নেই কেন খরশোলা

পরিবার (এপ্রিল ২০১৩)

আরমান হায়দার
মোট ভোট ৪০ প্রাপ্ত পয়েন্ট ৫.২১
  • ৩১
অনেকদিন দেখিনা সেই খরশোলা,
সকালে সূর্যের আলোয় ঝিকমিক করে ওঠা
তার চোখ, যেন মাথা থেকে ঠিকরে
বের হওয়া এক রূপোলী আলো। শান্ত নদীতে
ওঠা ছোট ছোট ঢেউ কিংবা মাছরাঙ্গা-
গাংচিলের ভয়ে ডুব দেওয়া অদৃশ্য মাছ ;
এখন আর শুশুকের মত ওঠে না জেগে।
ঝাঁক বেঁধে চলা সেই খরশোলা ছিল ,যেন
মামাবাড়ি বেড়ানো ছেলেমেয়ের দল।

আজ বহুদিন হয় দেখিনা সেই খরশোলা;
না যমুনায়, না বড়ালে , না হুরাসাগরে।
আজ মামা বাড়ির পাশ দিয়ে যাই আমি
হয় না মামা বাড়ি যাওয়া, নাই অবসর।

আমার মত খরশোলারাও হয়তো ভুলে গেছে
ওদের মামাবাড়ি,শৈশবের উজান ছুটে চলা।
অথবা আজ ওরা হারিয়ে গেছে নীলকণ্ঠ বিষাক্ত নদীতে।
কোনদিন আর হয়তো দেখবো না, দেখবে না
আমার সন্তান কোনদিনই পৃথিবীর আলোয়
সেই খরশোলা, একঝাঁক ধুসর ভয়ার্ত মাছ ;
হুরাসাগরে বা ইছামতী অথবা বড়ালে ;
না যমুনা-সুরমা-কীর্তন খোলায়।




( বি. দ্রু: খরশোলা এক ধরনের মাছ ,যাদের সাথে পরিবারের অন্যান্য সদস্যদের মত শৈশবে সখ্যতা ছিল। অনেক অনেক সময় চলে গেছে খরশোলার সাথে, মাছধরার সাথে। )
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া আরমান ভাই আপনাকে অনেক অভিনন্দন , আর আগে গল্পেও তো আপনি পুরস্কার পেয়েছিলেন ! এবার কবিতায় দারুন !!
মিলন বনিক আরমান ভাই...অনেক অভিনন্দন ......
এশরার লতিফ অনিক অভনন্দন আরমান ভাই।
রাজিব হাসান বিজয়ী হবার স্বাদই আলাদা !!! অভিনন্দন !!!!
তানি হক অভিনন্দন ভাইয়াকে!
Lutful Bari Panna প্রিয় গল্পকারকে কবিতায় পুরস্কৃত হতে দেখে চমৎকৃত হলাম। অভিনন্দন আরমান ভাই।
রফিক আল জায়েদ অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! অভিনন্দন!!! কবিতায় ফুটে উঠুক চির সুন্দরের প্রতিচ্ছবি !

২৩ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৬ টি

সমন্বিত স্কোর

৫.২১

বিচারক স্কোরঃ ৩.০৩ / ৭.০ পাঠক স্কোরঃ ২.১৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী