তারপর বৃষ্টির দিন

বৃষ্টি (আগষ্ট ২০১২)

মো. রেজাউল করিম
  • ২৫
  • 0
  • ২১
একটি সবুজ চিঠি তাকে দেব বলে রেখেছিলাম
যত্ন করে । কিন্তু, তাকে দিতে পারলাম কই ?
তার আগেই তো সে চলে গেল
দূরে - বহু দূরে –

সে দিন ছিল বৈশাখ মাস । ঝাঁ ঝাঁ রোদ্দুর ।
পিয়াসায় ছাতি ফাটে অবস্থা ।
চার ধারে শুধু কাকা ডাকে
আর সব চুপ । কা কা কা ।
ঘরে গুমোট গরম, সময় থমকে আছে
এমন সময় তাকে চিঠি লিখলাম,
চিঠি লিখলাম তাকে –
লিখলাম – বসন্ত আসবে -
বৈশাখের পর জ্যৈষ্ঠ, তারপর
আষাঢ় শ্রাবণ, তারপর কিছুদিন,
তারপর একদিন বসন্ত ।
তাকে লিখলাম – নতুন কুঁড়ি গজাবে
শাখায়, গাছ লতা পাতা সতেজ হবে
ফুল ফুটবে – লিখলাম তাকে – ফুল ফুটবে
অগনিত, ঝাঁকে ঝাঁকে,
কৃষ্ণচূড়ার ডালে লাল বন্যার মত ।
চিঠিটা তাকে দেব বলে রেখে দিলাম যত্ন করে
কিন্ত তাকে দিতে পারলাম কই ?

সেই যে আষাঢ় এলো, তার পর শ্রাবণ,
ভরা বর্ষার দিনে সে চলে গেল সাম্পান চড়ে ।
আমি তীরে ছিলাম - তাকে বিদায় দিলাম -
শুধু চিঠিটাই দেয়া হল না ।
বড় বড় ঢেউ তুলে সে চলে গেল দূরে
বহু দূরে - বড় বড় ঢেউ তুলে
বৃষ্টি ভেজা নদীর জলে; শো শো বাতাস -
চারদিকে বৃষ্টির সাদা চাদর,
সঅব ... সব কেমন ঝাপসা লাগে ।

সে দিন থেকে আমার সব শ্রাবণ দিন;
বিস্তীর্ণ ধান খেতে দাঁড়িয়ে একা
মাথার উপর ঝুম বৃষ্টি, শো শো বাতাস -
ধান ক্ষেত উথাল পাথাল
উন্মক্ত মাতাল – বাতাস – বৃষ্টি – হিম –
বৃষ্টির ঝাপসা সাদা চাদর
আমি খোলা আকাশের নিচে কাক ভেজা হই ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ বিরহ উদ্দামতায় সমাপ্তি টানা কবিতাটি ভালো লাগলো বেশ ।মোবারকবাদ কবিকে ।
সালেহ মাহমুদ বেশ হয়েছে। ধন্যবাদ কবি।
আহমেদ সাবের বেদনা-রসে সিক্ত একটা কবিতা - "সে দিন থেকে আমার সব শ্রাবণ দিন"। কবির অনুভূতি মর্মে মর্মে অনুভব করলাম। বেশ ভাল লাগল কবিতা।
মোহাঃ সাইদুল হক কবিতাটি আমার খুব ভাল লাগলো ।ধন্যবাদ শুভ কামনায়
মিলন বনিক খুব সুন্দর কবিতা...ভালো লাগলো...শুভ কামনা...
ধন্যবাদ ত্রিনয়ন ভাই
রোদেলা শিশির (লাইজু মনি ) মুগ্ধ হবার মতই লেখা ...। তাই কার্পণ্য না করে ... নাম্বার দিলাম ।
ধন্যবাদ রোদেলা আপু
মোহাঃ সাইদুল হক কবিতাটি খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো।
ধন্যবাদ সাইদুল ভাই
নৈশতরী আশ্চর্য ! এত সুন্দর একটা কবিতা অথচ কেউ যথাযথ মুল্যয়ন করছে না, কবি তো হতাশ হয়ে যাবে নিজের ওপর কুত্সিত মনে হবে তার সৃষ্টিকে ! রেজাউল ভাই আপনার অভূতপূর্ব অনুভুতি শক্তি আছে, আপনার ববিতা বা কমেন্ট ভালো করে খেয়াল করলে বোঝা যায় ! ভাই সত্যি আপনার কবিতা আমার মনে ধরেছে ! ভালো থাকবেন ভাই !!
আরেব্বাস ! আপনিও ভালো থাকবেন ।
আবু ওয়াফা মোঃ মুফতি বেশ সুন্দর!
ধন্যবাদ আবু ওয়াফা মোঃ মুফতি ভাই

১২ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪