অব্যক্ত বেদনা

ব্যথা (জানুয়ারী ২০১৫)

খন্দকার আনিসুর রহমান জ্যোতি
মোট ভোট ৫৭ প্রাপ্ত পয়েন্ট ৪.৯৫
  • ৪৪
সাইবেরিয় পাখীর উড়ানে
তিতিক্ষার মাইল মাইল শূন্যতায়
হেরণ-হাঁসেরা যে ভাবে কষ্ট বুনে যায়
অথবা তুষার ঝড়ের আঘাতে সব ব্যথা
শূষে নেয় কচি শাবকের নরম পালক
মোহান্ধ জীবনের চরণ প্রান্তে এসে
ক্ষয়ে যাওয়া স্মৃতির হামানদিস্তায়
থিতানো কষ্ট চিবোয় এক বয়স্ক কালপুরুষ।

হিম স্নেহে লালিত বরফের চাঁই
নিজেকে নিঃশেষ করে সাগরে মেশে
অথবা সিডরে বিপন্ন চেতনার মন্দিরে
আবারও জ্বলে উঠে মঙ্গল প্রদীপ।

সময়ের তলানি থেকে উঠে আসা দীর্ঘশ্বাস
ইদানীং তাকে প্রশ্ন করে বার বার
এভারটিং ম্যাচের মতো হাজার বার
জ্বলে জ্বলে নিবে গ্যাছে যে চেতনার বারুদ
আবারও কি তা ফুঁসে উঠবে কখনো
আবারও কি ঘটবে কিছু শব্দের বিস্ফোরণ
মোরগের মষ্ণ কাপানো ভাষণ শুনে
জয়বাংলা বোলে জেগে উঠবে ভোরের দোয়েল
একতারায় মুখর হবে কোকিলের পথ চলা
জমে উঠবে সখের মেলা অবাধ সন্ধ্যা রাতে
আনন্দ স্রোতধারা মিলবে কি আবার
বটতলা হাটখোলা বারোয়ারি ঘাটে?
সমীচীন উত্তর গুলো তার অজানাই রয়ে যায়।

হয়তোবা কখনো অনাবাদী মনের আকাশে
পলাতক দিন গুলো ফিরে ফিরে আসে
ফিরে আসে নীড়ে নীড় হারা পাখীরা
মনবাধে জুটিবাধে জোড়া শালিকের ঘর
অথচ চিল শকুণের তীক্ষ্ণ নখর
খসে পড়ে সবুজের শৈশব আঙিনায়
শরতের আকাশে বরষার মেঘ গুলো তখন
কালশশী জোছনার কান্না হয়ে
ব্যথার তিমিরে ভাসিয়ে নেয় বেহুলার বাসর

শুরু হয় আবার অনিশ্চিত পথ চলা
অপেক্ষার প্রহর গোনা নির্মল এক সকাল দেখার
অথচ মানচিত্রের সীমানা জুড়ে
‌কেবলই শোক মিছিল ফিরে ফিরে আসে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফেরদৌসী বেগম (শিল্পী ) অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, Anisur ভাই।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
রুহুল আমীন রাজু অভিনন্দন ....অনেক শুভ কামনা রইলো .
দীপঙ্কর বেরা আপনার মত ও ভোটে আমরাও এগোতে পারি । ভাল থাকবেন
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ আপনার সাফল্যে আমরাও আনন্দিত ! অভিনন্দন !
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১৫
এশরার লতিফ অনেক অভিনন্দন।
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অভিনন্দন ও সালাম
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ বিজয়ী অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা ।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
সৃজন শারফিনুল অভিনন্দন.... পলাশগুচ্ছ শুভেচ্ছা।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
শামীম খান অভিনন্দন ।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
ONIRUDDHO BULBUL প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করায় কবিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

১০ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

সমন্বিত স্কোর

৪.৯৫

বিচারক স্কোরঃ ৩.১৫ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪