কপোতাক্ষের বাকে

নতুন (এপ্রিল ২০১২)

আশরাফুল ইসলাম
  • ১৩
  • 0
  • ৯৮
শৈশব আমার কেটেছে এই কপোতাক্ষের বাঁকে,
যেখানে রঙ্গিন সপ্নগুলো কল্পনায় ছবি আঁকে।
যেখানে গোধুলী জুড়ে পাখির ওড়াউড়ি,
বালু পরে শামুক ঝিনুকের অবাধ ছড়াছড়ি।
সেখানে এসেছি আজ জীবনের ফাকে,
শৈশব আমার কেটেছে এই কপোতাক্ষের বাঁকে

যেখানে নিলীমা জুড়ে বিহঙ্গ মেলা,
সেখানেই বসে মোর কেটে যেত বেলা।
স্রোতের টানে সেই ছোট তরীগুলি,
ছুটে যেত অজানায় দুরন্ত বেগে চলি।
সেখানে এসেছি আজ শৈশবের ডাকে,
শৈশব আমার কেটেছে এই কপোতাক্ষের বাঁকে।

কখন শান্ত, কখন দুরন্ত তুমি কপোতাক্ষ,
উদ্দাম বেগে ছুটে চলাই তোমার লক্ষ্য।
দু তীরের অপরুপ শোভা কেড়ে নেয় প্রান,
নিশীথে শুনতে পাই নদীর কলতান।
গাঁয়ের বধু ধীরে চলে যায় কলসি নিয়ে কাঁখে,
শৈশব আমার কেটেছে এই কপোতাক্ষের বাঁকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন .....................ছেলেবেলার কথা মনে করিয়ে দিলেন, নদী যদিও ক পোতাক্ষ নয়। ধন্যবাদ আর শুভেচ্ছা।
মোহন চৌধুরী গায়ের বধু ধীরে চলে যায়....................... কবিতা ভালো লেগেছে.....................
হাসিনা আক্তার কাজল গাঁয়ের বধু ধীরে চলে যায় কলসি নিয়ে কাঁখে, শৈশব আমার কেটেছে এই কপোতাক্ষের বাঁকে। অনেক ভালো হয়েছে।
সালেহ মাহমুদ সুন্দর কাব্য প্রয়াস, ছন্দ চোখে পরার মত, ধন্যবাদ কবি
খন্দকার আনিসুর রহমান জ্যোতি কতকটা গানের বানীর মতো মনে হল ... তবে খুব ভালো লেগেছে...আশরাফুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ.....
জালাল উদ্দিন মুহম্মদ শৈশব আমার কেটেছে এই কপোতাক্ষের বাঁকে, যেখানে রঙ্গিন সপ্নগুলো কল্পনায় ছবি আঁকে। যেখানে গোধুলী জুড়ে পাখির ওড়াউড়ি, বালু পরে শামুক ঝিনুকের অবাধ ছড়াছড়ি। // ---- শৈশবের নদী আর গ্রামীন প্রকৃতির নিসর্গ কবিকে দারুণভাবে আন্দোলিত করে । খুব ভাল লাগলো কবিতা। শুভকামনা রইলো।
আরমান হায়দার পড়লাম । ভাল লাগল। শুভকামনা।
মাহবুব খান শৈসব কে নতুন করে পেলেন কপোতাক্ষের পারে /ভালো লাগলো /৫ দিলাম
জাফর পাঠাণ নদী ও শৈশব কেন্দ্রিক কবিতাটির মধ্যে পরতে পরতে হৃদয়ের মূর্ছনা লুকিয়ে আছে।নদীর প্রতিটি ফোটায়,তীরের প্রতিটি ধূলিকনায় লুকিয়ে আছে শৈশব অতিক্রান্ত চরিত্রটির প্রাণ ।যার টান শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়।কবিতাটি নদীর ঢেউয়ের ন্যায় আমাকে আন্দোলিত করল।ধন্যবাদ কবিকে।

২২ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪