শাশ্বত প্রাচীর

অবহেলা (এপ্রিল ২০১৭)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ১৩
  • ২৪
জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠাকাল বিস্মৃত হয়ে আছে দেয়ালটি
জ্ঞাত থাকাটাই জাতিস্বর পাপ-পূন্যের মানদন্ডে মূল্যায়িত
তবুও উচ্ছ্বল ঝর্ণার মত অপেক্ষায় থাকে
কেউ দেখে না, মুখ ঘুরিয়ে রাখে ফিঙে বাদুড় শ্বাপদেরাও।
পৌরাণিক কৌটায় অবরুদ্ধ করে রাখা আছে আর্তনাদটুকু
অনধিকার চর্চা করতে চায় দুর্বৃত্তের মত শৃঙ্খল ভেঙ্গে-
গলা চিরে যেটুকু বেরিয়ে আসে তাও প্রতিধ্বনিত হয়
অনূঢ়া আক্রোশে ফেটে পড়ে-
নিজেই চৌচির হয়ে জীবানাঞ্জলি দেয় মৃতার্ঘ্য চিতায়!
কেউ কর্ণপাত করে না- কেউ দেখে না-
যাবার সময় পানের পিক ফেলে ভালোবাসার অবহেলায়।
একটা ফড়িঙের ডানায় কিছু আবির মেখে উড়িয়ে দিয়েছিলাম
তাও দেখে ফেললো রংজ্বলা কাপড়ের প্রায় উলঙ্গ কাকতাড়ুয়াটি
ভ্রুকুটি করলো, যেন ভস্ম করে দিতে চাইলো আমাকে-
কেন? জানা হল না! কেউ যে কথা বলে না-
আমার ইচ্ছেগুলোর ভ্রূণ অবয়ব পেল না
ডিঙ্গাতে পারলোনা সেই বিজল্প শাশ্বত জারজ দেয়ালটিকে।
অঙ্কুরেই বিনষ্ট ছিল- ছড়ানো ছিল দিকভ্রষ্ট দিবসের শুক্রাণু-
অপলক অনিমেষে আড়াল করে রাখে মন্ত্রসিদ্ধ উৎকীর্ণ সংস্কার।
তবুও ভালোবেসে যায় নিতান্ত নিগূঢ় অবহেলায়-
বিস্মৃতির আড়াল থেকে উঁকি দেয়
ধূসর কল্পলোকের বেলা অবেলায়...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু তবুও ভালোবেসে যায় নিতান্ত নিগূঢ় অবহেলায়- বিস্মৃতির আড়াল থেকে উঁকি দেয় ধূসর কল্পলোকের বেলা অবেলায়... anek sundor kobita....anek valo laglo. kobi k dhonnobad.
মনিরুজ্জামান মনির ভালো । ভোট রইল । আমার পাতায় অগ্রীম দাওয়াত দিলাম ।
Lutful Bari Panna চমৎকার। খুবই ভালো লেখা শাওন।
এহতেশামুল হক আমিও গদ্য লেখা (আধুনিক কবিতা) লেখি আপনার মত। ভালে লেখেছেন । ভোট দিয়ে গেলাম ।
নাজমুল হুসাইন ভালো লিখেছেন,তবে আরো সহজ,সরল হলে আরো বেশি খীর জমে যেত।আপনার লেখায় মুনশিয়ানার পরিচয় মেলে, ভোট রেখে গেলাম ।চালিয়ে যান।আমার পাতায় আমন্ত্রন জানালাম।
জয় শর্মা (আকিঞ্চন) অসাধারণ আপনার কাব্য ভাবনা, লেখনী... শুভকামনা।
অনল গুপ্ত ভাল চালিয়ে যান লাইক আর ভোট দিলাম
কাজী জাহাঙ্গীর আমার ইচ্ছেগুলো অঙ্কুরেই বিনষ্ট ছিল- ছড়ানো ছিল দিকভ্রষ্ট দিবসের শুক্রাণু- শব্দের স্ফুরণ বেশ ঝাঁঝালো। অনেক শুভকামনা আর ভোট রেখে গেলাম।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪