দিশাতরু

বাবা (জুন ২০১২)

সিয়াম সোহানূর
  • ৪৫
  • ১০৭
ম্যা ম্যা করতে করতে মা বলেছি
ব্যা ব্যা করতে করতে বাবা;
তারও আগে কতবার বাবা ডেকেছো
তার হিসেব কেউ কোনদিন রাখেনি।
তোমার শাহাদত অঙ্গুলিতে ঝুলে হাঁটার শুরুটা
তোমাকে কেমন পুলক দিয়েছিল জানিনে,
এক’শ একটা আছাড় খেয়ে কবে হাঁটতে শিখেছি
তাও মনে পড়ে না;
এইতো চলার শুরু ...
চলতে চলতে, চলার প্রতিটি বাঁকে
স্বপ্নেরা যে ছবি আঁকে
মগ্নতায় খোঁজে নেই তোমার চোখে ।
পাখির ছানার মতো চোখ ফুটতেই
উড়তে শিখিনী নিঃসীমে ...
দেখেছি নীড়-ভাঙা খড়
ঊর্মি দোলা
বালুকা ঝড় ;
সয়েছি কাঁটার আঘাত
হেঁটেছি পথ
গায়ে মেখেছি কাদা মাটি জল।
আশা ও আস্থায় পথচলি
জুজি ষড়রিপু অষ্টপ্রহর ।
তাপে গলতে শিখিনী
চাপে প্রসারণ
সুড়সুড়িতে হবো কেন খুন?
কখনও পাহাড় কেটে সুড়ঙ্গ করি
জঙ্গল কেটে জমি;
অনেকটা তো হাঁটা হলো পথ
আজও পথে পথ হারালে
দেখি চোখ মেলে
তোমার সেই হাসি মুখ
পাই ইশারা মঙ্গলেষু
দিশাতরু হে পিতঃ ।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইসমাইল বিন আবেদীন বাহ ! সুন্দর তো | ভালো লাগলো | শুভো কামনা |
সানাউল্লাহ নাদের বাবাকে চেনা, সন্তানকে ভালবাসা, নিজেকে ধীরে ধীরে প্রতিস্থাপন সন্তানে, চিরন্তন চলে যাবার প্রস্তুতি। পিতা হয়ে এভাবেই বেঁচে থাকা, সার্থক টিকিয়ে রাখা । চমৱকার নামকরণ।
সানাউল্লাহ নাদের অনেকটাই , না না সবটাইতো! বলব বলব করে ভেতরে থাকা এলোমেলো কথা গুলো। এত সুন্দর করে সাজানো ছিল না, ছিল বিক্ষিপ্ত ইট পাথরের মতই। সাজিয়ে গুছিয়ে কবিতার তাজমহল, চিরন্তন সুন্দর কথামালায়, তাইতো এড়িয়ে যাবার উপায় নেই কারো। যেমনি আকর্ষিত হয়েছেন "সূর্য "। দিগন্ত প্রসারী প্রত্যাশা আরো বাড়ল। তেমনই শুভেচ্ছা অশেষ।
সূর্য কবিতা জুড়ে শৈশব আর বাবার স্মৃতি জড়িয়ে। বেশ লাগলো কবিতা (একটা সত্যি কথা বলি "ম্যা ম্যা করতে করতে মা বলেছি"... এ লাইনটা দেখে কবিতাটা অনেক দিন এড়িয়ে গেছি। তবে পড়ার পর মনে হলো এর কোন বিকল্প হয়তো আমিও বের করতে পারতাম না)
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
মামুন ম. আজিজ দারুন শব্দ--দিশাতরু
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আবু ওয়াফা মোঃ মুফতি ভালো লাগলো|
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
পারভেজ রূপক সুন্দর কবিতা
অনেক অনেক ধন্যবাদ পারভেজ ভাই।
মোঃ আক্তারুজ্জামান অভিনবত্বে লেখা কবিতা খুব সুন্দর হয়েছে|
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আক্তারুজ্জামান ভাই।
ম্যারিনা নাসরিন সীমা চমৎকার আবেগী কবিতা সাথে যোগ হয়েছে নতুন কিছু ভাবনা । ভাল লাগলো ।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিন।

০৩ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫