অতএব সাবধান

ঘৃনা (আগষ্ট ২০১৫)

কাজী আনিসুল হক
  • 0
  • ৮৭
আমি লণ্ডভণ্ড করা সাইক্লোন,
আমি কাল বৈশাখী ঝড়।
নজরুলের বিদ্রোহী কবিতা,
আর রবীঠাকুরের জন্ম বৈশাখ।
এসো এসো গানের সুর আমি...

কবিতা আমার মায়ের মত দামী,
কবিতা-ই আমার ঘরের বউ।
ছন্দ আমার আগামীর স্বপ্ন,
জানতে চায়নি কখনো কেউ!

যেখানে কবিতা নিলামে ওঠে,
বারবনিতা দখলে নেয় পঙক্তি মালা।
সেখানে আমি হয়ে যাই কাফরু,
জল্লাদের হাতের অস্ত্রে কিরণমালা।

আমি হই জাগরণী গান, গণ বিস্ফোরণ,
ধ্বংসের মহা প্রলয়ঙ্কর তান্ডবলীলা।
সাবধান আমি কালে কালে আসি,
আমি নইতো কোন রমণীর হাতের বালা।

পদ ও পদবী তোরা বেঁচা-কিনা কর,
তোদের কলমে ব্যর্থমনোরথ।
আমি আমার অন্তরাত্মার সাথে,
নিরবে নিভৃতে করেছি দীপ্ত শপথ।

কলম রেখেছি শেণে, প্রয়োজনে অস্ত্র হবে।
ক্যানভাস এঁকেছি মনে, দৃশ্য রচিত হবে।
সাদা-কালো ফ্রেমে নয় রঙিন মলাটে বাঁধা।
ডায়েরী পাতায় নয় ছেড়া পাতায় লেখা ইতিহাস,
শুকিয়ে মড়মড় করবে হয়ত বারুদের গন্ধধূপে।
আমি জ্বালাবো আগুন ঘুমন্ত মনে,
এবার 'যুদ্ধ হবে', 'যুদ্ধ হবে','যুদ্ধ হবে'।

জয়-পরাজয় যা-ই হবে হয়...
নাই হারাবার কোন ভয়।
আমি বীর; সবুজ লতার শির,
বাংলার মাটিতে ললাট বীর্যবন্ত রক্ত,
আমি ধর্ষিত হওয়া কবিতার স্বামী।
'সাবধান','সাবধান', অতএব 'সাবধান'...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ নিঃসন্দেহে এটি একটি সাহসী কবিতা ! বেশ ভাল লাগল ।
দিপেশ সরকার কলম রেখেছি শেণে, প্রয়োজনে অস্ত্র হবে।ক্যানভাস এঁকেছি মনে, দৃশ্য রচিত হবে।সাদা-কালো ফ্রেমে নয় রঙিন মলাটে বাঁধা।ডায়েরী পাতায় নয় ছেড়া পাতায় লেখা ইতিহাস,.............অসাধারন ভোট রেখে গেলাম।পাতায় আপনাকে আমন্ত্রন ভালো লাগলে ভোট করবেন।
তুহেল আহমেদ ধর্ষিত হওয়া কবিতা .… অসাধারণ কল্পনাধারা --
আবুল বাসার অসাধারন,অনেক শুভেচ্ছা রইল।ভাল লাগল।
গোবিন্দ বীন জয়-পরাজয় যা-ই হবে হয়... নাই হারাবার কোন ভয়। আমি বীর; সবুজ লতার শির, বাংলার মাটিতে ললাট বীর্যবন্ত রক্ত, আমি ধর্ষিত হওয়া কবিতার স্বামী। 'সাবধান','সাবধান', অতএব 'সাবধান'...।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
তৌহিদুর রহমান ভালো লাগলো...ভোট দিয়ে গেলাম...পাতায় আমন্ত্রন রইলো...আমার কবিতা ভালো লাগলে ভোট করুন...প্লিজ...

০৪ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫