পোড়া মাটির এই বদ্ধ কুঠুরির যান্ত্রিক তৃষার্ত বন্দি জীবন; একবুক সজিব নিঃশ্বাসের জন্য সারাক্ষণ..হাহাকার করে ভীষণ। সবুজ শ্যামল সেই মায়াবী রূপের জন্মমাতা!আমার প্রিয় গাঁ’য়; অবুঝ হৃদয়খানি শুধু ক্ষণে ক্ষণে সেখানেই ফিরে জেতে চায়………।
আকাশের নিল সমুদ্র ছুঁয়ে দেখতে পারেনা এ দুচোখের পাতা; আটকে রেখেছে মেঘ প্রজাপতির রংধনু.. ওই কুৎসিত দালানের মাথা। বাতাসে পোড়া পেট্রোলের ধুলো,নেই ভেজা পালকে জড়ানো সবুজ পাতার ঘ্রাণ; তোমার বুকের পড়ম মমতার গন্ধ বিহীন,মা’গো!কেমনে বাঁচে এই প্রাণ………।
আকাশ ভেংগে বৃষ্টির ঝড়না যখন অঝরো ধারায় পৃথিবীর বুকে ঝরে; জানালার গ্রীল ধরে উদাস তাকিয়ে রই..তখন শুধু তোমায় মনে পড়ে। মেঘ হতে ঝড়ে পরা সেই মধুর পরশ গায় মেখে,নদীর বুকে ঝাপদেয়া ছোট্ট বেলার সুখোডুব; ফিরে যেতে ইচ্ছে করে, মা’গো!তোমার কোলে কাটানো সেই মধুর দিন গুলোতে খুব…….।
পুর্নিমার চাঁদের যোসনা যখন মেলে ধরে তার রুপের যাদুর চাদর; বুকের ভেতরের আটকে থাকা নিল কষ্ট গুলো..আমার ব্যাথায় হয় ভীষণ কাতর। দুচোখ মেলে দেখতে পারিনা সবুজ ধান খেতে রুপালি যোসনার সে রুপালি ঢেউ; আমার ভেতর আমি কান্নায় ভেংগে পরি, মা’গো! তোমায় খুঁজি!দেখতে পায়না কেউ……।
আঁকা বাঁকা মেঠো পথের বাঁকে প্রিয় সেই ছোট্ট বেলার ইস্কুল ঘর; খসে পরা দেয়ালের প্লাস্টার,পুরনো বেঞ্চ,বুড়ো তুলো গাছটা..কিছুই হয়নি পর। শুধু হয়েছি আমি!দূরের প্রবাসি মায়ের বুকখানি করে খালি! অবশেষে আজ আশে পাশে কিছু নেই!শুধু রুক্ষ মরুভূমির প্রানহীণ বালি……।
সপ্নের রানী সবুজ শ্যামল আমার প্রিয় মা’ শিমাহিন শান্তির শিতল বাতাসে মোড়ানো..সে যে আমার গাঁ। পড়নে তার রুপালি নদীর শাড়ী,মাথায় নাড়কেল সুপাড়ি গাছের ঘোমটা; দেখলে সেই আপুর্ব রুপের ঝলোক,গভীর আবেশে জুড়ায় মনটা……।
কবে যাব নাড়ির টানে নাড়ি গাঁথা সেই মায়াবী দেশে; আকাশ পানে দু হাত মেলে..আনন্দে আত্মহারা এক বিজয়ী বেশে। নতুন গানে নতুন প্রাণে!স্বাধীনতার বাঁধভাংগা উচ্ছ্বাসে পারবো কি যেতে ফিরে; দিঘীর জলে শত শাপলা কলমি আর অজানা ফুলের মিষ্টি সৌরভের ভিড়ে……..।
জীবনের এই নিরট পাথুড়ে পথের ঠিকানা গুলো সব মাড়িয়ে; পারবো কি দল বেঁধে উড়ে যাওয়া বক আর শালিকের মিছিলে যেতে হাড়িয়ে……..।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পাঁচ হাজার
জীবনের এই নিরট পাথুড়ে পথের ঠিকানা গুলো সব মাড়িয়ে;
পারবো কি দল বেঁধে উড়ে যাওয়া বক আর শালিকের মিছিলে যেতে হাড়িয়ে> এমন সুন্দর সুন্দর কথায় ভাল একটি কবিতা লিখেছেন।
তানি হক
নিরব ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ...আবারো মন্তব্য করার জন্য ..আপনার পরামর্শ ..আমার আগামীর প্রেরণা হয়ে রবে .আপনাকে লাল গোলাপের সুভেচ্ছা ..ভালো থাকবেন প্রিয় ভাই
শিশির সিক্ত পল্লব
সপ্নের রানী সবুজ শ্যামল আমার প্রিয় মা’
শিমাহিন শান্তির শিতল বাতাসে মোড়ানো..সে যে আমার গাঁ......খুব সুন্দর একটি কবিতা...অনেক অনেক ভাল লাগলো আপু.......
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।