ক্ষমা করো মা

নতুন (এপ্রিল ২০১২)

উত্তম কুমার কর
  • ১১
  • ৫৮
মা, তুমি ক্ষমা করো সন্তানেরে।
তোমার এ অধম সন্তান সীমানা পেরোতে চেয়েও পারেনি
মেলাতে পারেনি সময়ের রক্তাক্ত সমীকরণ।
একটা শুভ্র সকালের জন্য শুধু উন্মাদের মতো ছুটেছে
কিন্তু আনতে পারেনি সেই যাচিত সকালের সোনালী হাসি।
প্রকৃতি কাঁপা শীতের বরফ আস্তরণ গলিয়ে-
ফোটাতে পারেনি বাসন্তী গোলাপ।

মা, আমি বলেছিলাম-
শ্রমিকের প্রতি ফোটা ঘামের মূল্য এবার বুঝে নেব
তোমার নাড়ী থেকে উপড়ে ফেলব রক্ত চোষা জোঁক
দুষিত রক্তের বন্যা বইয়ে তোমাকে করব কলুষ মুক্ত।
কিন্তু তুমি বলেছিলে, " আমি দুষিত রক্তের বিনাশ চাইনা,
পরিশোধন চাই।
রত্নাকর দস্যুদের দেখতে চাই মহামুনি বাল্মীকি রূপে
মীরজাফরের রক্তে দেখতে চাই অসংখ্য মীর কাশিমের জন্ম।"
তুমি ভালোবাসার গভীর মন্ত্রে দীক্ষা দিয়েছিলে আমায়
কিন্তু আমি পারিনি-
দুর্দিনের সেই মোড়ক খুলে
পুরাতন ঢেলে প্রদীপ জ্বেলে
আলো আঁধারের মিলন গোধূলিতে জ্যোৎস্নায় ভেজাতে পথ।
অপ্রকাশের আক্ষেপে অন্যায়ের বিরুদ্ধে অন্তরের বিদ্রোহগুলো
অন্তরেই গুমরে গুমরে কেঁদে নিঃশেষ হয়ে গেছে
শুধু চোখ দিয়ে গলে পড়েছে তরল আগুন
আমি যেন এক নির্বাক অপরাধী।

তাই ক্ষমা করে এ অধম সন্তানেরে-
মা, আমাকে বৈপ্লবিক মন্ত্রে দীক্ষা দাও
অন্তরের ক্ষুদিরামকে দাও অশ্রুহীন ফাঁসির সাহস
চেতনার মুজীবকে স্বাধীনতার স্বপ্নে ভাসায়ে
আমার রক্তস্রোতে দাও দুর্ভেদ্য কৃষ্ণ-গহ্বরভেদী আন্দোলন।
৭ই মার্চের অলিখিত পাণ্ডুলিপি দাও আমার কণ্ঠে
যা গণবিষ্ফোরন রচনা করে রেসকোর্সে
স্বাধীনতার স্বপ্নবিভোর জনগণ মেতে ওঠে যুদ্ধের প্রলয় নেশায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ....................চমৎকার কবিতা। শুভেচ্ছা রইল।
Meshkat রত্নাকর দস্যুদের দেখতে চাই মহামুনি বাল্মীকি রূপে মীরজাফরের রক্তে দেখতে চাই অসংখ্য মীর কাশিমের জন্ম।" এই দুটি লাইন ছিল আমার চোখে সবচেয়ে সুন্দর। তবে আমরা আপনার কাছ থেকে আর অনেক ভাল কিছু আশা করি। ভালো থাকবেন।
মাহবুব খান অনেক ভালো আপনার কবিতা
মাহ্ফুজা নাহার তুলি মা, তুমি ক্ষমা করো সন্তানেরে। তোমার এ অধম সন্তান সীমানা পেরোতে চেয়েও পারেনি ..............ভালো লাগলো...........
সালেহ মাহমুদ সুন্দর কবিতা, শুভ কামনা রইল।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তোমার নাড়ী থেকে উপড়ে ফেলব রক্ত চোষা জোঁক দুষিত রক্তের বন্যা বইয়ে তোমাকে করব কলুষ মুক্ত। কিন্তু তুমি বলেছিলে, " আমি দুষিত রক্তের বিনাশ চাইনা, পরিশোধন চাই। //বাহ..সুন্দর কবিতা তো ! কিন্তু পাঠক সংখ্যা কম...তুমি অন্যদের কবিতা/গল্প বেশী বেশী পড়বে.......ধন্যবাদ উত্তম কুমার তোমাক..........
Sisir kumar gain সুন্দর কবিতা। শুভকামনা কবি।
কামরুল ইসলাম মান্না " আমিদুষিত রক্তের বিনাশ চাইনা, পরিশোধন চাই।" এত সুন্দর বাণী কার না ভাল লাগে ?
মিলন বনিক " আমি দুষিত রক্তের বিনাশ চাইনা, পরিশোধন চাই। একটা ঘোর লেগে গেল..এত ভালো লাগা..সত্যেই অপূর্ব...শুভ কামনা নববর্ষের...
আরমান হায়দার সুন্দর কবিতা। শুভকামনা।

১৬ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪