শুভ বৃষ্টি

বর্ষা (আগষ্ট ২০১১)

মাধবী লতা
  • ২৬
  • 0
  • ১০
দিন দিনান্তের ক্লান্তি আর গতিময়তা পেরিয়ে,

কান্নার গহিন থেকে উঠে আসা রাত্রি শেষে,

শুভ বৃষ্টি এলো, আজ সকালে ।

সূচনা হল নতুন এক বর্ষাস্নাত ভোরের,

ঝলসে উঠল হৃদয় গহিনের হাজার স্বপ্নসাধ –

যে স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়েছিল এমনই বর্ষার রাতে ।

সেই স্বপ্ন ফিরে এলো এই সকালে ।

কুঞ্জবনে মাধবির ঘ্রাণ কাছে টানে ,

দূরে নিয়ে যায় বাস্তব পৃথিবী থেকে ।

ঊর্ধ্বলোকে আজ জলসা বসেছে যেন ,

নেচে চলেছে স্বর্গের কোন অপ্সরী ।

তার নূপুরের রিনিঝিনি ঝংকার

ছড়িয়ে পরেছে সমগ্র বিশ্বলোকে,

নক্ষত্রলোক ছাড়িয়ে আরও দূরে ......

মহাকালের শেষ সীমানা পর্যন্ত ।

দিক দিগন্ত ছাড়িয়ে সেই বৃষ্টি ,

স্পর্শ করল আমার অন্ধকার হৃদয়কে ।

সে ভিজিয়ে দিল আমার তৃষ্ণার্ত মনকে ।

বৃষ্টি এলো বিগত দিনের স্মৃতি ধুয়ে নিতে,

কান্না হয়ে যা আশ্রয় নিয়েছিল চোখে ।

হয়ত আমায় নতুন করে বাঁচাতে এলো এই শুভবৃষ্টি ।

হে বরষা – আমায় তুমি সিক্ত করো ,

পবিত্র করো তোমার বিশুদ্ধ জলে ।

আজ আমার নিমন্ত্রণ ঊর্ধ্বলোকে,

বর্ষা বরনের জলসা ঘরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য আমার কাছে মনে হলো কবিতায় গতির কিছুটা অভাব আছে। [কুঞ্জবনে মাধবির ঘ্রাণ কাছে টানে ,/দূরে নিয়ে যায় বাস্তব পৃথিবী থেকে ।/ঊর্ধ্বলোকে আজ জলসা বসেছে যেন ]
Akther Hossain (আকাশ) অনেক ভালো লাগলো !
শামীম আরা চৌধুরী আমারও হৃদয় স্পর্শ করলো। সুন্দর
খোরশেদুল আলম পবিত্র করো তোমার বিশুদ্ধ জলে । //মনের ভাব সুন্দর এক চাওয়ায় প্রকাশ হয়েছে। খুব ভালো লাগলো
মোঃ আক্তারুজ্জামান অনেক সুন্দর কবিতা তাই অনেক অনেক শুভ কামনা|
প্রজাপতি মন হে বরষা – আমায় তুমি সিক্ত করো , পবিত্র করো তোমার বিশুদ্ধ জলে । আজ আমার নিমন্ত্রণ ঊর্ধ্বলোকে, বর্ষা বরনের জলসা ঘরে । অপূর্ব!
মিজানুর রহমান রানা বৃষ্টি এলো বিগত দিনের স্মৃতি ধুয়ে নিতে, কান্না হয়ে যা আশ্রয় নিয়েছিল চোখে ।------------অপূর্ব। লেখার ভক্ত হয়ে গেলাম। ভোট দিলাম। শুভ কামনা।
পন্ডিত মাহী আমায় নতুন করে বাঁচাতে এলো এই শুভবৃষ্টি । হে বরষা – আমায় তুমি সিক্ত করো , পবিত্র করো তোমার বিশুদ্ধ জলে
ম্যারিনা নাসরিন সীমা আজ আমার নিমন্ত্রণ ঊর্ধ্বলোকে, বর্ষা বরনের জলসা ঘরে ।- তোমার লেখায় ধার আছে ।লিখতে থাকলে আরও ভাল করবে । ভাল লাগলো ।

১৩ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫