বিকল্প মানুষ

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ৪৯
একটা নভেলা লেখার আশায় চেয়ে আছি আকাশের মুখ
কোন্‌দিন আমার আকাশে জমবে বর্ণমেঘ
সেই বর্ণমেঘ থেকে আচমকা শব্দবৃষ্টি হবে
সেই শব্দবৃষ্টি বাক্যবান ঢেকে আনবে
অতঃপর কোনো এক যুতসই বিকেলে আমার নভেলার
অঙ্কুরোদগম হবে, আর কিছু করতে না পারি বেচাকেনা,
ওতেই আমি তিতো হবো; তখন আমি
কিছুটা হলেও মিটিয়ে দেবো তোমার পুতুল ভাঙার দেনা!

ভাবতেই পারবে না আমি এতোটুকুও বদলে যাইনি
এখনও আমি মধ্যরাতের নীরবতা ভেঙে তোমার নুপুর পায়ে
ঢেঁকি চেপে ধান চ্যাপ্টা করে চিড়া বানানোর শব্দগল্প
শুনি, আমার কাছে সেই শব্দ এখন ইসরাফিলের সিংগার
শব্দের মতো মনে হয়; তবুও ধড়পড় করা বুকে বিছানা
হতে নিষ্ক্রান্ত হই, বারান্দা, ব্যালকনি, সিঁড়িকোটা
কোন্‌খানে তোমাকে খুঁজতে বাকি রেখেছি বলো-----?

খুঁজতে খুঁজতে যখন আর পারি না
অতঃপর আকণ্ঠ তৃষ্ণার্ত দূর্বাঘাসের মতো নেতিয়ে পড়ি
কয়েক কিউসেক পানিও আমার তৃষ্ণা মেটাতে পারে না,
সমস্ত রাতভর আমার কানের কাছে কুহক পাখি ডাকে
আমাকে ঘিরে সমস্ত অমঙ্গলের ছায়া নৃত্য করতে থাকে;
আমার সহ্য হয় না কিছু-- পৃথিবী, আকাশ, সোনেলা
তখন আমি গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যাই - তোমার মতো
আমিও যেনো নিজেই তখন ঈশ্বর অথবা ঐশ্বরিক!!

যখন আমার সামনে-পেছনে-ডানে-বামে কোনো উপায়ান্তর
নাই; তখন আমি আর আমার ছায়া বর্ণ বিদ্বেষ হতে বাঁচতে
স্বকল্প ভাবনার বিকল্প মানুষ হয়ে জন্ম গ্রহণ করি-----!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমরানুল হক বেলাল হৃদয় ভরে গেল আপনার কবিতাটি পড়ে । মুগ্ধতা এবং ভোট রেখে গেলাম জসিম ভাই, আমার পাতায় আমন্ত্রণ রইলো ।
অফুরান কৃতজ্ঞতা জানবেন প্রিয়..
জসীম উদ্দীন মুহম্মদ অফুরান কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু।।
সেলিনা ইসলাম 'খুঁজতে খুঁজতে যখন আর পারি না অতঃপর আকণ্ঠ তৃষ্ণার্ত দূর্বাঘাসের মতো নেতিয়ে পড়ি কয়েক কিউসেক পানিও আমার তৃষ্ণা মেটাতে পারে না, সমস্ত রাতভর আমার কানের কাছে কুহক পাখি ডাকে আমাকে ঘিরে সমস্ত অমঙ্গলের ছায়া নৃত্য করতে থাকে; আমার সহ্য হয় না কিছু-- পৃথিবী, আকাশ, সোনেলা তখন আমি গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যাই - তোমার মতো আমিও যেনো নিজেই তখন ঈশ্বর অথবা ঐশ্বরিক!!" বাহঃ চমৎকার লাগলো। শুভকামনা নিরন্তর।
ধুতরাফুল . আমাকে ঘিরে সমস্ত অমঙ্গলের ছায়া নৃত্য করতে থাকে; আমার সহ্য হয় না কিছু-- পৃথিবী, আকাশ, সোনেলা তখন আমি গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যাই - তোমার মতো আমিও যেনো নিজেই তখন ঈশ্বর অথবা ঐশ্বরিক!! .....লাগামহীন কল্পনায় নিয়ন্ত্রিত আবেগ দারুন প্যার্টান ভালো লাগলো......ধুতরাফুল
অফুরান কৃতজ্ঞতা জানবেন প্রিয়।।
মোঃ নুরেআলম সিদ্দিকী দারুন লিখেছেন। পুরটা পড়ে খুব ভাল লাগলো। অনেক শুভকামনা রইলো
অফুরান কৃতজ্ঞতা জানবেন প্রিয়।।
হাসনা হেনা ভালো লাগা রইল।
অফুরান কৃতজ্ঞতা জানবেন প্রিয়।।
কাজী জাহাঙ্গীর শব্দ বাক্যবানে আমাকেও খাটিয়েছেন জসিম ভাই, বেশ হয়েছে। অনেক শুভকামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
অফুরান কৃতজ্ঞতা জানবেন প্রিয়।। আমন্ত্রণ সাদরে গৃহীত হলো।।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫