সমুদ্রে যখন ঝড় উঠে, আছড়ে পড়ে ঢেউ তীরে ঝঞ্জাবায়ু এসে উড়িয়ে নেয় পাল। তখনও একজন শক্ত হাতে ধরে রাখে হাল।
সমুদ্রে ডুবে, সমুদ্রেই ভাসে পথেই আগুয়ান তবু ছিটকে পড়ে পাশে হারানো পথের খোজে আবার ফিরে ফিরে আসে।
রোদ্দুর বালুচরে খালি পায়ে হাটতে গিয়ে চোরাবালিতে তার আটকে যায় পা। তবু সংযম আর শক্তি নিয়ে উঠে দাঁড়ায়, হয়না পিছপা।
কখনো সমুদ্রে নিবিড় সে কখনো উদাস বলাকা হয়ে আকাশে উড়ে তবু সে ভোলে না পথের সাথীরে হাত ধরে তারে সাথে নিয়ে চলে ধীরে।
হ্যা আমি বাবার কথাই বলছি ছায়া হয়ে যে পাশে রয় জীবনের বাকীটা পথ। সন্তানকে যে আগলে রাখে দুহাতে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে পথ চলে তবু লাগতে দেয় না এতটুকু আমি সেই বাবার কথাই বলছি।
নিজে না খেয়ে যে খাবার তুলে দেয় সন্তানের মুখে আমি সেই বাবার কথাই বলতে গিয়ে থমকে দাড়াই। কারণ আমিও বাবা হয়ে বুঝতে শিখেছি সন্তানের যৎসামান্য অনাকাঙ্ক্ষিত যন্ত্রনায়,ক্ষুধায় অথবা বিপন্ন সময়ের কতটা কাপন বুকে জাগায় শিহরণ কতটা অস্থিরতায় টান পড়ে হৃদয়ের চোরাগলিতে, সে শুধু বাবাই জানে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বাবা তো বাবাই ।ছায়া হয়ে পাশে থাকেন।ঝড় ঝঞ্জা সব তার উপর দিয়েই যায়, তবু তিল পরিমান তা সে কাউকে বুঝতে দেয় না।সন্তানের জন্য ত্যাগ তাঁকে নিজের কাছে মহান করে রাখে।সংসার সমুদ্রে তিনি ডুবেন আবার ভাসেন কিন্তু সন্তানকে তা আঁচ করতে দিতে চান না।এইতো বাবা!সন্তানের কষ্টে যন্ত্রনায় বাবা কতটা অস্থির থাকেন, তার জন্য তিনি কতটা টান অনুভব করেন তা শুধু বাবাই জানেন।
২৪ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা:
৩৮ টি
সমন্বিত স্কোর
৫.৭৮
বিচারক স্কোরঃ ৩.৩৮ / ৭.০পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।