আমার স্বার্থপর সুখ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

তানি হক
  • ৪২
  • 0
  • ৯৩
প্রতিদিন সকালের ঘুম ভাঙ্গে আমার এক জন সুখী মানুষের মত;
কিন্তু তার পর ও সারাক্ষণ রক্ত ঝরাতেই থাকে বুকের কাটা ক্ষত ।
অস্থির ভাবে ঠেলে সরিয়ে দেই গায়ের উষ্ণতায়ে জড়ানো গরম কম্বল;
তাদের জন্য মনটা কেঁদে ওঠে!শীতের রাতে নেই যাদের এতো টুকু সম্বল।

খাবারের টেবিলটা যখন ভরে উঠে নানারকম সুস্বাদু খাবারের সাজে ;
হৃদয় জুড়ে তখন আমার কষ্টের হাজারো দামামার ভয়ংকর শব্দ বাজে।
মনের আয়নাতে ভেসে ওঠে ক্ষুধার যন্ত্রণার ছোবলে কাতর শতশত মুখ;
মোমের মত গোলতে থাকে তখন জমাট বাঁধা আমার জীবনের সব সুখ।

সন্তানের শিক্ষা সাফল্যে আনন্দতে আত্মহারা হয়ে যখন চিৎকার দিয়ে উঠি;
প্রবল প্রতিবাদে ভূমিকম্পর আঘাতে কেঁপে ওঠে বুকের পাঁজরের সব খুঁটি ।
চোখের সামনে দেখতে পাই বন্ধ হওয়া সেই সব সন্তানের শিক্ষার সকল দার;
দরিদ্রতার অভাবে যারা অকালেই নিয়েছে সংসার ও কষ্টের পাথুরে বোঝার ভার।

কালবৈশাখী ঝর যখন ভীষণ আক্রোশে ধেয়ে আসে আমার স্বপ্ন কুটিরের দিকে;
বৃষ্টির তোড় আর ঝড়ো বাতাসের ঝাপটা আটকাবার ইচ্ছেটা হঠাৎ হয়ে যায় ফিকে।
জানিনা কেমনে কাটাচ্ছে তখন রাস্তার পাসে সকল গৃহহীন অসহায় পরিবার;
আমি স্বার্থপর! নিজের আছে আশ্রয় তাই বুঝিনা মাথার নিচে ছাদ কি দরকার ..।
দীর্ঘশ্বাসের ধুলো ভরা ক্যানভাসে আজ সুখ গুলো আমার দুঃখের নীলে ছবি আঁকে;
অনুশোচনার অপরাধী দেহ থমকে দাড়ায় হৃদয়ের গতিময় ব্যস্ততার ব্যস্ত বাঁকে।
মনের ভেতরের সাজানো স্বপনের অলি গলি সব ভাসিয়ে নিতে চায় তৃব্য স্রোত ধারা;
নিজের ভেতরের এই ঘুমিয়ে থাকা মন টাকে জাগিয়ে তুলতে হতে চাই পাগল পারা।

অবশেষে তাই ভেঙ্গে সব সন্ধি নিজের বিরুদ্ধে করছি ঘোষণা এক রক্তক্ষয়ী যুদ্ধ;
নিজের স্বার্থ পূরণ করেছি অনেক,আর নয় শুধু নিজের চিন্তা..!হয়েছি ভীষণ ক্ষুব্ধ।
ভবিষ্যৎ আমার বড় উজ্জ্বল এই ভেবে বন্দি থাকব না আর আপন সুখের ঘরে;
জীবনটা বিলিয়ে দেব অন্ধকারে ডুবে থাকা সব অসহায় মানুষের সুখের তরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির খলজি হা আপু....তোমার কবিতাটা অবশেষে পরার সুযোগ হলো ...বেশ আবেগী স্পর্শে গভীর ভাবধারায় দুখ্হ-কাতর মানুষগুলির প্রতি সহমর্মীতা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছ ...ভীষণ ভালো লাগলো....আর শুভকামনা রইল
মনির মুকুল সুন্দর হয়েছে, তবে লাইনগুলো আরেকটু ছোট হলে বোধয় ভালো হতো। শুভকামনা রইল।
প্রজাপতি মন অবশেষে তাই ভেঙ্গে সব সন্ধি নিজের বিরুদ্ধে করছি ঘোষণা এক রক্তক্ষয়ী যুদ্ধ; নিজের স্বার্থ পূরণ করেছি অনেক,আর নয় শুধু নিজের চিন্তা..!হয়েছি ভীষণ ক্ষুব্ধ। ভবিষ্যৎ আমার বড় উজ্জ্বল এই ভেবে বন্দি থাকব না আর আপন সুখের ঘরে; জীবনটা বিলিয়ে দেব অন্ধকারে ডুবে থাকা সব অসহায় মানুষের সুখের তরে। সুন্দর ভাবনা, সুন্দর কবিতা। প্রচেষ্টা সফল হৌক। শুভকামনা রইলো।
মোঃ শামছুল আরেফিন কবিতার কথাগুলো কঠিন সত্য। কিছু সত্য আর আবেগের ছড়াছড়ি। যাদের কথা এতবার তুলে এনেছেন কবিতায় তাঁদের কথা আসলে কজন ভাবি আমরা। আমাদের জাতটাই যে এমন। আমরা যে স্বার্থপর। কবিতার শেষে আপনার গভীর ভাবনা দেখে মুগ্ধ হয়েছি। মনে পড়ল সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। খুব ভাল লেগেছে আপু আপনার কবিতা।
সেলিনা ইসলাম মনের গভীর থেকে বেশ আবেগ নিয়েই লিখেছেন --কথাগুলো অনেক সুন্দর ও প্রশংসনীয় -শুভেচ্ছা ও শুভকামনা
মোঃ আক্তারুজ্জামান লেখার জন্য যে জ্ঞান আর গুন দরকার- আমার মনে হয় কবির সবটুকুই আছে| ধন্যবাদ|
জাকিয়া জেসমিন যূথী শুধু এটুকুই বলবো, অ-নে-ক সুন্দর। অনেক অনেক কথা, ভাব মিলিয়ে তৈরী এই কবিতা। প্রিয়তে নিতেই হলো।
মিজানুর রহমান রানা ভবিষ্যৎ আমার বড় উজ্জ্বল এই ভেবে বন্দি থাকব না আর আপন সুখের ঘরে; জীবনটা বিলিয়ে দেব অন্ধকারে ডুবে থাকা সব অসহায় মানুষের সুখের তরে।
M.A.HALIM অনেক সুন্দর। বন্ধুর জন্য শুভ কামনা রইলো।

০৯ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫