আমার এই জল শহরে এখন

দুঃখ (অক্টোবর ২০১৫)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ১০
  • ২৫
আমার এই জল শহরে এখন নোটিশ করে ঝমঝম বৃষ্টি হয়
একেবারে রুটিন মাফিক, সুবেহ সাদিকের একটু আগে থেকে;
যখন ঘুম পরীরা সব জাতের ঘুম নিয়ে একসাথে হাজির হয়,
ঠিক তখন; যখন কামরাঙার গতর বেঁয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ে
আদুরী বৃষ্টির আদর; সে আদর নিতে আমার খুউব ইচ্ছে করে!!


আমার এই জল শহরে এখন সারাদিনই ঘুম পাড়ে বিন্দুবাসিনী
বৃষ্টির ফোঁটা; যেমন করে ঘুম পাড়ে মাতাল চাঁদ, তেমন করে;
মাতাল চাঁদের যেমন কোনো ঘর লাগে না, দুয়ার লাগে না;
তেমনি তারও কোনো ঘর লাগে না, তারও কোনো দুয়ার লাগে না,
যেখানে সেখানে কাঁচা-পাকা বাঁশের মাদুর পেতে সে ঘুমিয়ে পড়তে
পারে; আমারও তার মতো ঘুমাতে খুউব খুউব ইচ্ছে করে!!


আমার এই জল শহরে এখন সারাক্ষণ পা ধুয়ে দেয় কবিতা জল,
তাদের কেউ কেউ আবার একহারা মন্ত্রপূত; ড্রেন গলিয়ে,
নর্দমা ভিজিয়ে তবেই তারা শুদ্ধ হয়েছে; অনেক মূর্খ মাছি আছেন,
যারা সন্ন্যাস জীবনের বর্ণমালা কিছুই জানেন না, তবুও তাদেরকে
ব্রতচারী বলে গাল মন্দ করেন!
এমন গালমন্দ শুনতে আমারও খুউব খুউব ইচ্ছে করে!!


আমার এই জল শহরে এখন মশার পেটের ভেতর দিয়ে নৌকা চলে,
খানাখন্দে ঘুরে বেড়ায় শিং, মাগুর, কৈ; যৌবন জ্বালায় পোয়াতি
মেঘেরা অস্থির হয়, কারো কারো পোয়াবারো হয়, কারো কারো তেরো;
মাঝে মাঝে সবকিছুকে সাগর মনে হয়, বৈভব বাড়িয়ে দেয় হৃদয়ের
ঘেরো, শ্রান্তি আর ভ্রান্তির বেড়াজালে স্বপ্ন আঁকে ডুমুরের ফুল;
আমার এই জল শহরে ডুমুরের ফুল হতে খুউব খুউব ইচ্ছে করে-!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আক্তারুজ্জামান সুন্দর অনুভূতি তুলে ধরেছেন। থুব ভালো লাগলো।
অশেষ কৃতজ্ঞতা আক্তারুজ্জামান ভাই।।
মোহাম্মদ সানাউল্লাহ্ দারুন আবেগ দিয়ে লেখা সুন্দর কবিতা ! বেশ ভাল লাগল ।
অশেষ কৃতজ্ঞতা কবি।।
গোবিন্দ বীন আমার এই জল শহরে এখন সারাক্ষণ পা ধুয়ে দেয় কবিতা জল, তাদের কেউ কেউ আবার একহারা মন্ত্রপূত; ড্রেন গলিয়ে, নর্দমা ভিজিয়ে তবেই তারা শুদ্ধ হয়েছে; অনেক মূর্খ মাছি আছেন, যারা সন্ন্যাস জীবনের বর্ণমালা কিছুই জানেন না, তবুও তাদেরকে ব্রতচারী বলে গাল মন্দ করেন! এমন গালমন্দ শুনতে আমারও খুউব খুউব ইচ্ছে করে!! ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
অশেষ কৃতজ্ঞতা কবি।।
রেজওয়ানা আলী তনিমা বেশ ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনাকে আপু।
তুহেল আহমেদ দীর্ঘ একটি দুঃখবিলাস , অনেক ভাব গম্ভীর একটি লিখা , ভালো হয়েছে --
ধন্যবাদ আপনাকে।
আমির ইশতিয়াক চমৎকার একটি কবিতা। পড়ে অনেক ভাল লাগল। আমার গল্প ‘লাল গরু’ পড়ার আমন্ত্রণ রইল।
আমন্ত্রণ সাদরে গ্রহণ করলাম আমির ভাই। ধন্যবাদ আপনাকে।
তৌহিদুর রহমান খুবই চমৎকার একটি কবিতা। পড়ে অনেক ভাল লাগল। শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
অবশ্যই প্রিয়। ভালো থাকবেন।
কবি এবং হিমু অসাধারণ লাগলো কবিতাটি পড়তে.কবিকে ধন্যবাদ কবিতাটির জন্য /
আপনাকেও ধন্যবাদ কবি।
মোঃ মহিউদ্দীন সান্‌তু কবিতায় কবির ইচ্ছেগুলো খুব চমৎকার, , দারুন লাগলো, আগনিত ভাললাগা, শুভকামনা রইল ।
অশেষ ধন্যবাদ জানবেন।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর কবিতা ।।
ধন্যবাদ জুয়েল ভাই।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী