একদিন এক পিতার কিছু কু-সন্তান, পিতাকে হত্যা করার বিষয়ে করল পণ। ওদের পিতাকে হত্যা করতে হবে? পিতার অপরাধ! পিতা ওদেরকে একটা সুন্দর বাড়ীর মালিকানা দিয়েছেন। পিতার অপরাধ! পিতা ওদেরকে স্বাধীন চলার অধিকার দিয়েছেন। পিতার অপরাধ! পিতা ওদেরকে পৃথিবীর জঘন্যতম অপরাধের জন্য শাস্তি না দিয়ে, হাসি-মুখে ক্ষমা করে দিয়েছেন। একদিন পিতাকে ওরা হত্যা করলো। এর পর ঐ কুসন্তানেরা আবার করলো পণ, পিতার লাশ লোকালয়ে দাফন করা যাবে না। পিতার রক্ত ভয়ানক তেজী রক্ত, পিতার আত্মা মহাত্মা, অতএব পিতার মরদেহ লুকিয়ে ফেললো অজ পাড়াগাঁয় তারপর .... ঐ কু-সন্তানেরা আবার করলো পণ। বাড়ীর দলিলে পিতার নাম রাখা যাবেনা। কারণ .......................! এ নাম পরের প্রজন্ম জেনে যাবে তারা হয়তো পিতার মতই বাড়ীটাকে ভালবেসে সাজাবে। কিন্তু তাহলে তো ঐ কুসন্তানদের শ্বশুরকুল বড়ই নাখোশ হবে। রেগে মেগে ফেরত চাইতে পারে পিতৃ হত্যার পুরস্কার স্বরূপ দেওয়া সেই মুদ্রার বস্তাগুলো আবার ইতিহাসে ঐ কু-সন্তানদের নামও আস্তাকুঁরে নিক্ষিপ্ত হবে। ভয় ..........................! অ-নে-ক ভয় মৃত পিতাকে ভয় পিতার আত্মাকে ভয় পিতার নামকে ভয় তার পরও পিতার সেই মহা আত্মাকে ঠেকানো দায়। সে আসে বারে বারে, নিদ্রা-কিংবা জাগরণে। বাংলার আকাশে আসে বাংলার বাতাসে আসে আসে বাংলার শ্যামল সবুজ শস্য ক্ষেতে পিতার আত্মা বারে বারে আসে নির্যাতিত লোকারণ্যে জাগায় দেশপ্রেম, যোগায় অনুপ্রেরণা তাই তো পিতাকে মেরেও যায় নি মারা বরং হত্যাকারীরাই আজ দিশে হারা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।