জানি আজ বহুদূরে সাত সমুদ্রতেরো নদীর 'পারে সময় গিয়েছে চলে শুধু অপেক্খা ঘনো কালোরাত্রির আগমনে
তবুও মন আজও তাজা সেতো পাউসী মেঘে বাঁধা ঘুরে বেড়াই কাঁদা পায়ে গাঁয়ের পাড়ে হাঁটা I দুই ধারে সবুজ খেত আলে আলে ছোটা ছুটতে ছুটতে নদীর পাড়ে ঘাটে বাঁধা নৌকা, মায়ের দেওয়া পয়েসা খানি ট্যাঁপেই থাকুক গোঁজা সাঁতরে আমি পেরিয়ে যাবো নীল নদের ভেলা; নাওয়ের পালে হাওয়া লাগে অগ্র্রগতির ধারা হৃদয়ে মাঝে ভালোবাসা আজও আমার বাংলা-গাঁI
সময়ের সাথে ভাসতে ভাসতে হয়তো কাছে-দূরে তোমার স্মৃতি তুলে ধরে আমার মোবাইল রিংটোনে, মন যখন মোবাইল হয় ভাইব্রেসান প্রানে বাংলা মায়ের মুখ খানি আজ ল্যাবটবে ভাসেII
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন কুমার সাহু
কবিতা লিখি ছোটোবেলা থেকে... I আজ "গল্পো-কবিতায়" লেখা দিয়েছি I আপনারা পড়ছেন .. সবথেকে বড় কথা মতামত দিচ্ছেন ; :-) সত্যি খুব ভালোলাগছে.... I "গল্পো-কবিতায়" আপনাদের লেখা পড়ে নিজেকে আর ও সমৃদ্ধ করছি I
সবাইকে আলাদা নয়,এক সাথে জানাই "ধন্যবাদ "
ওবাইদুল হক
কাজের চাপে আগে ভাল ভাবে পড়তে পারিনি তাই আবার আসলাম । আসলে আবগের কাছে আমরা সবাই নিবিড় ভাবে বন্ধী । আপনার লেখায় সেই আবেগ খুব প্রসারিত হয়েছে যেমন
( সময়ের সাথে ভাসতে ভাসতে
হয়তো কাছে-দূরে
তোমার স্মৃতি তুলে ধরে
আমার মোবাইল রিংটোনে,
মন যখন মোবাইল হয়) আপনার এই লেখাটা অতি বাস্তবতা তুলে এনেছে । যা আমাদের খুব কাছাকাছি । শূভকামনা । মন চাইলে আমার গ্রামে আবার ঘুরে আসিও ।
সেলিনা ইসলাম N/A
আপনার কবিতার শিরোনামই বলে দেয় সুদুর পাড়ের বাসিন্দা । কবিতার উপমাগুলো বেশ ভাল লাগল । কবিতার স্বকীয়তা ধরে রাখতে কবিতার আরও যত্নের প্রয়োজন ছিল । আপনার আরও লেখা পড়বার প্রত্যাশায় অনেক অনেক শুভকামনা !
সূর্য N/A
কবিতার নিজস্ব কিছু চাহিদা আছে, এখানে যখন [সময় গিয়েছে চলে] লিখা হয় তখন অবচেতন মন ছন্দ/তাল খুজবেই, আর তাতে অন্তমিলটাও অবধারিত ভাবেই আসে। তো কবিতায় তাল আসতে গিয়েও কেটেছে অনেক বার। [[[[আমি তোমায় ভালবাসি, সৃষ্টি কর্তার দোহাই দিয়ে বলছি> একটা গদ্য কবিতার শুরুটা এমন হতে পারে। কিন্ত যখন লিখব তোমায় আমি ভালবাসি> পরের লাইনটা আর মানাবে না। তখন হয়ে যাবে জানেন অন্তর্যামী (একান্তই ব্যক্তিগত মত, মানতেই হবে এমন নয়)]]]]
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“আগষ্ট ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ আগষ্ট, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।