বৃষ্টির খোঁজে

বৃষ্টি (আগষ্ট ২০১২)

সোমা মজুমদার
  • ৪৯
  • ৩৩৩
বৃষ্টি ভেজা একটা আকাশ
হাত বাড়িয়ে ডাকে,
মন চাইছে হারিয়ে যেতে
ছাড়িয়ে পাহাড় টাকে;
বৃষ্টিতে আজ ভিজবো বলে
ঘর ছেড়ে তাই বাহির হলাম,
বৃষ্টি কোথায়, বৃষ্টি তো নেই
ভিজবো তবু, নাইবা তার দেখা পেলাম;
আরও দু পা যেই ফেলেছি
মেঘের ধ্বনি কান ফাটাল,
মন বলল বৃষ্টি হবে
মেঘদূতেরা ডাক পাঠাল;
আকাশ পানে তাকিয়ে দেখি
মেঘের মেলা আকাশ জুড়ে,
টুকরো টুকরো সাদা তুলো
এদিক ওদিক যাচ্ছে উড়ে;
কালো মেঘের কাজল দিয়ে
স্বপ্ন আমার চোখে আঁকি,
মেঘেরা কি পালিয়ে গেলো
আজকে আমায় দিয়ে ফাঁকি?
বৃষ্টি ভেজা শহর টাকে
অচেনা যে ভীষণ লাগে,
ঘুমিয়ে থাকা ইচ্ছে গুলো
নতুন করে আবার জাগে;
হাত বাড়িয়ে ছোঁব আকাশ
বৃষ্টি আমি মাখব গায়ে,
জলের ফোঁটা নূপুর হয়ে
বাজবে তারা আমার পায়ে;
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামুক
এইত আমি চাই,
নিভে যাবে বুকের আগুন
ভিজে যাবে ছাই;
বৃষ্টি তুই নামলে আজ
হৃদয় টাকে ভেজাব,
বৃষ্টি তোর স্পর্শে আর এক
নতুন জীবন পাব;
হাসছে দেখো গাছের পাতা
ভিজছে বৃষ্টি জলে,
শহর জুড়ে বর্ষা এল
ভিজিয়ে দেবে বলে;
বৃষ্টি আসে, বর্ষা আসে
আসে মেঘের দল,
বৃষ্টি নামে মেঘলা মনে
চোখের কোনে জল;
বৃষ্টি এলেই মনে ভাসে
ছোটবেলার কথা,
যতই খুঁজি পাইনা তারে
স্পর্শ করে ব্যথা;
কাগজের সেই নৌকা গুলো
ভাসিয়ে দিতাম জলে,
জলের তোরে দুলতে দুলতে
কোথায় যেত চলে;
আজকে আবার বৃষ্টি হবে
ধুয়ে যাবে ক্ষত,
দিনে দিনে উষ্ণ হৃদয়ে
জমা আছে যত।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
helen zaman সুপাড়ি গাছের মত কাব্যটি বেয়ে বেয়ে উঠে পড়তে হলো দিদি ! নামতে গিয়ে ধপাস !হি...হি...হি...।শুভানুধ্যান লেখককে ।
Md. Akhteruzzaman N/A আকাশ ভেঙ্গে বৃষ্টি নামুক এইত আমি চাই, নিভে যাবে বুকের আগুন ভিজে যাবে ছাই- সুন্দর। অনেক অনেক শুভ কামনা.।
ফাইরুজ লাবীবা ছন্দে ভরা কবিতা ।দিদি সুন্দর রচনা ।ভালোবাসা গ্রহণ করবেন ।
ওসমান সজীব খুবই সুন্দর কবিতা
amar kabita apnar valo legechhe jene amaro valo laglo...........
রোদেলা শিশির (লাইজু মনি ) অ......নে......ক ... লম্বা ......... তবু সুন্দর ...... আপু ... !!
নৈশতরী সরীসৃপের ক্রধাক্ত দেহ অবলীলায় সম্বোধন করছে বিনোদনের দার খুলে, আমি হতবাক হলাম কিম্তু মজাও পাইলাম !!
amio hatabak holam apnar eman asadharan mantabya karar style dekhe........anek dhanyabadd
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) একটু লম্বা ( দেখতে ) কবিতা কিন্তু খুব ভালো লাগলো । আপনার কবিতা লেখার দক্ষতা বাড়ছে প্রতনিয়ত , অনেক শুভকামনা ।
anek anek dhanyabaad amar kabita parar janya ebang sundar mantabya rakhar janya..............
nabajit saha অসাধারণ .অপূর্ব
asankhya dhanyabaad, amar kabita parar janya ebang mantabya karar janya..........

০৯ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫