ওরা কারা

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

আরাফাত মুন্না
  • ২২
  • 0
  • ৫৫
এসো আত্মার কোলাহলে মেতে উঠি
জেগে উঠি
মধ্যরাতের প্রার্থনায়।
পিশাচিত কোলাহলে
ঘুম ভাঙে অতৃপ্ত আত্মার।
ওরা উড়ে আসে
নিষিদ্ধ আবরণে।
ধ্বংশলীলায় মেতে উঠে
পাপিষ্ট আত্মারা ছেলেখেলায়।
চোখ মেলে চেয়ে দেখি
ভাষাশহীদের আত্নারা
মুষরে উঠেছে কান্নায়।
ভুল ভেবে চোখ কচলে আবার তাকাই
না ভুল নয়,
ঐ তো রফিক, শফিউর, জব্বারেরা।

হে ভাষাসৈনিকেরা, হে অকুতোভয়ের দল
বুলেটের সামনে বুক পেতে পাওনি তো ভয়
আজ কেন অশ্রুমাখা তোমাদের নয়ন?

একজন এগিয়ে এসে বলে,
ওহে পাপিষ্টের দল
কেন ঘুম ভাঙালি, কেন দেখালি এ ক্ষয়?
হায়! আমরা তো চাইনি এমন
দেইনি তো প্রাণ এমন দেশের জন্য।
কারা নষ্ট করে ভাষার প্রাণ?
নির্মল এ সবুজের বুকে
কারা গেয়ে যায় ধ্বংশলীলার গান?
সর্বনাশী ওরা কারা
দেশ থেকে বেশি ভালবাসে
পিতা-স্বামীর কবর?
মানুষের অন্ন
কারা তোলে দেয় সন্ত্রাসের হাতে?

তারপর দেখি কোথা থেকে
আসে যেন আহবান,
ওহে আত্মরা চোখ তোল
নতুন করেছে এসেছে
সংগ্রামের সময়।

আমি মোহিত নয়নে তাকিয়ে দেখি,
ক্রমেই বেড়ে যায়
আত্মার কোলাহল।
ওদের চোখে ঘাতক হনন জ্বালা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহ্ফুজা নাহার তুলি নতুন করেছে এসেছে সংগ্রামের সময়।.......সত্যি সময় এসেছে আবার জেগে ওঠার.........
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১২
নিলাঞ্জনা নীল সুন্দর কবিতা......
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০১২
মাহবুব খান সুন্দর
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২
রোদের ছায়া খুব ভালো বক্তব্য ....অনেক প্রশ্নের সমাহার কবিতায়
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২
মিজানুর রহমান রানা চমৎকার কবিতা। শুভ কামনা।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য [পিশাচিক না দিয়ে পৈশাচিকটা সঠিক হয়, ধ্বংশ= ধ্বংস, তোলে=তুলে, নতুন করেছে এসেছে=নতুন করে এসেছে] কবিতা ভাল লাগা নিয়েই পড়লাম।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ ভাইয়া।
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১২
M.A.HALIM খুব সুন্দর হয়েছে ভালো লাগলো, বন্ধুর জন্য শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১২
Lutful Bari Panna ওদের চোখে ঘাতক হনন জ্বালা। - খুব ভাল লাগল...
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১২
খন্দকার নাহিদ হোসেন মুন্না, বরাবরই কবিতা ভালো লেখে। আর এ কবিতাটাও সুন্দর হয়েছে। আত্না তো এখানে শহীদেরা তো এক জাগায় কেন "পাপিষ্ট আত্মারা" বলা হলো? যদি সেটা ঘুমের মাঝে ভাবা হয় তবে তার পরে জেগে ওঠাটা কি ঘুমের মাঝে শহীদদের মুখের স্বপ্ন? কোনটা কি? আর প্রথমের আহ্বান তাহলে কখন ঘুমের আগে নাকি পড়ে? প্যারা করলেও ঝামেলা কিন্তু কমতো। মোটকথা স্বপ্ন বাস্তবতায়ও কিন্তু কবির আগে পরের সামঞ্জস্য রাখতে হবে- একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। সামনের জন্য শুভকামনা রইলো।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১২
আসলে মানুষের ভিতর যেমন ভাল খারাপ আছে, তেমনি আত্মাদের ভিতরও আছে। যারা ধ্বংসখেলায় মাতে তাদের পাপিষ্ট বলা হয়েছে।আর প্যারার কারণে জিনিসটা প্রবলেম হয়েছে আমিও বুঝতে পারছি। ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট এর জন্য।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
মিলন বনিক হে ভাষাসৈনিকেরা, হে অকুতোভয়ের দল, বুলেটের সামনে বুক পেতে পাওনি তো ভয়, আজ কেন অশ্রুমাখা তোমাদের নয়ন? অনেক সুন্দর চিন্তার একটা কবিতা। ভালো লাগলো .....
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১২

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪