ঘর মানুষের মন

নতুন (এপ্রিল ২০১২)

অম্লান অভি
  • ১৫
  • 0
  • ৬৮
শস্য খেতের অবারিত চিত করা বুকে আকাশ ছোঁয়ার আশায় আবাসের বহুতল
ক্ষুদ্র আশা সঞ্চার করা মন জুড়ে তাই ব্যথিত বিহ্বল
একটি ছোট্ট বাড়ীর আহা ছোট্ট জানালা, ক্যামেরা, হঠাৎ জানালা বন্ধের শব্দ
চোখ বন্ধ হাত অন্ধের মত খুঁজছে ছিটকানি ও খিলানের গন্তব্য

যে জানালা নিয়ে যেত অবারিত প্রান্তরের দিগন্ত রেখার শুণ্যে
যে জানালা ঋতু দেখাত রঙ ও শস্যের বর্ণিলতার গুনে
যে জানালা প্রতিদিনের আলো দিত এনে এই ঘর মানুষের মনে
যে জানালা পাখিদের শস্য শেষে শস্য খাওয়ার দৃশ্য আঁকত চোখে
যে জানালা জানান দিত দিগন্ত রেখা লাল হয়েছে উদয় সূর্য মেখে
যে জানালা কালো মেঘে আঁধার হলে ঝাপটা দিত দুরন্ত বেগে
সে জানালা বন্ধ হচ্ছে অভিমান আর অনুভূতি অভিযোগে
সে জানালা তুলবে না আর মধ্য দুপুরে কৃষকের মুখ আঁচলে কৃষাণীর
সে জানালা সুখ হারাচ্ছে খোলা মাঠে দুরন্ত বালকের ঘুড়ি আর বালিকার বউচির

যে জানালার সীমানায় আজ অবারিত মাঠ নেই
যে জানালার সীমানায় শস্য খেতের বৈচিত্র নেই
যে জানালার সীমানায় ঋতুর বিন্যাসে প্রকৃতির রূপ নেই
যে জানালার সীমানায় নব্য যানেও চলে না জলতরী
যে জানালার সীমানায় ভাসে না জলে- জাল ও ডুবুরি
যে জানালার সীমানায় বিস্তৃত শব্দের মাধুর্য্যলীন
সে জানালার সীমানা তো স্মৃতির অতল গহীনে বিলীন
সে জানালার সীমানা তো গতিহীন; তাতে চোখ না রাখাই ভালো
সে জানালার সীমানা তো গণ্ডীস্বার্থে বন্দি; তা কি ছড়াবে সেতুবন্ধের আলো?

এত হাহাকার এত বেদনা এত মননের মৃত্যু
তবু আসছে দিনে সেই বহুতলে অনেক জানালা হবে
শুধু, ছোট্ট এই জানালা তার অবারিত স্বাধীনতা
ঘর মানুষের কাছ থেকে চিরনিদ্রার অতীত আলয়ে যাবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের অনেক কিছু হারিয়ে ফেলার দুঃখ নিয়ে এক গুচ্ছ পংতিমালা - শুধু বিষণ্ণতা ছড়ায়। তবু আশা - "তবু আসছে দিনে সেই বহুতলে অনেক জানালা হবে"। বেশ ভাল লাগল কবিতা।
শেখ একেএম জাকারিয়া ভাললাগল।শুভকামনা।
খন্দকার নাহিদ হোসেন কবিতা ভালো। যদিও পুনরাবৃত্তির থিমটা বড্ড পুরনো...। শেষমেশ কবির কাছে আশা কিন্তু বেশি...।
আরমান হায়দার বাতায়ন কবির প্রতি শুভকামন। নববর্ষের শুভেচ্ছা।
রোদের ছায়া এমনিতে খুবই ভালো লাগলো আপনার কবিতা ...শুধু কয়েকটি শব্দের বারবার ব্যবহার না হলে ...../ সে যাই হোক অনেক ছোট ছোট জীবন বোধ কবিতাকে অন্য মাত্রা দিল..
নাসির আহমেদ কাবুল কিছু বলার নেই। আপ্লুত হলাম প্রিয়। শুভ কামনা।
মাহবুব খান ভালো লাগলো কবিতা
খন্দকার আনিসুর রহমান জ্যোতি এত হাহাকার এত বেদনা এত মননের মৃত্যু তবু আসছে দিনে সেই বহুতলে অনেক জানালা হবে শুধু, ছোট্ট এই জানালা তার অবারিত স্বাধীনতা ঘর মানুষের কাছ থেকে চিরনিদ্রার অতীত আলয়ে যাবে। // ভালো লাগল অভি আপনার কবিতা...আপনাকে অশেষ ধন্যবাদ....

১৩ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪