সত্যিকারের বাবা

বাবা (জুন ২০১২)

পলাশ
  • ১৯
আমি আজ মুক্ত হতে চাই,
ধরণীর যন্ত্রণার অবসান পেতে চাই।
কেননা আমার মা আজ শৃঙ্খলাহীন,
ঊষার আলো আর ফুলের সুবাস
তাকে তাড়িত করে না কখনো,
অন্ধকারে মাটির গন্ধে নিদ্রা যায় নিশিদিন।

আমি মায়ের মত তার কাছেই যেতে চাই,
ছিন্ন করতে চাই সব রাখি বন্ধন।
কেননা আকাশের নীল আজ মেঘে ঢাকা,
বাতাসে ভেসে আসে লাশের গন্ধ,
ভালবাসার আধার হিংসায় পরিপূর্ণ,
জরাজীর্ণ হয়েছে তাই পৃথিবীর আবাস।

আমি সত্যিই মুক্ত হতে চাই,
কিন্তু পারি না; কেন?
বার বার হেরে যাই একটু স্নেহের কাছে,
তার একাকীত্ব আমাকে ফিরিয়ে আনে,
হয়ত দু\'ফোটা অশ্রুও ঝরে রক্তবর্ণে।

সেও তো মুক্তি নিলো আমার বসন্ত দিনে;
তবে আর থেমে থাকা কেন?
আমিও চলে যেতে চাই তার মত
যার স্নেহের কোমল পরশে হার মানত ধরণী,
সেই তো আদর্শ; আমার বাবা
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক সেও তো মুক্তি নিলো আমার বসন্ত দিনে; তবে আর থেমে থাকা কেন? আমিও চলে যেতে চাই তার মত যার স্নেহের কোমল পরশে হার মানত ধরণী, সেই তো আদর্শ; আমার বাবা......সুন্দর লিখেছেন ..আপনাকে অভিনন্দন ..
জালাল উদ্দিন মুহম্মদ বার বার হেরে যাই একটু স্নেহের কাছে, / তার একাকীত্ব আমাকে ফিরিয়ে আনে, / হয়ত দু\'ফোটা অশ্রুও ঝরে রক্তবর্ণে। ------// এ বন্ধন যুগে যুগে অমলিন , সপ্ত রঙ ভালবাসায় বর্ণিল । সুন্দর কবিতা। অভিনন্দন কবি।
সোমা মজুমদার advut ekta abeg achhe kabitay........valo laglo
আহমেদ সাবের পিতা মুক্তি নিয়েছে "বসন্ত দিনে", "মা আজ শৃঙ্খলাহীন" আর "বাতাসে ভেসে আসে লাশের গন্ধ"। কবিও চলে যেতে চান পিতার মত "যার স্নেহের কোমল পরশে হার মানত ধরণী"। অসাধারণ থিম। দারুণ ভাল লাগল কবিতা।
মিলন বনিক ধন্যবাদ কবি..অনেক অনেক শুভেচ্ছা.. খুব ভালো লাগলো...
খন্দকার আনিসুর রহমান জ্যোতি সেও তো মুক্তি নিলো আমার বসন্ত দিনে; তবে আর থেমে থাকা কেন? আমিও চলে যেতে চাই তার মত যার স্নেহের কোমল পরশে হার মানত ধরণী, সেই তো আদর্শ; আমার বাবা .....// polash khub valo laglo apnar kobita...baba hote hole sottikarer baba hoyai uchit...dhonnobad apnake........

০৫ ডিসেম্বর - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪