আজ সকাল থেকেই আকাশের মন ভীষন খারাপ – কে বলবে এখন ভরদুপুর সকাল থেকে ঝমঝম বৃষ্টি পড়েই যাচ্ছে এমন দুপুরে কাঁথা মুড়ি দিয়ে ঘুম বেহেস্তি শান্তি । মজনু মিয়া যত্নের সাথে তাই করে যাচ্ছিল – ঘরে চাল নেই একটা রাম ধমক খেয়ে বৌটা প্যানপ্যানানি বন্ধ করেছে; প্যাকেটের শেষ বিড়িটা একেবারে গোড়া পর্যন্ত টেনে ভুখা পেটেই মজনু মিয়া বেহেস্তি স্বাদ টেনেই যাচ্ছে – এই ভরদুপুর পর্যন্ত কিন্তু, আর পারা যাচ্ছে না । পাঁচ বছরের মেয়েটার কান্নার চিৎকার মাথার ভেতর ঝনঝন করছে শেষে টিকতে না পেরে মজনু মিয়া বৌয়ের কোলে বসা মেয়েটার গালে একটা চড় বসিয়ে এই ঝমঝম বৃষ্টিতেই বেরিয়ে গেল – সচ্ছল গৃহস্থরা আজ বের হয় নি তাদের গরুগুলোর জন্য ঘাষ কেটে নিলে কিছু পাওয়া যেতে পারে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য
এ ধরনের লেখাগুলো কবিতা হিসাবে মেনে নেয়ার মন আমার এখনো হয়নি। কি জানি আমার অজ্ঞানতাও হতে পারে........... তারচেয়ে অপূর্ণাঙ্গ একটা গল্পের শুরু বলেই বেশি মনে হলো।
খন্দকার নাহিদ হোসেন
এ ধরনের কবিতাগুলো রচনা স্টাইল এ লেখাই ভালো। তাহলে হয়তো মাহি কিংবা তানভীর ভাই অভিযোগ করতে পারতো না। অনেক পরিণত একটা লেখা। তো কবির কাছে সে বনের অপেক্ষায় থাকলাম। আর লেখা দেখে মনে হচ্ছে কবি চাইলেই সামনে তা পারবে। ও ভাইয়া, এ ভুবনে তোমায় স্বাগতম।
তানভীর আহমেদ
লাইনগুলোকে পাশাপাশি সাজালে কিছুতেই এটিকে আর কবিতা বলে মনে হবে না। মনে হবে কোনো লেখার সারাংশ। কবিতায় কবিত্ব ফুটে ওঠে নি। পন্ডিত মাহি ভাইয়ের সাথে একমত। দৃষ্টি আকর্ষণ : ভীষন=ভীষণ।
পন্ডিত মাহী
মনে হচ্ছিল এক একটা গদ্যের লাইনের মাঝের থেকে কেটে আর একটি লাইন করেছেন। কবিতাটি ভালো তবে প্রথমে যেটুকু বললাম সেটি ছাড়া। তবে কবি হিসেবে আপনার ধারনার সাথে আমার ধারনা নাও মিলতে পারে। আশা রাখি মিলবে না।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।