সত্যের অন্বেষণে

নতুন (এপ্রিল ২০১২)

শেখ একেএম জাকারিয়া
  • ১৮
  • ৩৫
ভূগর্ভের তলদেশে লোকানো ভ্রম্নন
অমানিশির ঘোর থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা-
ম্যাঙ্গানিজ, কার্বন, লৌহের খোলসে
স্বজোরে চপেটাঘাত করছে নীল জোছনা ও খসে যাওয়া ধ্রম্নবতারা
কিন্তু বিফলে যায় তাদের সব চেষ্টা
এরপরও সম্মুখ সমরে অগ্রসর হয় একাগ্রচিত্তে।

আর এদিকে ডিজিটাল রোবটেরা অট্ট হাসি হাসে
জরায়ুর ভেতরে ভ্রূনের লাফালাফি দেখে
তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, মধ্যযুগীয় বোকারা
আনন্দিত ও শিহরিত হয়, হাততালি দেয়
তিন পর্দার ভেতরে বন্দী ভ্রূনের সামনে এগিয়ে যাবার প্রাণপন চেষ্টা দেখে।

আর আমরা বলি,
তোমরা কি পারবে বাঁচিয়ে রাখতে তোমাদের শিকড়?
তোমরা কি বেরিয়ে আসতে পারবে তথ্যপ্রযুক্তির ফাঁকফোকর দিয়ে?
মধ্যযুগীয় সাহিত্যরস আজ নাচের পুতুল
যেভাবে রশিতে টান দেওয়া হয় সেভাবেই দোলে ।

তারপর আর কি বলব,
যারা একে নিয়ে টানা হেঁচড়া করে তাদের শুধু এক বুক দীর্ঘশ্বাস
এর পরও আশাহত হয়না, অপেৰায় রয়
ভ্রূণ পরিপক্ক হয়ে বেরিয়ে আসবে অন্ধকার জরায়ুর ভেতর থেকে
ফিনকি দিয়ে দুধ বেরোবে কালিদহ সায়রের বুক হতে।

শত কোটি ভ্রূণশিশু সেই দুধ পিয়ালেও
সত্দনের বোঁটা খাড়া রইবে, কুচঁকাবেনা, ঝুলে পড়বেনা
যান্ত্রিক, প্রাণহীন, অন্যের ইচ্ছেই চালিত রোবট গুলির অঙ্গপ্রত্যঙ্গের মতো ।

সত্যের অন্বেষনে পুষ্ট হবে নবজাতকেরা, ফিরে আসবে মধ্যযুগ
নতুন করে আবার সৃষ্টি হবে সাহিত্যরস।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন বানানটা জ্বালাল যদিও কবিতা ভালো লাগলো। তো কবির জন্য রইলো বাহবা। আর বিষয়ের ক্ষেত্রে আমি বরাবরই সন্দেহবাদী।
মিলন বনিক কাব্যের গভীরতা মুগ্ধ করেছে..ভালো লাগলো....
সেলিনা ইসলাম সত্যের অন্বেষনে পুষ্ট হবে নবজাতকেরা, ফিরে আসবে মধ্যযুগ / নতুন করে আবার সৃষ্টি হবে সাহিত্যরস।--- বেশ সুন্দর সাবলীল লেখা শুভেচ্ছা কবি
আহমেদ সাবের "মধ্যযুগীয় বোকাদের" সাথে "ডিজিটাল রোবটদের" রেষারেষি আজকের নয়। এটা চলছে, চলবে। তবে ভয় নেই, নান্দনিকতা বেঁচে থাকবে। নজরুলের মত কবিও বলে গেছেন, "পরোয়া করিনা, বাঁচি কি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে"। যুগের হুজুগ কেটে গেছে, কিন্তু কবি ঠিকই বেঁচে আছেন। আপনার বক্তব্য এবং শব্দ ও উপমার সুন্দর প্রয়োগ বেশ ভাল লাগল।
Abu Umar Saifullah অনেক অনেক ভালো লাগলো
রোদের ছায়া খুব সুন্দর কবিতা ....ভোট করলাম ..কিছু মনে না করলে একটু বলি ..৫ তম প্যরাটি আমার কাছে তেমন জোরালো মনে হলনা ..দৃ: আ: লোকানো =লুকানো , অমানিশি= অমানিশা /
সালেহ মাহমুদ অসম্ভব ভালো লাগলো। আমার মনে হয় আপনার এ পর্যন্ত লেখা শ্রেষ্ঠ কবিতা এটি। অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
ধ্রুব অদ্ভুত লাগলো বেশ ভালো...
মামুন ম. আজিজ চরম আধুনিকতা কবিতায় । আমার ভাল লেগেছে
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তারপর আর কি বলব, যারা একে নিয়ে টানা হেঁচড়া করে তাদের শুধু এক বুক দীর্ঘশ্বাস এর পরও আশাহত হয়না, অপেৰায় রয় ভ্রূণ পরিপক্ক হয়ে বেরিয়ে আসবে অন্ধকার জরায়ুর ভেতর থেকে ফিনকি দিয়ে দুধ বেরোবে কালিদহ সায়রের বুক হতে।// জাকারিয়া ভাই ফাটাফাটি কবিতা খুব ভালো লাগল....আর একটু যত্নবান হবেন আশা করি....মূল্যায়ন করলাম.......

১৫ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪