আমি আজ তাদের কথা বলতে এসেছি,
নালিশ জানাতে এসেছি মানবতার কাছে।
কী মধুর গান করে কোকিল ঐনা গাছের ডালে,
কেন আমরা বিকৃত করি তার ঐ সুরটাকে?
কুকুর অতন্ত্র প্রহরী থাকে সারা রাত জেগে,
সকাল বেলা তাকে কেন মারি ঝাটা দিয়ে?
নদী আমাদের জল দেয় বাঁচার প্রয়োজনে,
কেন আমরা বিষমিশিয়ে মাছকে ফেলি মেরে?
শস্য শ্যামল সবুজে ঘেরা রূপসী এ বাংলা যে,
গাছ কেটে দুযের্াগ এনে কেন শসান করল এ বাংলাকে?
আমি আজ তাদের কথা বলতে এসেছি,
যারা বঞ্চিত নিস্পেশিত এ সমাজ থেকে।
আমি আজ তাদের কথা বলতে এসেছি,
যারা এক সাগর রক্তের বিনিময়ে এনেছে স্বাধীনতা।
আমি আজ তাদের কথা বলতে এসেছি,
যারা অস্ত্র হাতে নিয়েছিল অন্ন,বস্ত্র,বাসস্থানের জন্য।
আমি আজ নালিশ জানাতে এসেছি,
মানবতার দরবারে, মানবতার বিবেকের কাছে।
কোথায় আজ সেই সকল মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা,
যারা অস্ত্র হাতে নিয়ে স্বাধীন করেছিল এ দেশটা।
আজ কেন তাদের হাতে ভিক্ষার ঝোলা,
কে? কে? কে দিবে এ প্রশ্নের উত্তর?
আজ কেন এ বাংলায় মানবতার আত্নচিৎকার?
অন্ন চাই,বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই।
আজ আমি তাদের কথা বলতে এসেছি,
যারা একমুঠো অন্নের জন্য ঘুরে বেড়ায় দাড়ে দাড়ে।
আমি আজ তাদের কথাই বলতে এসেছি,
যারা স্বপ্ন দেখেছিল এ দেশটা সোনার বাংলা হবে।
আজ আমি মানবতার দরবারে নালিশ জানাতে এসেছি,
আজ সোনার বাংলায় কেন শিক্ষাঙ্গনে সন্ত্রাসের হুংকার।
জনসেবার নামে কেন চলছে অন্যায়,অত্যাচার,
অকালে কেন ঝড়ে পরছে তাজা নবীন প্রান।
আমি আজ তাদের কথা বলতে এসেছি,
যারা গরীবের রক্তচুষে গড়ছে সম্পদের পাহাড়।
সহায় সম্বলহীন হয়ে ধুকে ধুকে মরছে কত মানুষ
অন্ন নেই,বস্ত্র নেই, মায়ের বুকে দুধ নেই,
এরই নাম সোনার বাংলা, এরই নাম স্বাধীনতা।
আমি আজ তাদের কথা বলতে আসিনি,
যারা একাত্তুরে দেশটাকে করেছিল শসান।
কী বিভৎস, কী নরকীয় হত্যাযজ্ঞ করেছিল সেদিন,
কত মা-বোনের ইজ্জত লুটে নিয়েছিল হায়নার দল।
আমি আজ যুদ্ধাপরাধীদের বিচার চাইতে আসিনি,
লক্ষো প্রানের বিনিময়ে অর্জিত লাল-সবুজে পতাকা
আজ উড়ছে যুদ্ধাপরাধীর গাড়িতে; ছি! কী লজ্জা এ জাতির।
হায়রে দুভর্াগা দেশ! হায়রে দুভর্াগা জাতি,
তোর ললাটে তিলক এঁেক দিল ঐসব যুদ্ধাপরাধী।
আমি আজ তাদের কথা বলতে আসিনি
এসেছি আজ ওদের কবর রচনা করতে,
ঐ সব নরঘাতক হায়নার ফাঁসি হোক
এই বাংলার মাটিতে, জনতার আদালতে।
আমি আজ আমার কথা বলতে আসিনি
আসিনি বাংলার মানচিত্রটাকে পাল্টে দিতে,
আমি আজ এসেছি জনতার আদালতে
ক্ষমা চাইতে;বাংলামায়ের অযোগ্য সনত্দান বলে।
আমি আজ তাদের কথা বলতে এসেছি
বলতে এসেছি সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্ত্বচিৎকার,
এ দেশের জন্যই কী আমরা দিয়েছিলাম প্রান
হারিয়ে ছিলাম মা-বাবা,ভাই-বোন,স্ত্রী-সনত্দান।
এই কী আমার সোনার বাংলা; এই কী বাঙ্গালী জাতি,
আজ জনতার আদালতে; মানবতার কাছে প্রশ্ন রাখি।
০২ আগষ্ট - ২০১১
গল্প/কবিতা:
৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৫