পরজীবী

লাজ (জুন ২০১৮)

মোঃ জামশেদুল আলম
  • ৮০২
তোমার যে পৃথিবী, আমারো এক-ই পৃথিবী।
তবুও তুমি শ্রেষ্ঠ আর আমি উচ্ছিন্ন।
এই ঘামে ভেজা বুকেই একদা নাক ডুবিয়ে ভালোবাসা খুজতে।
ছেঁড়া জুতার সাথে তাল মিলিয়ে হেটে বেড়াতে।
সিগারেট খাওয়া কালো ঠোটে তৃষ্ণা মেটাতে।
তোমার যে নিশ্বাস, আমারো একই নিশ্বাস।
তবুও তুমি রানী আর আমি প্রজাপতি।

চারটা চোখ আর একটা স্বপ্ন,
কাটছাঁট করা সংসারের গল্প।
আমার-ই বেশি চাওয়া, তোমার অল্প।
তোমার যে বিশ্বাস, আমারো একই বিশ্বাস।
তবুও তুমি বিশ্বাসী আর আমি স্বৈরাচারী।

মিথ্যা বলা শিখিনি,
মিথ্যা জীবন দেখিনি।
গোল গোল মিথ্যা পৃথিবীতেই আমার এখন বসবাস।
তোমার ভিন্ন জীবন, আমার ভিন্ন জীবন।
একাকীত্বতা শিখিয়ে গেছো,
বাঁচতে শেখাওনি।
তবুও তুমি সুখী আর আমি পরজীবী।

আমার লাজ নেই এক-ই গন্ডিতে ঘুরি।
তুমি-ই আমার কক্ষপথ,
তোমার চারপাশেই পরিভ্রমণ করি।
তোমার যে ছায়াপথ আমারো একই ছায়াপথ।
তবু আমার ছায়া তোমাকে পথ দেখায় না।
তুমি এখন দূরের কোন অচেনা গ্রহ।
খুব চেনা বিষাক্ত কোন মোহ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত কবিতাটি পড়ে খুব ভাল লাগল । বিশেষ করে কবিতার শুরুটা বেশ চমৎকার । ভোট সহ শুভকামনা রইল ।
অনেক অনেক ধন্যবাদ। অনুপ্রেরণা বজায় রাখবেন। চেষ্টা করছি পুরোটাই যেনো ভালো লাগে।
মোঃ নুরেআলম সিদ্দিকী আমার লাজ নেই এক-ই গন্ডিতে ঘুরি। তুমি-ই আমার কক্ষপথ, তোমার চারপাশেই পরিভ্রমণ করি। তোমার যে ছায়াপথ আমারো একই ছায়াপথ। তবু আমার ছায়া তোমাকে পথ দেখায় না। তুমি এখন দূরের কোন অচেনা গ্রহ। খুব চেনা বিষাক্ত কোন মোহ। চমৎকার কবিতা। আমার কাছে অনেক ভালো লেগেছে। বরাবরের মতই শুভকামনা রইল। ভালো থাকুন ...
আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।
রবিউল ইসলাম খুব সুন্দর হয়েছে প্রিয় কবি।
আপনাকে ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য।
সেলিনা ইসলাম "নির্লজ্জ ভালোবাসা"! চমৎকার লাগল। তবে আরও বেশি বেশি কবিতা পড়ুন। শব্দ একটু এদিক ওদিক করলে পুরো কবিতার গভীরতাই পরিবর্তন হয়ে যায়। চেষ্টা ভালো লাগল। আরও কবিতা পড়ার প্রত্যাশায় শুভকামনা।
অনেক অনেক ধন্যবাদ, সুচিন্তিত উপদেশমূলক মন্তব্যের জন্য। আসলেই কিছুদিন পড়া হচ্ছেনা। কথা দিচ্ছি আবার পড়াশোনায় ফিরে যাবো।
অনেক অনেক ধন্যবাদ, সুচিন্তিত উপদেশমূলক মন্তব্যের জন্য। আসলেই কিছুদিন পড়া হচ্ছেনা। কথা দিচ্ছি আবার পড়াশোনায় ফিরে যাবো।
তানি হক কবি ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ অপূর্ব এই কবিতাটির জন্য।
আপনাকে স্বাগতম! অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
Shamima Sultana আমার খুব ভাল লেগেছে। চারটা চোখ আর একটা স্বপ্ন, কাটছাঁট করা সংসারের গল্প। আমার-ই বেশি চাওয়া, তোমার অল্প। তোমার যে বিশ্বাস, আমারো একই বিশ্বাস। তবুও তুমি বিশ্বাসী আর আমি স্বৈরাচারী।এম্নি হয় সব সময়। ভুল বোঝাবুঝি তখন শুধুই দোষ খোঁজা । ভোট দিয়ে গেলাম। আমন্ত্রণ আমার পাতায়। সঙ্গে থাকবেন সব সময়
অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রাণিত হলাম। আপনার জন্য শুভ কামনা রইলো।
মাইনুল ইসলাম আলিফ অসাধারণ , অসাধারণ হয়েছে রোমেল ভাই।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার গল্প কবিতার পাতায়।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো।
নুরুন নাহার লিলিয়ান কবিতায় আবেগ আছে বেশ । তারপর ও কোথাও কোথাও যেন খাপ ছাড়া মনে হয়েছ। শুভ কামনা
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে অবশ্যই আরো ভালো করার চেষ্টা করবো।
মোঃ মোখলেছুর রহমান চর্চা চলুক এই প্রত্যাশা। পাতায় আমন্ত্রণ রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভালোবাসার লাজ এবং লাজহীনতার কিছু বক্তব্য।

১৩ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪