স্বপ্ন ও কিছু কুকুরের দল

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

Durjoy Baidya
  • ২০
  • 0
  • ৭৫
আমার স্বপ্নগুলো,
যাদের আমি নিজ হাতে মাগ্যির বাজারে বেচে দিয়েছিলাম,
সেদিন হটাত তাদের সাথে দেখা।
মিথ্যে বলব না—তাদের বেচে পকেট কিন্তু ভালোয় ভরেছিল ।
আমার বড় আদরের ছিল তারা ,
বুকের গভীরে একটু একটু করে বড় হচ্ছিল ।
কিন্তু লোভী আমি – তাদের টিকতে দিলাম না ।
আদর-যত্নের অভাবে তাদের চেহারা হয়েছে ভয়ানক !
প্রত্যেকটা হয়েছে এক একটা নেড়ি কুত্তা ,
পানির অভাবে যাদের জিভ বের হয়ে আসছে ।

এর মধ্যে ,
খুব বড়সড় যেটা ,
দূর থেকে দেখে যাকে দলপতি ভেবেছিলাম,
আমার দিকে খুনে দৃষ্টিতে তাকালো ।
তাড়া করবে নাকি? ভাবলাম মনে মনে!
রাস্তা থেকে একটা পাথর ছুঁড়ে মারলাম ;
যা ! যা ! দূরে গিয়া মর ।


হটাত হুংকার দিয়ে ছুটে এল দলটা ।
আমি পড়ি কি মরি করে ছুটতে লাগলাম ।

বেশ কয়েকবার হোঁচট খেলাম , কিন্তু আবার উঠে দাঁড়ালাম ।
না খেতে পেয়ে ওরা বেশ ক্লান্ত ,
অল্প ছুটেই হাঁপিয়ে উঠলো ।
কিন্তু আমার তো থামলে চলবে না ।
আমাকে তো পালাতে হবে – যতটা দূরে সম্ভব ।





কবিতাটা রুপক । স্বাধীনতার সময় আমাদের যেসব স্বপ্ন ছিল , সেগুলো আমরা একে একে বিসর্জন দিয়েছি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য । এমনকি এখনো আমরা সেই স্বপ্নগুলোকে হত্যা করেই চলেছি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhammad Fazlul Amin Shohag আমার স্বপ্নগুলো, যাদের আমি নিজ হাতে মাগ্যির বাজারে বেচে দিয়েছিলাম, সেদিন হটাত তাদের সাথে দেখা। মিথ্যে বলব না—তাদের বেচে পকেট কিন্তু ভালোয় ভরেছিল । আমার বড় আদরের ছিল তারা , বুকের গভীরে একটু একটু করে বড় হচ্ছিল । কিন্তু লোভী আমি – তাদের টিকতে দিলাম না । আদর-যত্নের অভাবে তাদের চেহারা হয়েছে ভয়ানক ! প্রত্যেকটা হয়েছে এক একটা নেড়ি কুত্তা , পানির অভাবে যাদের জিভ বের হয়ে আসছে ।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১২
প্রজাপতি মন কেন যে আমরা এমন হলাম। স্বাধীন দেশে শুধুই নিজের স্বার্থটাই দেখলাম। কোথায় গেল আমাদের দেশপ্রেম? ভালো লাগোলো কবিতা।
এফ, আই , জুয়েল # গভীর চিন্তার অনেক সুন্দর কবিতা । এটাই চরম বাস্তবতা । = good .
Durjoy Baidya সাবের ভাই , অযত্ন আবার কিভাবে করলাম?
আহমেদ সাবের একটা ভাল কবিতা লিখে তাকে অযত্ন করার অপরাধে কবির শাস্তি হওয়া দরকার। আমরা সবার স্বপ্নতাড়িত। কবিকে শুভেচ্ছা।
তানভীর আহমেদ কবিতায় ঝংকার আছে। অনেকটা দ্রোহের ভাব। তবে বানানে উদাসীনতা চোখে পড়ার মতো। অবিরত চর্চায় থাকার আহ্বান।
সেলিনা ইসলাম --সুন্দর কবিতা ,ভাল লাগল পাদটিকায় কবিতার বিশ্লেষণ শুভেচ্ছা ও শুভকামনা কবি
মিজানুর রহমান রানা স্বাধীনতার সময় আমাদের যেসব স্বপ্ন ছিল , সেগুলো আমরা একে একে বিসর্জন দিয়েছি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য । এমনকি এখনো আমরা সেই স্বপ্নগুলোকে হত্যা করেই চলেছি ।------------------ভালো লাগল আপনার কবিতা । শুভকামনা
sakil রুপক কবিতা বেশ ভাল হয়েছে । অনেক শুভ কামনা রইল ।
রোদের ছায়া কবিতা এবং পাদটীকা দুটো মিলিয়ে অনেক ভালো লাগলো.........

২৩ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪