুমন তীব্র ক্ষোভ আর অন্তর্জ্বালায় ঠাসা কবিতা । সময়ে একজন শক্তিশালী কবির আবির্ভাব সুস্পষ্ট । অনেক শুভকামনা রইলো ।
ধন্যবাদ সুমন ভাই। আমি দুর্বল চিত্তের দুর্বল মানুষ। লেখনী গুলোও জানি খুব দুর্বল। তবুও আপনাদের অনুপ্রেরণায় লিখে যাই।
কনা ভালো লাগলো
ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ।
তানি হক ভিন্ন স্বাদের একটি কবিতা ..ভালোলাগলো ..কবিকে ধন্যবাদ ...
ধন্যবাদ তানি আপু
খোন্দকার শাহিদুল হক বেশ ভাল চেতনা। সুন্দর কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।
আহমেদ সাবের ভীষণ আবেগময় একটা বলিষ্ঠ কবিতা। দারুণ বক্তব্য। সেই শিশুর মত আমারও প্রশ্ন - "তোমাদের দায়বদ্ধতা কোথায় প্রজন্মের প্রতি?"। "অ-বাসযোগ্য" শব্দটা তেমন চলতি নয় বলে একটু কানে লাগে। লাইনটা "বাসের অযোগ্য হচ্ছে, ক্রমান্বয়ে 'এ পৃথিবী" কি খুব সাদামাটা হয়ে যায়? "অ-বাসযোগ্য" শব্দটা বারবার ব্যাবহার করা হয়েছে। তাই শেষ লাইনটা "থাকব না এই নিষ্ঠুর পৃথিবীতে।" লিখলে কেমন হয়?
ধন্যবাদ সাবের ভাই, আপনার মূল্যবান পরামর্শ আমার কাজে লাগবে। খুব ছোট মানুষতো আমি তাই লিখি খুব সাধারণ ভাবে। চেষ্টা করব আরো ভাল করতে।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ......................চমৎকার কবিতা, ভাল লেগেছে। কিন্তু হতাশ হবার কিছু নেই, খারাপ আর ভাল চক্রাকারে এসে থাকে, এটাই বাস্তব। আমাদের শুধু আপেক্ষায় থাকতে হবে। শুভেচ্ছা জানবে।
চারিদিকে যেভাবে দেখছি তাতে হতাশা ছাড়া কিছুই চোখে পড়েনা। বলতে ইচ্ছে করে-যাদের চোখে আজ এক বিন্দু আলো নেই, সংসার চলে তাদের বলা কথাতেই। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
সোহেল মাহরুফ ভাল লাগলো। শুভ কামনা।
ধন্যবাদ সোহেল ভাই।

২১ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫