তুমি ও তোমার শূন্যতা

ভোর (মে ২০১৩)

মোল্লা সালেহ
  • 0
  • ২৩৫
তোমার শূন্যতা আমি কি করে পোষাব ?
সমস্ত পৃথিবীটা দাড় করালেও
তোমার শূন্যতা দূর হবার নয়
তোমার বিকল্প শুধুই তুমি।

কে বড় ?
তুমি নাকি তোমার শূন্যতা ?
কি করে বলব
তুমি এতটাই সহজলভ্য ছিলে যে
তোমাকে মাপার কথা চিন্তাও করিনি।
পাশাপাশি দু’ জন হেঁটেছি
কারণে অকারণে বয়েছে হাসির জোয়ার
আরও কত কি ?
অথচ তোমাকে বোঝার ফুরসত পাইনি
আজ মনে হয় –
তোমার চেয়ে তোমার শূন্যতা
শতগুণে বেশী।

মানুষে ঠাসা এ পৃথিবী এখন বড় নির্জন লাগে
যে দিকে তাকাই খাঁ খাঁ মর“ভূমি
কারণে অকারণে আর হাসি পায়না
কতগুলো হুতোম পেঁচা যেন গিলে খেয়েছে
আমার হাস্যোজ্জ্বল চেহারা কে।
এতটা দুর্গম পথ আমি
কি করে চলব ?

মমতা ! তোমাকে এতটা কাছে পেয়েও
তোমার মাঝে আমি তোমাকে খুজিনি
আজ বুঝি
তোমার শূন্যতা কত বড় !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া কাছে যে থাকে তাকে আসলে মূল্যায়ন করা হয়না । একটা সময় তার শুন্যতাই বড় হয়ে দেখা দেয় । চমৎকার কথার গাথুনি । ভোর বিষয়টা পেলাম না কবিতায় । শুভকামনা । খাঁ খাঁ মর“ভূমি , দাড়, খুজিনি ছোটখাটো ভুল আগামিতে ঠিক হয়ে যাবে আশা করি ।
সূর্য সরল অথচ দু:খের কথকতা। দারুন একটা বিরহকাব্য। ভালো লাগলো।
তাপসকিরণ রায় কবিতা বেশ ভাল লেগেছে ঠিক--কিন্তু ভোর বিষয়ের উপস্থাপনা কথাও পেলাম না,ভাই !
আবু ওয়াফা মোঃ মুফতি শূন্যতা বোধের সুন্দর প্রকাশ!
মিলন বনিক অনেক সুন্দর কবিতা...মনের আবেগ আর অনুভুতির যে বহিপ্রকাশ তাতে ভালবাসার জয় হবেই....অনেক ধন্যবাদ....
তানি হক মমতা ! তোমাকে এতটা কাছে পেয়েও তোমার মাঝে আমি তোমাকে খুজিনি আজ বুঝি তোমার শূন্যতা কত বড় !.... ভালবাসার এমন গভীর উপলব্ধি এবং কামনা দেখে অনেক অনেক ভালো লাগলো ...আপনার কাছে সেই কাঙ্খিত সুখ ফিরবেই ফিরবে ...এই কামনা করছি ..কারণ আপনার প্রত্যয়ই আপনাকে পথ দেখাবে ..তাতে সন্দেহ নেই ..অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনাকে
এশরার লতিফ খুব সুন্দর বেদনার্ত কবিতা। ভাবের গভীরতার কারনে শব্দের চাতুর্যের আড়ালে লুকোতে হয়নি।

২৭ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪