প্যাঁচাল ২৩

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

সামাউন বিন আজিজ
  • ১৩
  • ১১৩
দেশপ্রেম বেশপ্রেম
তুমি আমি করি ভাই
দেশ নিয়ে চিন্তায়
ক্ষণে ক্ষণে মরি তাই
ভাবি, দেশ পরিচালনায়
আছেন যে শীর্ষে
সাহসে বা সততায়
আর কত বীর সে
তার চেয়ে জ্ঞান রাখি
বুদ্ধিও ঢের হে
আধারে অন্ধ জাতি
পেল নাতো টের হে
তাই দেশখানা ভর্তি
চোর আর চিটারে
শুধু প্রতিমাসে একই বিল
নিজ বিদ্যুৎ মিটারে
কিভাবে এমন ঘটে
(বেহুদা প্রশ্ন বটে)
যদি করে কেউ মুখ ফুটে
ধ্যুত ছাই!
দেই উত্তর বিনয়ে
এবং অভিনয়ে
বাচ্চা শিশু! যেন দুধ খাই
না,না,
এটা তো হতেই পারে তাই না
আমরা তো রাষ্ট্রের খাইনা
তাই বিদ্যুৎ বিলে হলে নয়ছয়
তাতে রাষ্ট্রের কি এমন ক্ষয় হয়
“কিন্তু কোটি টাকা মেরে যদি চোর হও
তবে একটাকা মেরেও কি চোর নও”
ইশ এই কথা বলে কোন শালাটা
গেটে দিয়ে আয় বড় দেখে তালাটা
আজ থেকে শেষ সব আড্ডা
শেষ আমাকে খোঁচাবার ফন্দি
তাই গুলশান বনানী বাড্ডা
কত দেশ প্রেম আজ ঘরে বন্দী

(আমার বাড়ি পাবনা শহরের কাচারি পাড়ায় ,কোনোদিন গুলশান বনানিতে থাকিনি।তাই সে সব জায়গায় এটা নাও হতে পারে )
উৎসর্গঃ পি ডি বি র সৎ কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য সমাজ, রাষ্ট্রের অসংগতি আর অন্যায়গুলো নিয়ে ধারা বাহিক "প্যাচাল" পড়তে ভালোই লাগে। একটু চেষ্টায় এগুলো আরো মসৃণ হতে পারে। ভালো লাগা রইলো।
মনতোষ চন্দ্র দাশ দারুন ছড়া-কবিতা।বাস্তবতার চিত্র ফুটে উঠেছে লেখায়।শুভেচ্ছা রইল।
মাহমুদুল হাসান ফেরদৌস ছন্দময় লেখা তবে অনেক জায়গায় ছন্দে ও মাত্রায় নজর দেওয়া দরকার ছিল।
Rumana Sobhan Porag খুব ভাল লাগল কবিতাটা পড়তে।
আমির ইশতিয়াক সুন্দর হয়েছে।
সুমন সুন্দর প্যাচাল কাব্য। আসলেইতো প্যাচাল, এগুলো কী ওদের কানে ঢোকে? ভাল লাগল।
এফ, আই , জুয়েল # ভাবনার বিলাসী ভ্রমনে দারুন একটি কবিতা । ব্যাঙ্গ-বিদ্রুপে সমাজের আসল চিত্রই ফুটে উঠেছে ।।
রোদের ছায়া ''“কিন্তু কোটি টাকা মেরে যদি চোর হও তবে একটাকা মেরেও কি চোর নও” ইশ এই কথা বলে কোন শালাটা গেটে দিয়ে আয় বড় দেখে তালাটা'' কি আর বলব, এদেশে কোটি টাকা মারা কে শিল্পের পর্যায়ে ধরা হয় আর এক টাকা চুরি করে ধরা পড়লে কঠিন শাস্তি । আজব দেশরে ভাই । খুব সুন্দর হয়েছে আপনার এবারের প্যাঁচাল ।। প্যাঁচাল হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যাক ...।
মিলন বনিক বরাবরের মতোই চমৎকার...প্রতিটি প্যাঁচালই অর্থপূর্ণ.....

২৫ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪