আমি ধুলো হবো এই পৃথিবীর

সরলতা (অক্টোবর ২০১২)

নাসির আহমেদ কাবুল
  • ৫৮
  • ১১০
আর কোনদিনই দেখা হবে না!
কখনোই আর স্পর্শের আশায় একটি বিকেল
একটি বর্ষণমুখর সন্ধ্যা এবং গোটা রাত্রিকে
অপেক্ষা করতে বলবো না তুমি আসবে বলে।

শরতের শিউলি ঝরে পড়ুক
ঘাসের ডগায় চিক্ চিক্ করুক ভোরের শিশির
মাছরাঙা ধ্যানী পাখিটি অপেক্ষার প্রহর গুনুক
আমি চণ্ডিদাস হবো না শুকনো পুকুর ঘাটে।

কৈশোরের সেই পুকুরটি আজো আছে,
পূর্ব আর দক্ষিণ পাড়ের বৃদ্ধ কাঁঠাল গাছটি,
ঠিক তার কাছেই পেয়ারা গাছটিও আছে;
তুমি নেই, আমি আছি স্বপ্নাহত কিশোর বালক।

কালিদাসের বাগান আছে সে রকমই
যে সুপারির গাছের শরীরে তোমার নাম লিখেছিলাম,
বার্ধক্যের কারণে মরে গেছে গাছটি অনেক দিন আগে
নারকেল গাছটিও নেই, যেখানে আমি ছিলাম!

তোমাকেও এখন আর খুঁজে পাই না কোথাও।
শান বাঁধানো পুরনো ঘাটে, শান্ত কাকচক্ষু জলে
কোথাও তোমার ছায়া পড়ে না আগের মতো
ঝাপসা চোখে স্মৃতিগুলোও খুব জীর্ণ এখন।

এখন এই যন্ত্রণার জীবন ছেড়ে
উড়ে যেতে চাই আমি দূরে থেকে দূরে, যেখানে
দিগন্তে তুমি আছো আকাশ আর মাটির স্পর্শে
আমি এই পৃথিবীর ধুলো হবো তোমারই কারণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # সুন্দর কবিতা সরল গতিতে বেশ বড় হয়ে মোহনায় গিয়ে মিশেছে । = ৫
সূর্য প্রিয়াকে না পাওয়ার বেদনা অথবা ক্ষোভ নিয়ে অনেক কবিতাই লেখা হয়েছে, হবেও আরো...। এ কবিতাটায় বেদনা বা ক্ষোভ ঝরে পড়েনি। তারচে ভালবাসার উষ্ণতা আর গভীরতা ছিল অনেক বেশী। অনেক ভাল লাগলো কাবুল ভাই।
কায়েস এখন এই যন্ত্রণার জীবন ছেড়ে উড়ে যেতে চাই আমি দূরে থেকে দূরে, যেখানে দিগন্তে তুমি আছো আকাশ আর মাটির স্পর্শে আমি এই পৃথিবীর ধুলো হবো তোমারই কারণে..আহা কি সুমধুর কথামালা
ফাইরুজ লাবীবা অনেক ভালো লাগলো ।শুভকামনা ।
সকালের প্রথম শুভেচ্ছা। ধন্যবাদ।
মো. ইকবাল হোসেন "তোমাকেও এখন আর খুঁজে পাই না কোথাও। শান বাঁধানো পুরনো ঘাটে, শান্ত কাকচক্ষু জলে কোথাও তোমার ছায়া পড়ে না আগের মতো ঝাপসা চোখে স্মৃতিগুলোও খুব জীর্ণ এখন।" -ভাল লাগল।
আমার সালাম নিন। ভালো থাকুন প্রিয়।
লুতফুর বারী মান্না সালাম নাসির ভাই ।নান্দনিক কবিতা ।
মান্না ভাই, সালাম নিলাম। আপনিো আমার সালাম নিন। খুব খুশি হলাম আপনার মন্তব্য পেয়েছে।
আহমাদ মুকুল কবিতার মানুষ আপনি, যেখানে আমি ভীষণ গেঁয়ো। তবে আপনার কবিতাটিতে সারল্য আছে বলেই হয়তো অবাধ পদচারণা করতে পারলাম।....ভাল লেগেছে, সেটি কি আরো খুলে বলতে হবে? সময়ের অভাবে অনেক দেরীতে আসলাম আপনার পাতায়।
মুকুল ভাই, আপনি আমার শ্রদ্ধার পাত্র। আপনি বলেছেন সহজ করে, এটা আমার জন্য অনেক কিছু। ভালো থাকুন প্রিয়।
জিনিয়া আমার এখানে সকাল শেষে এখন বিকেল..একটু পর বিকেল গড়িয়ে সন্ধ্যা,,,
জিনিয়া ভালো লেগেছে..ধন্যবাদ.
হাসান মসফিক ভালো লাগলো.
ধন্যবাদ। শুভ সকাল।

২৭ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫