আমি অবাক হয়ে শুনি, ঘ্রান নেই- প্রথম বর্ষার নুপুর-ধ্বনি, বৃষ্টির গন্ধ! বাতাসে ভাসে অপূর্ব মোহিত সৌরভ, ছড়িয়ে দিয়ে যায় লাবন্য। জানালা দিয়ে হাত বাড়িয়ে দেই, ক’ফোঁটা বৃষ্টির পানি ঝরে পড়ে হাতের উপর; সাথে একটু হিমশীতল পরশ- আর কিছু অনুভুতি অনন্য।
দখিনের জানালা খুলে দেখি- ছেয়ে আছে গাছটি বাদল কদম ফুলে; সেই সাথে কালো মেঘে ছেয়ে গেছে নীল আকাশটা জুড়ে।
আমি দুয়ার খুলে বেরিয়ে আসি, প্রথম বৃষ্টিতে একাকী ভিজবো বলে। চুপিচুপি সঙ্গোপনে ভিজে যাই দু’দিকে দু’হাত বাড়িয়ে। ঘরের ছাদে মন মাতাল করা ঝমঝম শব্দ, থাকতে দেয় না ঘরে। বৃষ্টির সাথে মিলেমিশে উন্মত্ত হই আমি; ছন্দে গানে মুখরিত হয় দুপুর! রিমঝিম শব্দে যেন নেচে যায়- চঞ্চল পায়ের বর্ষা কন্যার নুপুর।
এরই মাঝে নামে শোণিত ধারা; লাল হয়ে যায় মাটি! এ তো বৃষ্টি ধোয়া মাটির রঙ নয়; ঝরে পড়া আমার ভালবাসার চিহ্নটুকু! মিশে যাচ্ছে পানিতে একাকার হয়ে। চিৎকার করে বলি- যেও না চলে; ফিরে এসো নিভৃতে নীরবে, আমার সাজানো নীড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon)
শেষ প্যারা তে আপনি কি বুঝেছেন জানি না. বললে ভালো হত. যাক আমি শেষে যেটা বুঝিয়েছি সেটা জানতে হলে দয়া করে আমার এই সংখ্যার "রক্তাক্ত অবগাহন" গল্পের পরিনতি পড়ুন. আশাকরি বুঝতে পারবেন. @ বিপুল ভাই
ফয়সাল আহমেদ bipul
আশা ,আবেগ , প্রাপ্তি , পেয়েছি কবিতায় l শেষ পেরাটার ভাব টুকু আমি এখনো ধরতে পারিনি , বা আমি একেকবার একেক ধরনের ভাব পাচ্ছি l সঠিকতা জানার জন্য , অনুরোধ করছি l
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।