চোখ মেলে তাকাও

অসহায়ত্ব (মে ২০২০)

মাইনুল ইসলাম আলিফ
  • ৫৯
হঠাৎ পৃথিবী ঘুমায়।
সুনসান নিরবতা রাজপথে।
নির্জন বসে কাঁদে,
রেস্তোরা আর কফি হাউসের কফির পেয়ালা।

থেমে গেছে আইনের কবিতায়,
বীভৎস কায়দায় মুসলিম নির্যাতনের বিকৃত আচার।
ভেঙে গেছে বিজ্ঞানের দেয়াল,
ভেসে উঠেছে দৈন্যতার খোলস।

ছিড়ে গেছে প্রযুক্তির শিকল,
হাঁসফাঁস হা হুতাশের বেড়েছে শিকড়।
আবদ্ধ জীবনে নিঃসঙ্গতার বন্ধন,
চেতনার চিলেকোঠায় হারের ক্ষত,
শুকনো হাসির আড়ালে বুক ফাটা ক্রন্দন।

অন্দরে অন্দরে আহাজারি,
ঘোঙ্গানি আর মৃত্যু বিলাপ।
নেই একফোঁটা রক্তপাত অথচ ঘরে ঘরে লাশ।
নিঃশ্বাসের হিসেব মেলানো ঘোর মৃত্যুর মিছিল।
তুমি মানুষ, তুমিই দেখাতে ক্ষমতার দাপট!
আজ কোথায় তোমার সেই প্রতাপ?
কোথায় তোমার রাজত্ব কায়েমের হুংকার?
খোদার আরশ কাঁপিয়ে ভেবেছিলে পার পেয়ে যাবে?

এখনো সময় আছে চোখ মেলে তাকাও।
ক্ষমতা কার? কে তোমার সহায় ? হৃদয়ের চোখ বুলাও।
ঠিক টের পেয়ে যাবে আজ তুমি কতটা অসহায়?
টের পাবে কার অসহায়ত্ব আজ মাথা কুটে মরে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ একটু দেরিতে প্রকাশিত হলেও কর্তৃপক্ষকে ধন্যবাদ।আশা করি সবার ভালো লাগবে কবিতাটি।সকলের গঠনমুলক সমালোচনা কামনা করছি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

করোনার ভয়ে মানুষ যে আজ সত্যিকার অর্থেই অসহায় সেই চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।অদৃশ্য করোনার থাবায় পিষে যাচ্ছে গোটা পৃথিবী।মৃত্যুর মিছিল কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।বিজ্ঞান প্রযুক্তি, মানুষের জ্ঞান ক্ষমতা কোন কিছুই কাজে আসছে না।আজ মানুষ কতটা অসহায় হয়ে মহান আল্লাহর দিকে তাকিয়ে আছে তা অবর্ণনীয়।মানুষের অসহায়ত্ব আজ কেবল মাথা কুটে মরছে।

২৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪