বিস্তৃত ছায়া ছিল সে

পরিবার (এপ্রিল ২০১৩)

মামুন ম. আজিজ
  • ১৮
  • ৪২
সামাজিক সমস্যাগুলো ঘনীভূত হলেই যাতনাপাত হয়
ঠিক যেমন মেঘ আর বৃষ্টি-
কখনও ঘন কখনওবা ঢিমে।
কখনও সমস্যা রূপ বদলায়, আগ্রাসী হয়, বিভ্রান্ত হয়
শুরু হয় বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো কিংবা সুনামীর তোড়
অথবা নিয়মিত কিছু ধুলো ঝড়,
সামাজিক ভ্রান্তিতে জীবন ওলটপালট,
এলোমেলো বাতাস বয়ে যায় জীবনের গা ঘেঁষে, যে বাতাসে
দীনতা, পরাজয়, ভুল কিংবা চাওয়া না পাওয়ায় শুণ্যতা...
এসবই জীবনের সংগায় নিকোষ স্থান নিয়ে থাকে চিরন্তন...
তবুও এক ছাতির মত, যাতনার বারি রুখে দিত কখনও
কখনও শরণের ঘন চাদর, কিংবা এক বাদাম বৃক্ষের বিস্তৃত ছায়া হয়ে
সেই আশৈশব টিকে থাকার এক অমোঘ সুধা বলা যেতে পারে
কিংবা বলা যেতে পারে দৃঢ় ব্যক্তিত্বের প্রেমময়ী শাসক একজন,
আমার আপন পরিবারের অটুট বন্ধন;
আজ অভাবে যার বন্ধনের শক্ত টানে হাতদুটো ব্যথা হয়ে যায়,
নিজেকে সেই ছাতির মত আকার দিতে দিতে কালবেলা পেরিয়ে যায়,
তবুও সেই দীর্ঘ ছায়া হয়ে ওঠা হয় না কখনও, তবুও সেই
দৃঢ় ব্যক্তিত্বের স্মৃতি মনটাকে নাড়া দিয়েই যায়, দিয়েই যাবে
কারণ খুবই সরল- কারণ সে ছিল একটি পরিবারের প্রধান
...সে আমার জন্মদাতা পিতা।
তার স্থান নেয়া যায় না, কালের পীড়িতে কেবল রূপ নেয়া যায়,
নতুন পরিবার নিবন্ধন করা যায়,
আর প্রয়োগ করা যায় তাঁর স্মৃতি আর শিক্ষা প্রযুক্তি বানিয়ে
সামাজিক সমস্যার সব ঘনীভূত যাতনাপাত হতে বাঁচতে
এবং বাঁচাতে নিজ পরিবার এক আধুনিকতায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কনিকা রহমান সুন্দর কবিতা ... ভালো লাগলো ...
সূর্য প্রজন্মের অভিজ্ঞতায় নতুন প্রজন্ম ধনী হয় যদি সে অভিজ্ঞতা ধারন করে। কেউ কেউ হয়তো তা ধারণ করে তবে পুরো বাস্তবতা ভিন্ন। পিতার প্রতি অর্ঘ্য ভালো লাগলেও এ সংখ্যায় তোমার পুরোটুকু পাইনি মামুন।
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
মোঃ আক্তারুজ্জামান এলোমেলো বাতাস বয়ে যায় জীবনের গা ঘেঁষে, যে বাতাসে/দীনতা, পরাজয়, ভুল কিংবা চাওয়া না পাওয়ায় শুণ্যতা../এসবই জীবনের সংগায় নিকোষ স্থান নিয়ে থাকে চিরন্তন...- খুব ভাল লাগলো মামুন ভাই।
রনীল মামুন ভাইয়ের কবিতায় সবসময় এবস্ট্র্যাক্ট একটা ব্যাপার থাকে, দর্শন, যুক্তি, সমাজ- সব মিলিয়ে অনেকগুলো ব্যাপার থাকে, যে কারনে মাথা খাটানোর একটা ব্যাপার থাকে। সে তুলনায় এ কবিতাটি রচিত হয়েছে ভক্তি কে কেন্দ্র করে, সমাজ ও জীবন এসেছে, তবু ও ঠিক মন ভরেনি। ( আমি সাহিত্যকে একটু দূর থেকেই দেখতে ভালবাসি, ব্যক্তিগত অনুভুতি অথবা বন্দনা মূলক লেখা আমাকে ঠিক টানেনা)।
এস, এম, ইমদাদুল ইসলাম দক্ষিন এশিয়ার পরিবার ব্যবস্থাপনা,বিশেষ করে মুসলিম পরিবার ব্যবস্থাপনা নিয়ে ইরোপের এক গবেষক তাদের দেশগুলোতে এই প্রথা চালুর বিষয় লিখেছিলেন । তথ্যটা এইমুহুর্তে আমার কাছে নেই । তবে আপনার কবিতা পড়ে আমার সেটা মনে পড়ে গেল । অথচ আজ আমাদের সমাজে পরিবারের এমন বিজ্ঞানসম্মত কাঠামো ভেংগে ফেলার জন্য কিছু মানুষরূপী দানবেরা কাজ করে যাচ্ছে ।
মিলন বনিক ...সে আমার জন্মদাতা পিতা। মামুন ভাই...খুব সুন্দর আর সার্থক কবিতা.....অনেক অনেক ভালো লাগা......
নিরব নিশাচর বেশ ভাল লাগলো.. সুপাঠ্য...
এশরার লতিফ সুন্দর একটা কবিতা। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিল একজন আধুনিক ধূসর মানবের ভাষ্য .
ছালেক আহমদ শায়েস্থা আজ অভাবে যার বন্ধনের শক্ত টানে হাতদুটো ব্যথা হয়ে যায়, নিজেকে সেই ছাতির মত আকার দিতে দিতে কালবেলা পেরিয়ে যায়। খুব ভাল।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী