বারবনিতা মা!

মা (মে ২০১১)

এমএবি সুজন
  • ৩৪
  • 0
  • ৫০
মাধবী তুমি
তোমার উপমা শুধু ফুল নয় জেনো আকাশে চাঁদ
জ্যোৎস্নাবানে সিক্ত প্রেমিক মেটায় প্রেষণা স্বাদ।

দেবী তুমি
কত ভক্ত হৃদয় যাচে তোমার আশা ভালোবাসা
বিলিয়ে দাও মিটিয়ে দাও জীবনের সুখ পিয়াসা।

মাধুকরী তুমি
পসরা সাজাও এ তোমার সহজাত সুব্রত বেসাতি
কিনে ধন্য হোক নগণ্য তোমার দলিত মথিত মতি।

তাপসী তুমি
ধ্যান জ্ঞান কর হামেশা হামেশা চাই দেবতা চাই
কত পতঙ্গ উড়ে উড়ে পুড়ে তোমার আগুনে ছাই।

উর্বশী তুমি
চিরহরিৎ চিরউম্মুখ যেন স্বাধীন সবাক বিস্তীর্ণ প্রকৃতি
কত ঘর পোড়া ঘর হারা খোঁজে তোমার বুকের বসতি।

বিলাসী তুমি
বসন্ত বারমাসি বলো তুমি কোন কাননের ফুল
ভ্রমরার মেলা কত খেলাখেলা কতক করে ভুল।

বিনোদিনী তুমি
কার ছেলে বলো কোলে তোমার ওহে সংসার বিহারী
কে সে পথভ্রষ্ট যার ভুলে নষ্ট কষ্টে নিয়ত আহাজারি।

মায়াবতী তুমি
নারী ছেড়া ধন আঁকড়ে ধরো বুকে এ কার আমানত
মায়া মরার মায়ায় লালিত একি কুদরত না কারামত?
সোহাগী তুমি
নিজের রক্ত মাংসে কর্ষিত ফসল যে রাজ সন্তান
সে কি হবে তোমার ত্রাণ দিবে কি যোগ্য সম্মান ?

অপয়া তুমি
ছেড়ে দিবে সব সবকিছু এক নতুন জীবনের আশে
তাই কি হয় তুমি যে অসহায় প্রকৃতিও তাই হাসে।

সুমাতা তুমি
সপে দিলে নিজের প্রাণ ঐ শিশু শিশু সন্তানের বুকে
মরা জরা চিন্তা চেতনা সব আজ তারই সুখে দুঃখে।

বিবাদী তুমি
বাদী এ সমাজ যে সমাজের তো হয়নারে বিবেক
কপাল দোষে দুর্গতি বলে কাঁদে প্রেমের আবেগ।

বীরাঙ্গনা তুমি
তোমার এ জীবন যুদ্ধের তুমিই সাহসী যোদ্ধা নারী
ছলনা করতে জানোনা মা তাই তোমায় শ্রদ্ধা করি।

মাগধি তুমি
একালবেলা এবেলা ওবেলা তোমাকেই সইতে হয়
দুর্জয় নারী তোমার জন্য বলি বারবনিতারাও মা হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন নামটায় শুধু মা দিলেই বা কি ক্ষতি ছিল? যাইহোক কবির সাহস আছে আর এটা অবশ্যই ৫ পাওয়ার মত একটা কবিতা। আরো লিখবেন এই কামনায় থাকলাম।
এমএবি সুজন এই মন্তব্যগুলোই আমার চরমপাওয়া, এর চেয়ে বেশি কিছু আশা করি না। মন্তব্যকারী সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে।
এমএবি সুজন আমি ধন্য সবার মন্তব্য পড়ে। আপনাদের মতামত ও অনুপ্রেরণা আমার প্রাণশক্তি বাড়িয়ে দিবে অবিচল আস্থায় সুদৃঢ় থাকবার প্রত্যয়ে। এইতো চরম পাওয়া আর কি চাই! মন্তব্যকারী সবার প্রতি আমি স্বকৃতজ্ঞ ও বিনয়াবনত ধন্য।
শাহ্‌নাজ আক্তার oshadharon একটি kobita ....vote oshadharon .
sakil আমি কি বলব ভাষা খুঁজে পায়না . এত ভালো একটা কবিতা যা বলার অপেক্ষা রাখে না . ভাই কি বলব খুব ভালো হয়েছে .
মোঃ আক্তারুজ্জামান ব্যতিক্রমী থিম, অসাধারণ লেগেছে|
এমএবি সুজন মন্তব্যপ্রদানকারী সবার কােছ আিম িবনয়াবনত! ধন্যবাদ।
Oshamajik অপূর্ব , সুন্দর একটা মেসেজ রয়েছে কবিতাটিতে ।
শিশির সিক্ত পল্লব মানপত্রের মত করে ছন্দ দিয়ে লেখা কবিতাটি......অনেক সুন্দর

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪