যে কন্যার নাম রাখে অরণ্যানী

সবুজ (জুলাই ২০১২)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ৫৭
  • ৭৬
বিরাশি বসন্ত পার হলো এখনও আমি সবুজ
তোর দাদীর চোখে চোখ পড়লে আজও আমি অবুঝ ।
বুকের সরস জমিনে সবুজ ঘাসের ফুল গুলি হাসে
বাড়িতে বাড়িতে ঝোপ ঝাড় ; শুধুই স্মৃতির ক্যানভাসে ।
গরুর পাল লয়ে সারাটি দিন মাঠে, ফিরতাম সন্ধ্যা বেলা
তিড়িং বিড়িং নাচত বাছুর - করত ছুটাছুটি খেলা ।
মাথার উপর ঘাসের বোঝা ; পথ পানে চেয়ে তোর বাবা
উঠোন ভরে লাগিয়েছি কত গাছ - তোরা খেলছিস দাবা।
শুকনো পাতার লাকড়ি দিয়ে রাঁধা ভাতের সেকি মজা
শাপলা শালুক কোথায় গেল ; তোরা দেখিস রাজা গজা ।
সারা গাঁও বেড়াই খুঁজে , পাইনে কোথাও কলা পাতা
সবার বাগান ভরা ছিল জাম, জামরুল, কদবেল, আতা ।
সবুজ ঘাসের মতই কোমল ছিল মানুষের টুনটুনি মন
হাতে হাত ধরি, গলাগলি করি, সুখে দুঃখে থাকত আপন ।
বিকেলে আড্ডা দিতাম,রেইনট্রি তলায় ঘাসের উপর বসে
বিষাদ সিন্ধু শোনার জন্যে ছেলে বুড়ো যোগ দিত এসে ।
লেটুস পাতা, বেত ফল, ডেউয়ারা হারিয়ে গেছে হায়
তোদের মুখে সবুজের জন্যে মায়া-কান্না কী শোভা পায় ?
দাও ফিরিয়ে সবুজ অরণ্য ; দাও ভুতুড়ে বন - বনানী
গাছ কাটা কসাই মরুক ভাগাড়ে ; যে কন্যার নাম রাখে অরণ্যানী !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন বেশ......। তবে আরো ভালো চাই। চলুক লেখালেখি...।
এফ, আই , জুয়েল # ছন্দমিল চমৎকার । সুন্দর ।।
মাহ্ফুজা নাহার তুলি অনেক ভালো লাগলো ভাই..............
পন্ডিত মাহী সুন্দর একটি কবিতা।
ওসমান সজীব খুব ভাল লাগল।
মোহসিনা বেগম লেটুস পাতা, বেত ফল, ডেউয়ারা হারিয়ে গেছে হায় তোদের মুখে সবুজের জন্যে মায়া-কান্না কী শোভা পায় ? ---------- ছায়া সুনিবিড় গ্রামের চিত্র !!! সবুজের জন্য এ আর্তি সবার । বিশ্বের সকল মানুষের হৃদয়ে পৌঁছে যাক এই আবেদন । কবিতা খুব সুন্দর হয়েছে কবি । শুভ কামনা ।
আহমেদ সাবের বিরাশি বছরের বৃদ্ধর হারিয়ে যাওয়া দিনগুলোর কাব্য-গাঁথা। অনেক কিছুই হারিয়ে গেছে। "দাও ফিরিয়ে সবুজ অরণ্য" বলে আহাজারি করে সবুজকে কি ফিরে পাওয়া যাবে? চমৎকার কবিতা। বেশ ভাল লাগল।
সেলিনা ইসলাম খুব সুন্দর কবিতা শুভকামনা কবি
এস, এম, ইমদাদুল ইসলাম ৮২ বছরের একজন দাদাকে তার নাতী এভাবে তার জীবনের আয়নায় জীবন্ত করে বেধে রেখেছে ? সত্যি এ এক নিপুন কারিশমা । আহা , প্রাণটা জুড়িয়ে গেল। আর সেই সাথে আমার নিজের দাদার মুখখানা যেন কবর থেকে বেরিয়ে এসে আমাকে হাসি মুখে বলছে , কি রে আমায় ভুলে যাসনি তো ? দারুন ।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪