আমার কষ্ট

কষ্ট (জুন ২০১১)

Abu N.M. Wahid
  • ১২
  • 0
  • ৩৭
কষ্ট আমার রঙিন ঘুড়ি উড়াই তারে নীল আকাশে
কষ্ট নিয়ে স্বপ্ন দেখি বীজ বুনি তার বাতাসে।
কষ্টের কথা ভেবে ভেবে কষ্ট খুঁজি জলে স্থলে
কষ্ট আমায় বানের মতো ভাসিয়ে দেয় সাগর জলে।
কষ্ট জ্বলে মনের ভেতর আগুন হয়ে নেভে না
যতোই তেজি হউক না আগুন দহন সে তো করে না।
পানি দিলে নেভে না আগুন জ্বলে ওঠে দপ্ দপিয়ে
কষ্টের কান্না কেঁদে আমি কষ্ট আরো দেই বাড়িয়ে।
কান্না ছেড়ে হাসি যখন কষ্টে আমি স্বস্থি পাই
কষ্ট ভালো লাগে বলে আমি আরো কষ্ট চাই।
কষ্ট আমি সইতে পারি যতোই আসে আসুক না
কষ্টের ভয় জয় করেছি কষ্ট কাবু করে না।
কষ্ট আমি ডেকে আনি আমার ঘরে আসে সে
আদর করে রাখি তারে ফিরে যেতে চায় না সে।
কষ্টের প্রতি এতো প্রেম হলো আমার কেমন করে
কষ্ট ছাড়া কেমনে বাঁচি আমি দুখী এ সংসারে।
কষ্ট যারা দেয় আমাকে দোয়া জানাই তাদের তরে
কষ্ট ভোগ করি আমি কষ্টে আমার পরাণ ভরে।
কষ্ট আমার থাক না যতো হই না আমি যতোই দুখী
কষ্ট নিয়ে বসত করি আমার জীবন কষ্ট মুখি।
কষ্ট দেখে কষ্ট পেলে কষ্ট পায় কষ্ট রাজা
কষ্ট আমি তাড়িয়ে দিলে দেয় আমাকে কঠিন সাজা।
কষ্টে যারা করে ভয় তারাই ভীরু নয় সুপুরুষ
কষ্টের সাথে দিন রাত্রি করি আমি কতোই আপোষ।
কষ্ট আপন কষ্ট ভালো আঁধার রাতে কষ্ট আলো
কষ্টে যতো আছো হেতা কষ্টের আগুন ঘরে জ্বালো।
চলতে ফিরতে রাস্তা ঘাটে কষ্ট থাকে আমার সাথে
ঘরে যখন ফিরে আসি কষ্ট দেখি খাবার পাতে।
অবাক আমি হই না তাতে কষ্ট আমার জীবন সখা
কষ্টে জীবন কাটাই আমি কষ্ট আমার ভাগ্য লেখা।
কষ্টে আছে যতো মানুষ আমার কাছে সবাই আসে
কষ্টে ভরা জীবন দেখে তারা ফিরে হেসে হেসে।
কষ্ট যেথায় যায় না কখন কষ্ট খেলা করে না
এমন জীবন নীরস জীবন আমার ভালো লাগে না।
কষ্ট আসে কষ্ট হাসে কষ্টের মাঝে আমার বাস
কষ্ট আমায় যায় না ছেড়ে কষ্ট থাকে বারো মাস।
কষ্ট আমার কষ্ট সবার কষ্ট আমার বিজ্ঞ জন
যখন তখন কষ্ট আসে কষ্ট আমার ভরায় মন।
কষ্ট আমার জীবন মরণ কষ্ট আমার সকল আশা
কষ্ট আমার মনের সুখ কষ্ট আমার ভালোবাসা।
কষ্ট আমার প্রাণপুরুষ করি তারে নমস্কার
কষ্ট আমার প্রণোদনা সেই তো আমার পুরষ্কার।
(নাট্যাভিনেতা জাহিদ হাসানকে)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ কবিতায় কষ্ট কথার পরিপূর্ণতা, অসাধারন
উপকুল দেহলভি কবিতাটি অসাধারণ লাগলো, সত্য ও সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
খন্দকার নাহিদ হোসেন ভালো লিখেছেন। এ ধরনের কবিতা লেখা পরিশ্রমসাধ্য আর ভুক্তভোগী মাত্রই তা জানে। বিষয়টা যেহুতু ধরে রেখেছিলেন তাই কবিতাটা আরও আগে হয়তো শেষ করতে পারতেন। তবুও বলতেই হচ্ছে কবিতায় আপনার হাত ভালো। সামনে আপনার কাছ থেকে একটা গদ্য কবিতা চাই।
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার কষ্টের পৌনঃপুনিকতা এড়ানো গেলে কবিতাটি পড়তে হয়তো খুব ভালো লাগত। আর প্রতি লাইনের শেষে ছন্দের মিল দেওয়াটা কি খুব আবশ্যিক?
রওশন জাহান প্রতি লাইনে লাইনে কষ্ট, লেখাটাকে একঘেয়ে করে তুলেছে.
মোঃ আক্তারুজ্জামান অনেক সুন্দর লিখেছেন| আর এরকম সুন্দর লেখাগুলি পাঠক যখন বেশি বেশি পড়ে না তখন মনটা খারাপ হয়ে যায়|
আবু ওয়াফা মোঃ মুফতি কষ্টকে যে ভাবে পুরষ্কার, তার চেয়ে সুখী কে আছে আর! ভালো লাগলো |
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) আপনার লেখা পড়লাম । আপনার চেষ্টার "তা'রীফ" না করে পারলাম না । চালিয়ে যান ।
খোরশেদুল আলম কবিতায় শুধু কষ্ট আর কষ্ট এত কষ্টের মাঝে সত্যিকার কষ্টকে আর খুঁজে পেলামনা কষ্টই মনে হল সকল সূখ, অনেক পরিশ্রম করে ছন্দে ছন্দে কষ্ট নিয়ে লিখেছেন কষ্ট ভরা কবিতা, ভালো লিখেছেন।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪