টুকটুকে লাল

ইচ্ছা (জুলাই ২০১৩)

রীতা রায় মিঠু
  • ২০
  • ৭৪
আমি তোমার মত বড় হতে চাই, কী করে
হবো? ঠিক তোমার মত করে বিনুনী
পেঁচিয়ে খোঁপা বাঁধবো, সে খোঁপায় জড়াবো
বেলী, জুঁই অথবা রজনীগন্ধার মালা!
ইচ্ছে হয়, ঠিক তোমার মত এক প্যাঁচে
লাল-নীল, হলদে- সবুজ চিকন ডুরের টাঙ্গাইল
অথবা শান্তিপুরী তাঁত পড়ি, সাথে টকটকে লাল
ভয়েলের 'রবীন্দ্রনারী' কনুই ঢাকা ব্লাউজ।

ও মা, বলোইনা, কতদিনে তোমার মত হবো?
বিকেলের সোনা আলোয়, টকটকে লাল রক্তকরবী
আলতার শিশিতে তুলি ভেজাবো, তুলির নিপুণ টানে
দু'পায়ের পাতায় আঁকা হয়ে যাবে আঁকা-বাঁকা পথ।
চোখে টেনে দেবো কাজলদানী থেকে তুলে নেয়া'
প্রদীপ শিখার কাজল আর কপালে দেবো লাল
টুকটুকে রক্তজবা সিঁদু্রের সিকি সাইজ টিপ,
দু'হাতে বাজবে চুড়ি ও শাঁখার রিনরিনে ধ্বনি,
খয়ের, চুন, সুপুরীতে পানের খিলি সাজাবো, সাথে
দেবো দু'চারটি এলাচদানা, পানের লাল টুকটুকে
রসে ভিজে আমার ঠোঁটদুটো দেখাবে, অবিকল
মিতুদের বাড়ীর খাঁচার টিয়ে 'ভক্তদাস'এর মত।

সেদিন এমনি করে আমার খুকীসোনাও কাছে আসবে,
গলা জড়িয়ে ধরবে আমার পেছনে লুকিয়ে থেকে,
সামনে মেলে দেবে ছোট্ট দুটি কচি হাতের পাতা, বলবে,
মা, তোমার মুখ থেকে মিষ্টি পানের ছিবেটুকু দাও তো,
আমিও পান খেয়ে তোমার মত বড় হতে চাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাফিসা রাফা কবিরা আসলে যে জাদুকর তা আপনার লেখা পড়লেই বুঝা যায়।।হারিয়ে গিয়েছিলাম লেখার মাঝে।।"ও মা, বলোইনা, কতদিনে তোমার মত হবো?"-এ কথাটা অসংখ্যবার মাকে বলি।সবজান্তার মতো আপনি তা বুঝে ফেললেন।
তাপসকিরণ রায় কবিতাও আপনি খুব ভাল লেখেন দেখি ! সুন্দর একটি কবিতা চোখে পড়ল।
হি হি হি!!! কি যে বলেন, শুনে ভালোও লাগে, লজ্জাও লাগে! ধন্যবাদ দাদা, আপনার কাছ থেকে এমন কমেন্ট, বিশাল পাওয়া!
মিলন বনিক মা, তোমার মুখ থেকে মিষ্টি পানের ছিবেটুকু দাও তো, আমিও পান খেয়ে তোমার মত বড় হতে চাই। - দিদি এক্কেবারে বাজিমাত...ঠিক সেই শৈশবে ফিরে গেলাম....তাকুর্মা যখন পান খেত..একটু চিবিয়ে ছোচ্চা একটু মুখে দিত...আমরা চেয়ে খেতাম আর বেশ মজা পেতাম...
বাজিমাত?????????? ইয়াহু! কবির কাছ থেকে পাওয়া উপহার! ভাই ত্রিনয়ন, তৃতীয় নয়নে দেখা দৃশ্য, ঠাকুমার মুখের পানের ছিবে, আহ! আমি খেতাম দিদিমার মুখের পানের ছিবে।
জায়েদ রশীদ স্নেহের পরশে লেখা সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ রশীদ!
রাজিয়া সুলতানা অনেক ভালো লাগলো ,শুভকামনা সাথে আমার কবিতার ভুবন আমন্ত্রণ....
অনেক ধন্যবাদ সুলতানা, আমন্ত্রণ গ্রহণ করলাম।
এশরার লতিফ সুন্দর কবিতা, ইচ্ছের মিষ্টি প্রকাশ.
এশরার, অকবিতাটি পড়েছো, অকবি ধন্য হয়েছেন!
Lutful Bari Panna আরে দুর্দান্ত হয়েছে। দারুণ দিদি, দারুণ...
পান্না, তোমার ঘাড়ে কিন্তু শ্বাস ফেলছি, সাবধান হয়ে যাও, প্রথম পুরুস্কার না নিয়ে ঘরে ফিরবোনা! হা হা হা!
ঘাস ফুল অসাধারণ ভাবনা। একান্ত আবেগী স্বপ্ন। ধন্যবাদ কবিকে।
অনেক ধন্যবাদ ঘাসফুল!
অবিবেচক দেবনাথ অসাধারণ বলার ধাঁচ। কবিতাটি সত্যি আমার কাছে বেশ লাগল। যতীন্দ্রমোহন বাগচী‘র কবিতা “কাজলাদিদি‘র” পরশের মতো এই কবিতায় একখানি ছৌঁয়া পেলাম।
কী বলবো রে অবিবেচক ভাইটি, কমেন্ট বুঝি এভাবে করতে হয়? দিদির কান্না পায়না বুঝি!

১৯ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪