ক্ষয়িষ্ণু চৈতন্যোচ্ছ্বাস (Chant Royal)

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ৪৪
  • ৭৬
মনের মাঝে জাগ্রত অনেকগুলো স্বপ্ন নিয়ে,
দিনে দিনে বেড়ে উঠি এই সুন্দর ভুবনে!
মাঝে মাঝে দুঃস্বপ্ন আসে সাড়া দিয়ে,
হিসেব কিছু মেলানো গেল না এ জীবনে।
রঙ্গিন ফুল দিয়ে গাঁথা হয় নাই যে মালা
ফুলগুলো পড়ে যায়, তার দু’প্রান্ত যে খোলা।
দুই চোখ যখন আমার অশ্রু দিয়ে ভরা-
ঝাপসা চোখে তখন দেখি এই সুন্দর ধরা।
এখনও কেউ দেখালো না নতুন দিনের প্রেরণা;
জীবন্ত সব আশাগুলো এখন কেন সব মরা?
সব কিছুর পরেও পেলাম না মুক্তির চেতনা।

**
শৈশবের পর যৌবন এল নতুন পশরা সাজিয়ে,
তারই স্পর্শে আর স্বাদ নিতে চাই না মরণে!
নব নব আনন্দে জাগে কেমন উল্লাসে বিজয়ে?
এত খুশির বার্তা সব তো থাকে না স্মরণে!
মেঘে মেঘে গড়িয়ে যেতে থাকে বেলা-
তবুও তো শেষ হয় না যৌবনের খেলা।
হৃদয় মাঝে জাগে কেমনতর ফাল্গুধারা?
হৃদয় মাঝে এসে আসন করলো কারা?
এরই মাঝে আভাস পাই কিসের যাতনা?
দেহে মনে কষ্ট নিয়ত দিয়ে চলেছে ওরা!
সব কিছুর পরেও পেলাম না মুক্তির চেতনা।

***
শত্রুরা যখন আসলো চতুর্দিক ধেয়ে-
কতরকম সাজসজ্জা রয়েছে পরণে!
যা কিছু সকলই গেল চলে নিয়ে,
কোন চিহ্ন রেখে গেল না পিছনে।
শেষ হয়ে এল বুঝি প্রাণের মেলা,
দ্বিপ্রহরে ভাসাবো স্বপ্নের সেই ভেলা!
আমার আঙ্গিনা হয়ে আছে তপ্ত খরা,
ভেঙ্গে চুরে একাকার, সব জীর্ণ জরা!
এরপরেও থাকে বাঁচার অন্তিম বাসনা
পরিপূর্ণ নয়! বিবর্ণ, বিচ্ছিন্ন, বিদীর্ণ চেরা।
সব কিছুর পরেও পেলাম না মুক্তির চেতনা।

****
যখন ছিলাম দাসত্বের বাঁধনে জড়ায়ে,
শৃংখল যখন পরানো ছিল দু’চরণে-
যুদ্ধ করে দিলাম শত্রুপক্ষকে হটায়ে;
মুড়িয়ে নিলাম স্বাধীনতার আভরণে!
কামার, কুলি, শ্রমিক, কৃষক, মাঝি মাল্লা-
বড়ই শ্রান্ত আজ অভাবের সাথে দিয়ে পাল্লা।
দেশের অর্থনীতিতে চলমান রয়েছে যে ধারা,
কেউবা দুখী আর কেউবা সুখে আত্মহারা!
দাসত্বের বাঁধন থেকে তবে মুক্ত হলাম ক’জনা?
বৈষম্যে যারা উপরে আছে শুধুই কি তারা?
সব কিছুর পরেও পেলাম না মুক্তির চেতনা।

*****
দেশের চলমান পরিস্থিতির এহেন পর্যায়ে,
দেশপ্রেম কিইবা আছে আমাদের আচরনে?
করেই দেখুন না একবার নিজেকে শুধায়ে;
দেশকে ঠেলে দিচ্ছি প্রতিনিয়ত আত্মহননে!
কবে বন্ধ হবে প্রসাশনের এই খেলাধূলা?
নাকের সামনে থেকে হটবে উন্নতির মুলা!
রাশি রাশি প্রতিশ্রুতি ছিল যত অগ্নিঝরা-
স্বপ্নের জাল ছিঁড়ে হয়ে যায় কত শত টুকরা!
ফিকে হয়ে আসে স্বাধীনতার মহান দ্যোতনা।
নিষ্পেষনের যাঁতাকলের ফাঁপড়ে আজ আমরা;
সব কিছুর পরেও পেলাম না মুক্তির চেতনা।

*-*-*-*
কতদিন আর সইতে হবে দহনের এ জ্বালা?
শেষ হয়ে যায় সময়, শেষ হয়ে এলো বলা।
মুক্তিযুদ্ধে মুক্তির চেতনায় স্বপ্ন দেখতো যারা-
তাদেরকে সদা পদতলে পিষ্ট করছি আমরা!
ক্ষয় হয়ে আসে শক্তি! সইতে আর পারি না!
সত্যিকারের মুক্তি নিয়ে শীঘ্র এসো তোমরা-
সব কিছুর পরেও পেলাম না মুক্তির চেতনা।
-------

বিঃদ্রঃ ‘Chant Royal’ এক বিশেষ ধারার ‘Ballad’ ধর্মী কবিতা রূপ যেখানে অন্ত্যমিল হল [5(ababccddedE)+(ccddedE)]
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. অন্তমিল চমত্কার হয়েছে. শব্দ চয়নও সুন্দর. কবিতা অসাধারণ.
রফিকুজ্জামান রণি এ যেন এক কবিতা সমদ্র ! দন্যবাদ ভাই /
রোদেলা শিশির (লাইজু মনি ) বিশাল কবিতা .....! এত বড় ...................! মুক্তি সন্ধানী পথিক ......................! হেরে গেলে চলবে না ...!
সালেহ মাহমুদ অনেক অনেক সুন্দর এবং ভালো কবিতা। কবিতার ছন্দ নিয়ে কিছু বলবার নেই, নিঃসন্দেহে শেখার মতো অনেক কিছু। আমিও শিখলাম। ধন্যবাদ শাওন ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই
Bishad Abdullah কবিতাটা অনেক ভালো .....এর ছন্দ ও ভাষা অনেকটা সাদা -মাটা, কবিতার অলংকার বেশ দুর্বল . তবে নিস্সন্দেহে অনেক মজার কবিতা .আমি আবার ছন্দ সম্পর্কে একে বারে অজ্ঞ .কিছু মনে করবেননা .আমার মন্তব্যের জন্য.
কোন কোন জিনিস আপনার কাছে দুর্বল মনে হলো জানতে পারি? আমার জানামতে chant royal এর ছন্দ আর অন্তমিল এই রকমেরই হয়. দয়া করে একটু বুঝিয়ে বলুন কি কি পদক্ষেপ নিলে কবিতা শক্তিশালী হয়ে সাদামাটা না থেকে রঙিন হয়ে উঠবে? মন্তব্যের জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ.
আমিতো বলেছি আমি ছন্দ সম্পর্কে আনাড়ি.তবে আমার কাছে মনে হচ্ছে এর গঠন গত দূর্বলতা .আমার এই অনভিজ্ঞ মন্তব্যের জন্য dokho পেয়ে থাকলে আমি দু:খিত .শিকার করতেই হই কবিতাটি অনেক চমত্কার .............
মাহমুদুল হাসান ফেরদৌস সুন্দর সুন্দরতম
ধন্যবাদ ধন্যবাদ তম! :-D
মারুফ মুস্তাফা আযাদ অমিত্রাক্ষর ছন্দ! ভাই আপনে পারেনও! এই জিনিস বানানো শিখাইবেন ভাই?
হা হা হা! কি যে বলেন! আমার সেই যোগ্যতা নেই!
এই যে মজা নিয়া ফালাইলেন! লেইখা ফেলছেন এত্তো বড় কবিতা অমিত্রাক্ষর ছন্দ দিয়া, আর কন যোগ্যতা নাই...
আমি আসলে chant royal এর নিয়ম অনুসারে লিখে গেছি! :-D

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪