তোমাকে অনেক ভালবাসি

বৃষ্টি (আগষ্ট ২০১২)

faruk আহমেদ
  • 0
  • ৭৭
কি বিশাল আকাশ, যতবারই আকাশের দিকে চোখ যাচ্ছে ততবারই ভেতরটা যেন
আরো উদার হয়ে যেতে চাইছে,
হঠাৎ এ কি ছোট ছোট কিছু কালো মেঘের খন্ড আকাশটাকে ঢেকে দিতে চাইছে
খানিক বাদে দেখলাম না মেঘগুলো ঠিকই সরে গেছে,আকাশ আবার তার সৌন্দর্যে ফিরে এসেছে।
ভাবতে ভাবতেই যেন কখন বিকেল তারপর, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল
সেই সকালে কর্ম ব্যসত্মতা আর চারদিকের চঞ্চলতা কোথায় যেন হারিয়ে গেছে,
সামনে দিয়ে উড়ে গেল কিছু জোনাকি পোকা,খনিকের জন্য তাদের আলো নিভে গেলে ও
ঠিকই আবার জ্বলে উঠছে।
যেখানটাতে বসে আছি,সে নদীর ধারে কদিন আগেই এদিকটা ভেঙ্গে গিয়েছিল
তার ঠিক কদিন পরই নদীর ওপার ভেঙ্গে আবার এপার গড়ে উঠেছে।
কিন্তু তোমার হৃদয়ের মাঝখানে ও তো আমার জন্য ছোট একটা দ্বীপ গড়ে উঠেছিল,
সেই যে ভেঙ্গে গেল,এখন আর সেখানে আমার কোনো ঠাঁই নাই।
জগতের সবকিছুই দেখি ঠিকই আছে, হারিয়ে যেতে চাইলেও ঠিকই কি মায়ায় আবার আগের রূপে ফিরে আসছে।
সেদিনের কথা মনে পড়ে যায়,তোমার আমার সম্পর্ক ছিল চৌম্বকের বিপরীত মেরম্নর মতোই
যত দূরেই থাকি না কেন, একটা অদৃশ্য আকর্ষণ তোমাকে আমার কাছে আর আমাকে তোমার কাছে নিয়ে আসতো
আজ কি এমন হলো ? সম্পর্কটা হয়ে গেল চৌম্বকের সমমেরম্নর মতোই
যতবারই আর যত চেষ্টাই করি কাছে আসতে,ঠিক তত জোরেই দূরে চলে যেতে হয়।
বাঃ ভাবতে ভাবতে ঠিকই রাতের অন্ধকারটা পালিয়ে গেল, সূর্যটা ঠিকই প্রতিবারের মতো করে
সময় মতো মুচকি হাসি দিয়ে উঠল,আবার শুরম্ন হয়ে গেল চারদিকে কর্মব্যসত্মতা আর চঞ্চলতা।
ভালোই লাগছিল,কিন্তু আগের দিনের মতো ছোট ছোট মেঘের খন্ড আবার জমতে শুরম্ন করেছে
সুবিশাল আকাশ পুরোটাই মেঘে ঢেকে যাচ্ছে,দিনের আলোতেই নেমে আসছে রাতের অন্ধকার।
হঠাৎ,বেশ জোরেই নেমে আসলো বৃষ্টি
আকাশটা বোধ হয় কালো মেঘের কারণে বেশ ভারি হয়ে উঠেছিল, তাইতো একটু হালকা হতেই
শুরম্ন হয়ে গেল বৃষ্টি।
তোমাকে হারিয়ে আমার হৃদয় আকাশটাও তো বেশ ভারি হয়ে যাচ্ছে,
কেটে যাচ্ছে দিনের পর দিন,কই আমার দুচোখ দিয়েতো বৃষ্টিও ঝড়ছে না
আমিতো একটু হালকা হতেও পারছি না।
একি তুমি !কখন এসে আমার পাশে বসে ছিলে ?
ও আজতো তোমার সাথে আমার প্রথম দেখা হওয়ার কথা ছিল।
অথচ আমি কি সব ভেবে নিজেই নিজের মাঝে ডুবে যাচ্ছি,
কি ভাবার কথা ছিল, আর কি ভেবে যাচ্ছি।
যাই হোক তোমাকে আজ যা বলবো বলে ঠিক করে, এখানে সেই গতকাল সকাল থেকেই বসে আছি
শোনো, আমি তোমাকে অনেক ভালবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের মুক্ত গদ্যে ভালবাসার কাব্য। বেশ আবেগময় লেখা। ভাল লাগল।
সালেহ মাহমুদ বেশ হয়েছে কবিতাটি। ধন্যবাদ।
মিলন বনিক মনে হলো ডায়েরির পাতা থেকে তুলে আনা কথামালা....মন ভরে গেল...অনেক শুভ কামনা....
Sisir kumar gain সুন্দর গল্প।
এস কে পরশ আমিও আপনার কবিকে অনেক ভালোবেসে পেলেছি......
প্রিয়ম ভাবটা অনেক অনেক ভালো .
খালিদ ফারহান ভাইয়া , কেমন ভারিক্কি হয়ে গিয়েছে লেখাটা। পড়তে খারাপ লাগে নি অবশ্য । আরো ভাল হবে সামনে । সাফল্য কামনা করি কিন্তু ।

০৯ ডিসেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪