সেদিন গগনে করিছে খেলা
পবন অনাবিত প্রাণের দোলায় দোলিছে দোলা ।
স্তব্ধ নীল যবনিকার খোলেছে পরশ ডানা ,
আকষ্মিত ধরণীর মাঝে এ যেন নূতন পূরবী ।
প্রভাতে মায়ের ডাকে ,
শিওরে উটিলেম খাটে "
বাতায়ন ধারে পাঁখ পাখাঁলীর চেছামেছীর গুঞ্জনের সাথে ।
নিদ্রা হতে উটি বসিলেম লোকালয়ের অদূর ফাঁকে
কহিলেম /
মা --
আজকের এই প্রভাতটাকে আমি কি কখনো দেখেছি আগে ।
এত সুন্দর , এত শুভ্র, এত মণিহার ,পরিধার চারিপাশে ।
অবধেই মায়ের উচ্ছ্বসিত বানী বর্ণনাতে ,
তোইতো জানিসনে বোকা ---
আজি শুভ নববর্ষের অন্দোলিত স্বদেশ পরতে পরতে ।
আকাশে, বাতাসে , মাতৃকার ,সুমহার,
হিমাদ্রিরাও বেঁধেছে বন্ধন আপন কলতানে ।
নূতন ধানে শিশিরের ভাজে কৃষাণরা ধরেছে ভাটিয়ালি গান ,
মা বকিছে / যা- না- ঘরের বাহিরে ,
দেখে আয় সেই নিত্য সুরের মুলতান ।
অদূরে মাঝির পাগল পারা সুর /
যেন মধুর হয়ে বাজিছে আমার বক্ষিনে ।
আত্মহারা প্রাণ , হে নববর্ষের আহ্বান
আপনারে মনে মনে গুনিলেম আপন কুণ্ডিতে ।
বয়স তখন তের - চৌদ্দ্যের মাঝ পথে
কে যেন আমি নব জন্মের আমার ধারে
রচিতে শিখেছি আপনারে ।
সবুজ , সুফলা, শ্যমল ,বাংলা ,
শিউলি , বকুল , গন্ধে মুহরিত প্রাণের আবেশ
সে অবাগ রবি অন্ন রবির বিশেষ ।
হে নববর্ষ ---
তুমি কোথাই ছিলে এত দিন
তুমি বারতা লয়ে আসনী কেন ,
বাংলা ঘরে ঘরে প্রতিদিন ।
তুমি জাননা ----
তোমার হিমেল হাওয়াই ,
আমি মিশে আছি একা কার হয়ে ,
বহুবার ,বহুধার , পলক্ষন করেছি তোমায় ,
ঐ মায়ের আঁচলে লুকিয়ে \\
৩১ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪