প্রাচীন রূপকথা

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

জলধারা মোহনা
  • ৪৮
  • 0
  • ২০
কানে কানে কে যেন বললো,
কোথায় এসেছি তাকিয়ে দেখো..
চোখ মেলতেই আছড়ে পড়লো রোদ্দুর।
কেন্দ্র থেকে দৃষ্টি ঘুরলো পরিধিতে,
একপাশে আবছা অরন্য যেন- পাতায় পাতায় একাকার অন্যপাশে বেশকিছু কুড়েঘর- মায়াময় আশ্রয়..
এ কোথায় এলাম!
ঘাসের বিছানা ছেড়ে উঠে পড়ি
এবার দৃষ্টির গন্তব্য সামনে,
গ্রাম্য পুকুর- আকাশের আয়না যেন;
চোখ বুজে শ্বাস নিলাম বহুক্ষন
এ গন্ধ পৃথিবীর কোনপ্রান্তেই নেই শুধু আমার
নিজস্ব গ্রামে- বাংলার প্রতিটি গ্রামের মতই,
কত ভালবাসা মিশে আছে তাতে- প্রকৃতির অসংখ্য উপাদান শুষে নিয়েছে যেন বাতাস।
হাটছি একমনে- চারপাশে কিশোরীর মত চপল দৃষ্টি রেখে.. কতসব পরিচিত হাসিমুখ,
কি যে অসম্ভব সুন্দর প্রকৃতি- রঙের উত্‍স যেন আজ।
মন ডেকে বলে এসব স্বপ্ন নয়তো?
নাহ, তা হতেই পারেনা..
হেসে উঠে নিজের হাতে চিমটি কাটি!
বলতে চাই, দেখো এখানেই আছি তা আর বলা হয়না;
ভেঙ্গে যাওয়া ঘুম
হয়তোবা ফিরে আসে
কিন্তু ভাঙ্গা স্বপ্ন কি কখনো জোড়া লাগে?
তাই আবার ফিরে আসে বিষন্নতা পরিহাস করে বলে,
বোকা মেয়ে এ শুধুই স্বপ্ন ছিল..
বাস্তবতা এখনো নির্মম।
আমার চারপাশে তাই শুধু রাতের নীরবতা,
পায়ের নীচে পিচ্ছিল শহুরে মেঝে,
দৃষ্টির গন্তব্য সীমাবদ্ধ- চারদেয়াল পর্যন্ত,
জানালার ওপাশে আকাশ নেই- অন্য কোন বাড়ির গোমড়া দেয়াল...
কে যেন আবার কানে কানে বলে,
বন্দি তুমি- এই ইট কাঠ পাথরের
আবদ্ধ নগরীতে। আমি দীর্ঘশ্বাস ফেলি,
আমার মুক্তি স্বপ্নে.. প্রাচীন রূপকথায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জলধারা মোহনা @Rakib ঠিকই বলেছেন..ধুসর এই শহরে আজকাল নিঃশ্বাস নিতে পারাটাই অনেক পাওয়া! আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ:)
rakib uddin ahmed সুন্দর কবিতা,পড়তে মজা লাগলো।এই যান্ত্রিক নগরে, রাতেও নীরবতা নেই, রাতে রাস্তায় ট্রাক চলে।নীরবতা শুধু সাউন্ডপ্রুফ রুমে , সেখানেও অবশ্য এ.সি.'র আওয়াজ ফ্রী পাওয়া যায়।আর মোহণীয়তা?....."আহা !কী যে সুখ.".....-আমাদের এই নিত্য জীবনে...,thnx@মোহনা,মোহনীয় কবিতার জন্য।
জলধারা মোহনা @Nilanjona ও সীমা আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপু:)
জলধারা মোহনা @Borhan, Akhteruzzaman, রোদের ছায়া অনেক অনেক ধন্যবাদ:)
জলধারা মোহনা @ফজলুল, জাকারিয়া, মামুন, সুমন অনেক অনেক ধন্যবাদ:)
জলধারা মোহনা @তৌহিদ, মানিক, সোহেল, তানভীর, zero, shariful অনেক ধন্যবাদ:)
জলধারা মোহনা @মিজানুর, পিটল, লুতফুল, মগজ অনেক অনেক ধন্যবাদ:)
জলধারা মোহনা @বশির, রানা, মাহবুব, কুমার, শুভ অনেএএএক ধন্যবাদ:)
জলধারা মোহনা @খোরশেদুল, শামছুল, Nirob, Nahid অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া:)
জলধারা মোহনা @আবু ওয়াফা, পলাশ, ajoy, HALIM অনেক ধন্যবাদ:)

১৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৪৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪