হয় আলো, না হয় আঁধার

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৯)

মাইনুল ইসলাম আলিফ
  • ৫১
লুকিয়ে থাকা স্বপ্নের আড়ালে

আনমনে হাত বাড়ালে,

এক মুঠো স্বপ্নের সপাট মঞ্চায়নে ,

গোপনে জাগে শিহরণ।

ছাই রঙা জীবনের ডাইরীতে , আনমনে লিখে রাখা সুইসাইড নোট

কিংবা পারমিতা মৌমিতার স্বপ্ন ভাসা জলে , শকুন গন্ধা কলংকিত শামুক।

সময়ের অসুখে এই ছিল চেতনার সুখ।

কিছু রক্ত আর কিছু লজ্জার দামে স্বাধীনতা কেনা।

রক্তে রক্তে যদিও বেড়েছে দেনা !

চির ধরা জীবনের বাকীটা ইতিহাস।


নিজের অধীনতাই যদি স্বাধীনতা হয়

তবে তো সবার আগে, আমিই স্বাধীন।

কবিতার খাতাকে বানাই জীবনের ক্যানভাস ,

ডাক্তার আকাশের মতো , চাইলেই হতে পারি আকাশে বিলীন।


ভালোটাই যদি আলো হয়!

কালোটাই তবে অন্ধকার।

ইচ্ছেটাই যদি স্বাধীনতা হয়

অনিচ্ছায় জাগে তোলপাড়।


প্রভু তুমি দিয়েছো সাধ ও সাধ্যের বৈরীতা

দিয়েছো ভালোর সাথে মন্দের স্বাধীনতা।

তাই চাইলেই পারি আলোর পথ ধরে

হেঁটে যেতে বহু দূর ,

অথবা যেতে যেতে শিকল পরা পায়ে আঁধারে নুপুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওমর ফারুক Bhalo laglo bai.sundor kobita.shubho kamona roilo.
যাজাকাল্লাহু খাইরান।
রঙ পেন্সিল চমৎকার!!
যাজাকাল্লাহু খাইরান।
Jamal Uddin Ahmed দেরিতে হলেও পড়লাম; আপনার কবিতা বরাবরের মত চমৎকার। ফন্টের সমস্যা গক'তে আছেই। আমার বেলায় বেশি ঘটে।
যাজাকাল্লাহু খাইরান।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অনেক চমৎকার ভাই। সব সময় আপনি একটা সুন্দর থিম নিয়ে লেখা উপস্থাপন করেন । বেশ ভাল
যাজাকাল্লাহু খাইরান।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। আর আপনার লেখায় সবসময় সমসাময়িক দিকগুলো বেশি ফুটে উঠে। এভাবে আমরা যেন হেটে যেতে পারি আলোর পথ ধরে। বরাবরের মতই শুভ কামনা রইল ভাই।
যাজাকাল্লাহু খাইরান।
এটি কিন্তু একটি অসাধারণ কবিতা, সময়ের জন্য সেই সময় বিস্তারিত বলতে পারিনি ।।
আবারও অনেক অনেক ধন্যবাদ ভাই।
কাজী জাহাঙ্গীর বেশ চমৎকার একটা বোধের উপস্থাপন করেছেন। বেশ ভাল লেগেছে আলিফ ভাই। অনেক শুভকামনা আর ভোট রইল।
যাজাকাল্লাহু খাইরান।
মোঃ মোখলেছুর রহমান অসাধারন বোধ ও দার্ঢ্য উপমা বহুল,শুভকামনা কবি!
যাজাকাল্লাহু খাইরান।
মাইনুল ইসলাম আলিফ গল্প কবিতা কতৃপক্ষ পংক্তিগুলোর মাঝে এত বড় বড় গ্যাপ কেন রাখলো বুঝতে পারলাম না।সবার কবিতাই তো সুন্দর ফ্রন্টে আসলো,আমারটা কেনো এমন হলো?
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষ চাইলেই কি সব কিছু পারে? এ প্রশ্নের উত্তরে আমরা সাধারণত বলি যে, হ্যা পারে যদি সেরকম চেষ্টা থাকে,ইচ্ছাশক্তি যদি প্রবল থাকে ।মানুষ চাইলে ডাক্তার আকাশের মতো নিজেকে হত্যা করে ফেলতেও পারে আবার চাইলে নিজের কিডনি কাউকে দান করে তার জীবন বাঁচাতেও পারে।আল্লাহ মানুষকে এই স্বাধীনতাটা দিয়েছেন যে চাইলেই সে সিনেমা হলে ঢুকতে পারবে আবার চাইলে সে সিনেমা হলে না গিয়ে মসজিদে নামাজ পড়তে যেতে পারবে।কোনটা করবে সে সেটি নির্ভর করে তার বিবেক বুদ্ধির উপর ,প্রখর বিবেচনার উপর। এই কবিতায় নিজের জীবন বাজি রেখে বাংলার বীর জনতার সুইসাইড নোট “জীবন দিয়ে হলেও আনবই স্বাধীনতা” প্রখর ইচ্ছাশক্তি বা নিজের অধীনতাকে প্রকাশ করছে।আরো প্রকাশ করছে যে মানুষ চাইলে ভাল মন্দ দুটোই করতে পারে। মহান আল্লাহপাক রাব্বুল আল-আমিন মানুষ কে ভালোর সাথে মন্দের স্বাধীনতা দিয়েছেন(তাই চাইলেই পারি আলোর পথ ধরে হেঁটে যেতে বহু দূর , অথবা যেতে যেতে শিকল পরা পায়ে আধারে নুপুর। ) আল্লাহ পাক সুরা কাহাফের ঘোষণা করেছেন “ সত্য তোমাদের প্রতিপালকের কাছ থেকে,যার ইচ্ছা সে বিশ্বাস করুক ও যার ইচ্ছা সে অবিশ্বাস করুক”।সুতরাং কবিতাটি বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই আমি মনে করি।

২৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪