বসন্তবিলাস

অন্ধ (মার্চ ২০১৮)

জলধারা মোহনা
  • ১৫
  • ৯০
মানব,
তুমি বলেছিলে ভালোবাসা মানে
প্রেম আর বিশ্বাসে মোড়ানো বন্ধুত্ব..
আমার মনে হয় ভালবাসা হলো
অদৃশ্য আলোর মাঝে দৃশ্যমান অন্ধত্ব!
এইসব দূর্বোধ্যতা নাহয় কবিতায় থাক,
গল্পের শেষ থেকে শুরু করা যাক..
শীতের রাজত্ব তখন সবে হাতছাড়া হলো,
বলা নেই কওয়া নেই আচমকা বসন্ত এলো!
তবে ফুল পাখি আর বাসন্তী শাড়ি
মানেই কিন্তু সকলের বসন্ত নয়..
প্রিয়তমেষুর হাতে হাত রাখলেই
কারো কারো বসন্ত উৎসব শুরু হয়!
উদাহরণ চাও?
তুমি পাশে দাড়াতেই দুপুর পালিয়ে বিকেল..
ধুসর পিচের রাস্তায় ফুটে আছে শিমুল,
শহুরে যান্ত্রিকতা ছিড়ে ডাকছে কোকিল!
আর আমরা দুজন ভালোবাসার অন্ধতায়
হয়ে উঠেছি বসন্তের প্রতিচ্ছবি!

-তোমার মানবী
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Fahmida Bari Bipu হুউম, কবিতা অনেকদিন পড়া হয় না। তবে জলধারা মোহনা'র অসাধারণ অভিব্যক্তিমাখা কবিতা পড়ার জন্য হলেও মাঝে মাঝে আসা যেতেই পারে। চমৎকার লাগলো। ভাব...ভাষা! পরিণত কবিতা বলতে যা বোঝায় তা পাই তোমাদের কবিতায়। (কাদের কথা বলছি জানো নিশ্চয়ই, তুমি, তানি, পণ্ডিত মাহি আর পান্না ভাই। :) আমার প্রিয় চতুর্জন কবি।) শুভেচ্ছা মোহনা।
আবু রায়হান মিছবাহ বেশ ভালো হয়েছে। শুভ কমনা রইল।
মাহ্ফুজা নাহার তুলি valo laglo.....suvokamona roilo
আপু সবখানে চমৎকার মন্তব্য করেছেন। আমার গল্প কবিতায় আমন্ত্রণ রইলো।
অনেক ধন্যবাদ আপনাকে :)
মোঃ মোখলেছুর রহমান তবে ফুল পাখি আর বাসন্তী শাড়ি মানেই কিন্তু সকলের বসন্ত নয়......ভাল ভাবনা,ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও :)
কারিমুল ইসলাম ভাল। ভালবাসার অন্ধতায় প্রতিচ্ছবি নয়, প্রতিমূর্তি হয়ে উঠুন বসন্তে দুজন
সেলিনা ইসলাম খুব ভালো লাগল। শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু :)
সাদিক ইসলাম সুন্দর। শুভ কামনা ও ভোট রইলো। সময় পেলা কবিতায় আসবেন।
অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই আসবো।
সামাউন বিন আজিজ অনবদ্য,,,,, রিকশা ভাড়া বৃথা যায় নি,,,,,,:)
তাই নাকি? তাহলেতো ভালোই হলো.. পয়সা উসুল বলা যায় :)
সালসাবিলা নকি এক কথায় চমৎকার!
ওয়াহিদ মামুন লাভলু ফুল পাখি আর বাসন্তী শাড়ীর মাঝে যে বসন্ত তার চেয়ে প্রিয়জনের হাতে হাত রাখার বসন্ত উৎসবই ভালো। কারণ হাতে হাত রাখার বসন্তের মাঝে প্রেম ও ভালোবাসা সুনিশ্চিত। আর জীবনের জন্য তথা বেঁচে থাকার জন্য তো প্রেম ভালোবাসাই চালিকাশক্তি। অনেক অনেক ভালো লাগলো। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অশেষ শুভকামনা রইলো।
দারুণ বলেছেন.. আমিও অমনটাই ভাবতে ভাবতে লিখেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে :)
আপনি তো অনেক মানসম্পন্ন কবিতা লেখেন। আপনার কবিতায় মন্তব্য করার যোগ্যতাই আমার নেই। তবুও করেছিলাম। আর এখন আপনার উত্তর পেয়ে মনে হচ্ছে কবিতা কিছুটা হলেও বুঝতে পারি আর কি! অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৪৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪