তোমায় যে চাই

পরিবার (এপ্রিল ২০১৩)

তানি হক
  • ৩৬
  • ৫৫
জানি না কোন ছায়াপথের অজানা গ্রহে ছিল আমার বসবাস
নিরেট পাথরের দেহ ছিল তাতে ছিলনা নিঃশ্বাস
তোমার কোমল স্পর্শ পেয়ে খুলে ছিল চোখের পাতা
পবিত্র শপথে ঠাই পেয়েছিলো ওই বুকে এই মাথা ...।

তাই গর্ব হয় ...ভীষণ গর্ব হয়
যা দিয়েছ তুমি...তা শেষ হবার নয়।

মনের আকাশে যখন ভর করে কালো মেঘ
আঘাত করে আমায় তৃব্য বাতাসের বেগ !
সোনালী সূর্যের আলো নিয়ে তুমি
সামনে এসে দাড়াও
আমাকে আড়াল করে সকল
আঁধার দূরে সরাও...।

তখন আমার বাঁচতে ইচ্ছে হয়
ভীষণ ইচ্ছে হয় !
জানি তুমি পাশে থাকলে মৃত্যুও যে সুখের
তাতে নেই সংশয় ...।

ছিলাম তো আমি এক বন্দী ডানা কাটা পাখী
অন্ধকার কালো সমুদ্র তলে ডুবে ছিল আঁখি,

তুমি এসে সামনে দাঁড়ালে ... হাতে তুলে নিলে হাত
ঝলমলিয়ে উঠলো সকাল,জোসনাতে আলোকিত হল রাত।

তাই তো আমার চিৎকার করে বলতে ইচ্ছে হয়
হৃদয় পৃথিবী বদলে দিয়ে জীবন করেছো প্রেমময় ।

তুমি আমার জীবন সঙ্গী আমি তোমাকে করেছি জয়
এ জীবনে আমি যে শুধুই তোমার অন্য কারো নয় ...।

দুদিনের এই ছোট্ট ভুবনে তোমায় পেয়ে এই মনটা কি আর ভরে
প্রভুর কাছে এইতো চাওয়া...তোমায় যে চাই জনম জনম ধরে ...।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৈয়দ আহমেদ হাবিব কত রাজ্য জয় করে এলে হিসেব চাইনা রাজকুমার পৃথিবীটাই তুলে দিলাম হাতে কি চাই আর! কত রাজ্য কত দেশ করেছ জয় এবার বুঝি রানির কাছে মানবে পরাজয়!! (হা হা হা মজা করলাম একটু)
কনিকা রহমান khub valo laglo ... sundor vabna .
onek onek dhonnobad konika apu
Lutful Bari Panna সুন্দর লিখেছ তানি।
অনেক অনেক ধন্যবাদ পান্না ভাই ।। খুব ভালো লাগছে আপনার মতামত পেয়ে ।
ছালেক আহমদ শায়েস্থা জানি না কোন ছায়াপথের অজানা গ্রহে ছিল আমার বসবাস নিরেট পাথরের দেহ ছিল তাতে ছিলনা নিঃশ্বাস তোমার কোমল স্পর্শ পেয়ে খুলে ছিল চোখের পাতা পবিত্র শপথে ঠাই পেয়েছিলো ওই বুকে এই মাথা ... darun likecan
মোহসিনা বেগম মনের সব মাধুরী মিশানো কবিতা --- অসাধারন ।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন সহজ সরল সুন্দর একটা কবিতা, খুব ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি দুদিনের এই ছোট্ট ভুবনে তোমায় পেয়ে এই মনটা কি আর ভরে প্রভুর কাছে এইতো চাওয়া...তোমায় যে চাই জনম জনম ধরে ...। ...........// গোটা কবিতা জুড়ে কি সুন্দর শাশ্বত বাণী.....যা শুনলে সৃষ্টি কর্তার প্রতি শ্রদ্ধায় বুক ভরে যায়.....অসাধারণ আপনার খোদা প্রেমের নিদর্শন মনোমুহ্ধকর এই কবিতা খানি.....অনেক অনেক ধন্যবাদ তানি আপনাকে...............
ইয়াসির আরাফাত প্রীতি মমতা দিয়ে বাঁধানো একটি সুন্দর কবিতা , ভালো দিতাম কিন্তু ভোট দিতে পারছিনা ।
অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আরাফাত ভাই ।। খুব ভালো লাগছে আপনাকে আমার আঙিনাতে পেয়ে ।। সেই আগের মতো সরব আরাফাত ভাই চাই :) আশাকরি সরব থাকবেন
দেশে যে পরিমান হরতাল এর প্রভাব, তাই সরব ভাবে উঠনে যেতে পারবো কি না বলতে পারছিনা । তবে চেষ্টা করব ।
এস, এম, ইমদাদুল ইসলাম ভালবাসার আবেগে ভরপুর সুন্দর কবিতা ।
অনেক অনেক ধন্যবাদ ইমদাদুল ভাইয়া।।
সূর্য সুখের সময়গুলো কিভাবে যেন ধরার আগেই পালিয়ে যায়। তাইতো সুখ এতটা চাওয়ার....। প্রিয়তম'র জন্য নিসন্দেহে ভাল লাগা, ভালবাসার একটা উপলক্ষ্য হয়ে থাকবে এ কাব্য। এ ভালবাসা অমর হয়ে থাকুক। অনেক ভালো লিখেছো।
গল্পকবিতার যে সকল সন্মানিত লেখক লেখিকাদের উপস্থিতি আর মূল্যবান মতামত পাবার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে থাকি ... এবং তাঁদের দেখা না পেলে ভীষণ মন খারাপ করি তাঁদের মধ্যে আপনি একজন সূর্য ভাই !... আপনার সুন্দর মতামতটা আমার প্রেরণা হয়ে রইবে ।। ধন্যবাদ ও সালাম ভাইকে

০৯ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪