রূপসী বাংলা

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

খান শরীফুল ইসলাম
  • ৩৪
  • 0
  • ৮৯
অপরূপা বাংলা তোমার নেই তুলনা
দেখলে তোমায় মন ভরে যায়
দুঃখ থাকে না, মনে দুঃখ থাকে না।

সবুজ শ্যমল এই প্রকৃতি
শ্যমল তোমার বুক
তোমার বুকে জন্মেছি মা
এই তো আমার সুখ

তোমার রূপে মন ভুলে যায়
শত দেখেও তোমায় দেখার
শেষ তো হবে না, শেষ তো হবে না।

তোমার বুকে কমল জমিন
অনেক ফসল ফলে
বুক যে তোমার ভরা আছে
নদি নালা খালে

নদির তীরে কাশ ফুটেছে
মৃদু হাওয়ায় কাশ দুলে যায়
মন তো ভোলে না, মন তো ভোলে না।

বাকা গাঁয়ে বাকা নদি
বাকা মেঠো পথ
তোমার বুক ভড়ে আছে
অনেক সম্পদ

গ্রাম্য বাউল গাণ করে যায়
ভাটির সুরে মন ছুটে যায়
ঘরে মন তো বসে না, মন তো বসে না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sakil বেশ সুন্দর
তানি হক অপরূপা বাংলা তোমার নেই তুলনা দেখলে তোমায় মন ভরে যায় দুঃখ থাকে না, মনে দুঃখ থাকে না.....খুব ভালো লাগলো ভাইয়া ...আপনাকে অভিনন্দন
ওবাইদুল হক সবুজ শ্যমল এই প্রকৃতি শ্যমল তোমার বুক তোমার বুকে জন্মেছি মা এই তো আমার সুখ বাল্যকালের সেই বাক্য আজো মনে পড়ে মায়ের আচঁলে বসে আকাঁশ দেখতাম আর মাতৃভূমির মাঠির কণাকে খুঁজতাম । আজ তোমার কবিতায় এসে আবার সেই অতীতকে খুঁজে পেলাম । শুভকামনা । মন চাইলে আমার গ্রামে বেড়াতে যেও ।
মামুন আবদুল্লাহ আমার বিশ্বাস কোনো সঙ্গীত বিশেষজ্ঞ-এর কাছে নিয়ে গেলে সুন্দর একটি সুর তুলতে পারবেন
শেখ একেএম জাকারিয়া সবুজ শ্যমল এই প্রকৃতি শ্যমল তোমার বুক তোমার বুকে জন্মেছি মা এই তো আমার সুখ। দারুন লিখেছেন।
মামুন ম. আজিজ মন তো বসবেই না.মন ঘুরে চলে সুদূঢ়
মিজানুর রহমান রানা সবুজ শ্যমল এই প্রকৃতি শ্যমল তোমার বুক তোমার বুকে জন্মেছি মা এই তো আমার সুখ---------------বেশ সুন্দর করে সাজিয়েছেন কবিতাটি।
ডা:দাউদুল ইস্লাম অসম্ভব ভালো লাগা নিয়ে পড়েছি …. সুন্দর প্রকাশ… শুভকামনা
প্রজ্ঞা মৌসুমী কোমল একটা কবিতা। সুন্দর হয়েছে এবং ভালো লেগেছে। সিপাহী রেজার মন্তব্যটা ভালো লাগলো। সেটা আমরা যারা কবিতা লিখছি এখানে সবার ভাবা উচিত। বিচারকরা বলছেন গল্প কবিতার থেকে ভালো হচ্ছে। এখানে অনেক কবিতার ভালো নিয়ে আমার সন্দেহ নেই। সবাই একই লেখার বিষয় পাচ্ছি; এখন দেখার বিষয় একই বিষয় নিয়ে লেখায় কিভাবে ভিন্নতা বা আলাদা কিছু বজায় রাখা যায়। এটা যদি করতে পারি তবে ভিন্ন ধরনের ভালো সব কবিতা উঠে আসতে বাধ্য। শুভ কামনা।

২১ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪