লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
শীত মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিনের অনুপম মহানুভবতায় আর অপার কৃপায় নানা রকম শস্য, সবুজ শাক সবজির ফলনে চাষীদের মুখে ফুটে ওঠে হাসির রেখা।
আল্লাহর সৌন্দর্যের আরেক প্রতিলিপি ফুল।ফুলের সৌরভে চারিদিক সুবাসিত হয়ে ওঠে আর আনমনে শুকরিয়া জাগে আল্লাহর প্রতি।
শীত মানেই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা অতিথি পাখির কলরবে মুখরিত জলাশয়।
সাইবেরিয়া আর উত্তর মেরু থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা এ পরিযায়ী পাখিরা বাসা বাধে হাওর বাওর বিল ঝিল আর উন্মুক্ত জলাশয়ে।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো অনিন্দ্য সুন্দর এই অতিথি পাখিদের আমরা নিরাপদ আশ্রয় দিতে পারিনা।এক শ্রেণীর লোভী মানুষের জন্য এরা একটা ভীতিকর অবস্থায় পতিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। কারণ এদের বন্দুকের নল থেকে এরা নিরাপদ থাকতে পারেনা। অনেক নজরদারি এড়িয়ে এরা এদের হত্যা করে ব্যবসা করছে।অথচ ইসলামের দৃষ্টিতে অকারণে পাখি হত্যা করা জঘন্য অপরাধ।রাসুল (সাঃ) বলেছেন “ যে কেউ যথাযথ কারণ ছাড়া কোন পাখি হত্যা করবে, কেয়ামতের দিন আল্লাহ তার হিসাব নেবেন।“ (নাসাঈ শরীফ ৪৪৪৫)
হযরত আমের ইবনে মাসুদ (রাঃ) থেকে বর্ণিত রাসুল (সাঃ) বলেছেন, “ শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা” (তিরমিজী ৭৯৫)
শীতকালে দিন ছোট তাই রোজা রাখা সহজ কারণ শীতের রোজায় রোজাদার গরমের তৃষ্ণা অনুভব করেন না আবার রাত বড় তাই তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য আদায় করা সহজ হয়।
এই শীতে আরকটি নেক আমল করতে পারি তা হলো , এই হাড় কাঁপানো শীতে যাদের একটি গরম কাপড় কেনার সামর্থ্য নেই তাদেরকে ইচ্ছা করলেই কিছু গরম কাপড় অথবা কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারি।এতে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হবেন। তাই নবী করীম (সাঃ) বলেছেন, “যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না।“
শেষ প্যারার আগের প্যারায় শীতে আল্লাহ পাকের দেয়া নেয়ামতগুলো উল্লেখ করে এবং শেষ প্যারায় আল্লাহর কাছে শীকারীদের লোভ থেকে অতিথি পাখিদের বাঁচানোর, গরম কাপড় আর অর্থ বিলিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এবং শীতের ছোট দিনে রোজা রাখা ও বড় রাত্রিতে জেগে মহান আল্লাহর কৃপা হাসিল করার তাওফিক চেয়েছি।আশা করি পাঠকগণ কবিতায় বিষয় সামঞ্জস্যতা খুঁজে পাবেন।
২৪ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা:
৩৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।