মাগো তোর বুকে মোরা আছি বড় সুখে
লিখি পড়ি মাতৃভাষায় বলি তা মুখে।
তোর নাম বাংলা মাগো ভাষাও তাই
তোর মত এমন দেশ ভবেতে নাই।
রবি-শশী, গ্রহ-তারা সদা দেয় কর
আসমানী সোনা জ্বলে মাগো তোর পর।
ভোরে উঠে দূরে রবি, ফুল ফোটে শাখে,
ঝাঁকে ঝাঁকে উড়ে পাখি, সুরে সুরে ডাকে।
মাঠে মাঠে ফসল ফলে, উর্বর ভূমি,
পদ্মা, মেঘনা, যমুনা বহে পদ চুমি।
জেলে ভাই ধরে মাছ, চাষী করে চাষ,
নানা ধর্মের লোকে করি এ দেশে বাস;
সাম্প্রদায়িক সম্প্রীতি আছে মোদের মাঝে
উৎসব-অনুষ্ঠানে প্রমাণ করি কাজে।
বার মাসে সন ঘুরে ছয় ঋতু তাতে
শীত-গ্রীষ্মে তৃপ্তি পাই খেয়ে মাছে ভাতে।
ধন-রত্নে ভরা দেশ, শিক্ষালয় মেলা,
শিক্ষা-দীক্ষার আদলে করি মেলা খেলা।
ইঞ্জিনে চলে বাহন, ধান বানে কলে,
দিনে দিনেই উন্নতি বিজ্ঞানের বলে।
কালো ধোয়া, শব্দ দূষণ করিতে দূর
বিজ্ঞানের জোর চাই বেশী বেশী জোর।
আরো চাই ফুল-ফল, পশু-পাখি, মাছ,
পরিবেশ বাঁচাতে চাই বাহারী গাছ।
সুন্দরবন, কক্সবাজার বন্ধু তর-
রূপে-গুণে ভরপূর দিল কাড়ে বড়!
ভবের সেরা বেলাভূমি আছে এ দেশে
দূর-দূরান্তের লোকে যা দেখতে আসে।
পরাধীন ছিলাম নিজ ভূমের পরে,
আযাদ আজ শত্রুর সনে যুদ্ধে লড়ে।
ভুলিনী বায়ান্ন আর একাত্তরের কথা-
মাতৃভাষার সিঁড়ি বেয়ে পেয়েছি স্বাধীনতা।
ধন গেছে, মান গেছে, শহীদ হইছে বীর-
কেতন উড়াই তার তরে উঁচু করে শির!
ফুল দেই স্মৃতি স্তম্ভে সকল ধর্মের লোকে,
সাম্প্রদায়িক স্ম্রীতি আছে বাংলার বুকে।
১২ সেপ্টেম্বর - ২০১১
গল্প/কবিতা:
৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪