প্রজন্মের আবাসন গড়ে জোড়া ডাহুকের ঠোঁট খড়কুটোর গাঁথুনি দেয় করে ওলোট পালোট, শীর্ণ কায়া লতা গুল্ম নিয়ে ধূসর ঘাসের দেহ বাসা বাঁধে জলজ বনে যেন পায়না খুঁজে কেহ, পাতার সুতার কারুকাজ তাতে আঁকিয়ের বুনন পালা করে বাবা মা সেই আঁকিরে দেয় ওম, অবশেষে শ্বেত পাথরের কঠিন দেয়াল খানা ভেদ করে বেরিয়ে আসে ডাহুকের ছানা।
হলুদ চক্ষু কচি মুখ যেন হাঙ্গর সদৃশ জন্মেই জানিয়ে দেয় খাদ্যের নোটিশ, তামাদি ক্ষুধার জের ধরে তীব্র চিৎকার করে বাবা মা'র কাছে খেতে চায় কান্না মাখা সুরে, বাবা মা ক্ষুধার্ত সেই কোচি ঠোঁটের মোহনায় নিজ থলিতে জমা খাবার পরম স্নেহে উগ্লায়।
তারপর ক্ষণিক নীরব হয় পদ্ম শালুক বন ডাহুক পাখীর ছোট্ট ঘরে আজ খুশির প্লাবন, এভাবে দিন আসে দিন যায় রাত আসে ঘরে বাবা মা'র আদর পেয়ে ওঠে বাচ্চা দুটো বেড়ে।
হঠাৎ একদিন মা'ডাহুকীর শঙ্কা মনের ঘুচেনা, সন্ধ্যা ঘনিয়ে আসে ওদের বাবা ফিরে আসেনা! বাচ্চাদের আনতে খাবার বাবা ডাহুক তার গ্যাছে বহু দুর ঐ... কচুরী বনের ভেতর।
আবার রাত শেষে ভোর হয় পদ্ম শালুক বনে অজানা আশঙ্কায় ডাহুকী দিনের প্রহর গোনে, সময়ের পেন্ডুলাম দোল খায় ডাহুকীর মনে অপেক্ষার প্রহর শুকায় পদ্ম পাতার উঠোনে, বাচ্চা দুটো আগলে বুকে এদিক ওদিক চায় ঝাপসা চোখে দেখে দুরে ঐ শিকারিরা যায়! তবে কি ডাহুক তার পা দিয়েছে মানুষের ফাঁদে ? বাবা হারা বাচ্চা দুটো শুধু ক্ষুধার জ্বালায় কাঁদে।
বাচ্চাদের ফেলে পারেনা যে যেতে খাদ্যের খোঁজে মা পাষণ্ড মানুষ কেবল নিজের স্বার্থ বোঝে আর কারো না, ফাঁদ পেতে যারা পাখী ধরে খায় সে মানুষ কি জানেনা তদেরও ঘরে আছে সন্তান আছে তাদেরও ঘরে বাবা মা ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সানাউল্লাহ নাদের
ছানাদের অবুঝ প্রত্যাশামাখা ডাহুকীর সশংক অপেক্ষার পাশাপাশি শিকারীর হিংশ্রতার নগ্নচিত্র, চমৎকার ! মমত্ববোধ সকল আর্তের জন্য, ব্যথিতের জন্য, অসহায়ের জন্য, বাঁচার শেষ সম্বলের জন্য !! আমি আরো একটু বেশী করে চিন্তা করব অসহায় ডাহুকের জন্য মমত্ব নাকি কোন ডাহুক শিকারীর পশুত্ব তাড়িত করছে আমাকে । ধন্যবাদ কবি ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।