অধরা স্বাধীনতা

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

মো: আশরাফুল ইসলাম
  • ২৯
  • ৬৭
দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু নেই
কাঁদতে ভুলে গেছি সেই কবে...
চোখ দুটো আজ অশ্রুশূণ্য।
রক্তিম চোখে তাই ঝরে পড়ে
নীরব প্রতিবাদের ভাষা।
তবুও আমি নিশ্চুপ থাকি
জমাট কষ্ট বুকে নিয়ে।
অবাক হয়ে আজও ভাবি
এদেশ কি পেয়েছে সত্যিকারের মুক্তি,
বিজয়ের চার দশকেও?
যেখানে স্বপ্নের মৃতু্য ঘটে প্রতিনিয়ত,
কাঁটাতারে ঝোলে ফেলানীর লাশ।
যেখানে বুৃক ফুলিয়ে আজও ঘোরে
ঘাতক হায়েনার দল।
সেখানে আমি নির্বাক থাকি
আর দশজনের মতোই।
জানি এদেশে সত্য বলা পাপ
জনগন যেখানে খেলার পুতুল
পাল্টা রাজনীতির রোষানলে।
সেখানে আমি বিচার চাইব কার কাছে?
তাহলে কি বৃথা গেল লাখো আত্মত্যাগ?
বৃথা গেল ধর্ষিতা বোনের করুণ চিৎকার?
কোনোই মূল্য নেই আমার বাবার
রক্তমাখা সেই শার্টটির?
তবুও আমি গর্ব কওে বলি
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা,
আমি বাঙালির সনত্দান,
মনে প্রাণে আমি বাঙালি...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এম এ মান্নান তবুও আমি গর্ব কওে বলি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি বাঙালির সনত্দান, মনে প্রাণে আমি বাঙালি... -------- সুন্দর কবিতা ।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
সূর্য একটা অনিবার্য যুদ্ধে আমরা মুক্ত হয়েছি ঠিকই, তবে আজকের এই হানাহানি আর লাভের হিসাব নিকাষের কাছে সেই চেতনা আর কাজ করছে কই! এর দায়তো পুরোটাই আমাদের। ভোট দেয়ার সময় যদি আমরা মার্কা না দেখে ব্যক্তির চরিত্র দেখে ভোট দেই তবেই না তারা ঠিক কাজটা করবেন। কবিতায় ব্যক্ত হতাশা প্রতিটি নাগরিকেরই আছে। শেষটা অনেক ভাল লাগলো।
মোঃ সাইফুল্লাহ আমি বাঙালির সনত্দান, মনে প্রাণে আমি বাঙালি.----ভাল লাগা।
সুমন সবকাজগুলো যদি একা মুক্তিযোদ্ধাদের করে দেয়া লাগতো, লাগে তাহলে তো বিপদ। আমরা কতটা আগাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে? আমাদের কিছু করতে হবে তাহলেই মুক্তি মিলবে। কবিতায় এত অভিযোগের পরেও যখন লেখা হয় "তবুও আমি গর্ব কওে বলি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি বাঙালির সনত্দান, মনে প্রাণে আমি বাঙালি..." তখন আর কোন অভিযোগ থাকে না। ভাল লাগল, আর শুভকামনাও
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন তাহলে কি বৃথা গেল লাখো আত্মত্যাগ...। চমতকার লিখেছেন।শুভেচ্ছা রইল।
বশির আহমেদ যেখানে স্বপ্নের মৃত্যু ঘটে প্রতি নিয়ত/ কাটাতারে ঝুলে ফেলানীর লাশ । চমৎকার ভাবনার দুরন্ত প্রকাশ । অভিনন্দন কবির জন্য ।
ম্যারিনা নাসরিন সীমা ঠিক বলেছেন ,মুক্তি যুদ্ধ করে আমরা একটা ভূখণ্ড একটা মানচিত্র ছাড়া প্রকৃতপক্ষে যা পেতে চেয়েছিলাম তার কিছুই পাইনি । সুন্দর কবিতা লিখেছি । শুভকামনা ।
আহমেদ সাবের মুক্তিযোদ্ধা সংখ্যার বেশীর ভাগ কবিতায় মুক্তিযোদ্ধার চেয়ে যুদ্ধোত্তর বাংলাদেশের নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের প্রেক্ষিতে ক্ষোভ দেদীপ্যমান হয়ে উঠেছে। আপনার কবিতাও তার ব্যতিক্রম নয়। এত কিছুর পরেও "আমি বাঙালির সন্তান, মনে প্রাণে আমি বাঙালি... "। ভালো লাগলো কবিতাটা।

০২ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪