বড়ই আশ্চর্য জাতি আমরা

স্বাধীনতা (মার্চ ২০১১)

প্রদ্যোত
  • ১৬
  • ১০৭
বড়ই আশ্চর্য জাতি আমরা
চমৎকার আমাদের হজমশক্তি।
যত তাড়াতাড়ি সব হজম করি
ততই দ্রুত ভুলে যাই সবকিছু -
মা, মাতৃভাষা, জাতীয় সংগীত
৪৭, ৫২, ৬৯, ৭১ অত:পর ২০০৯ সব হজম!
বাহ:রে আত্মভোলা!
হয়তো এভাবেই এক সময় ভুলে যাবো -
আমরা বাঙালী ছিলাম!
যখন প্রতিপক্ষের ক্রমাগত আগ্রাসনে
বিলীন হয়ে যাবে অস্তিত্বের শেষ চিহ্ন।

যখন দেশ-মাতৃকার জন্য কোন প্রাণ বিসর্জিত হয়,
আমরা সান্ত্বনা নেই -
নিজের বাবা, ভাই কিংবা নিকট আত্মীয় তো মরেনি!
যখন কোনো মা কিংবা বোন লাঞ্ছিত হয়,
নিজের কেউ নয় বলে হাঁফ ছেড়ে বাঁচি!

দিনেদিনে বড়ই বেহায়া হচ্ছি আমরা!
নির্লজ্জতায় সীমাহীন -
নিজের নয়, নিজের নয় বলে
চরম আত্মকেন্দ্রিক কিংবা পশুতে রূপান্তরিত!
এটা কোন জাতিসত্তা হতে পারে না।
কুকুর, বিড়াল কিংবা হিংস্র জানোয়ারেরও
স্বজাতির প্রতি মমত্ব থাকে,
অথচ আমরা! কি অবলীলায় ভুলে যাই স্বজাতির কথা।

ভঙ্গুরপা্রয় বাঙালী জাতিসত্তাকে তিরস্কার করে বলছি -
ঘুমন্ত যুব সমাজকে ধিক্কার দিয়ে বলছি -
কাপুরুষ, ঘরকুনো, আত্মকেন্দ্রিকদের
চরম ঘৃনাভরে বলছি -
এভাবে বেঁচে থাকাকে বেঁচে থাকা বলেনা,
পিশাচ-শত্রুকে আলিঙ্গনে বাঁধাকে মহত্ব বলেনা,
পাশবিকতার সাথে নমনীয়তাকে আহম্মকি বলে!


এখনও সময় আছে,
ঐক্যের হাতিয়ারে সুসজ্জিত হয়ে
আর একবার পথে নেমে আসো,
আর একবার -
"যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো"

বাংলা-মা আজ ব্যথায় বড্ড কাঁতর
তাকে বলে দাও -
আমরা অকৃতজ্ঞ সন্তান নই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফাতেমা প্রমি অনেক ভালো লাগলো....সত্যি {''আর একবার - "যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো"} বলার মত নেতৃত্ব দরকার....
অলক চক্রবর্তী অত্যন্ত চমৎকার শব্দ গাঁথুনি! কবিমন যথেষ্ট আশাবাদী ভবিষ্যতের ব্যাপারে। কিছু শব্দ পাঠক কে উদ্দিপ্ত করে, "যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো" ... আহ্বান জানায় দেশের প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখতে। কিছু শব্দচয়নে ভ্রান্তি মূল ভাবকে আহত করেনা, তারপর ও কিছু ইডিটিং প্রয়োজন। "ভঙ্গুরপা্রয় বাঙালী জাতিসত্তাকে তিরস্কার করে বলছি - ঘুমন্ত যুব সমাজকে ধিক্কার দিয়ে বলছি - কাপুরুষ, ঘরকুনো, আত্মকেন্দ্রিকদের চরম ঘৃনাভরে বলছি - " কবি এখানে ঘুনে ধরা সমাজ ও সমাজিদের আঁতে ঘা দিয়ে জাগাতে চেয়েছেন। এই আহ্বান আবেগী নয়, সময়ের প্রয়োজনে। আমার শুভকামনা রইলো!
বিষণ্ন সুমন দাদা আপনি তো অনেক ভালো লিখেন. তা একটিবার কষ্ট করে হলেও আমার লিখা অপেক্ষা গল্পটা ও অন্য কবিতা গুলু পড়বেন প্লিজ. ধন্যবাদ আপনাকে.
Sujon "হয়তো এভাবেই এক সময় ভুলে যাবো - আমরা বাঙালী ছিলাম!" এটাই আমাদের জন্য ভবিষৎ বাণী!!!!!!!!!!!!! ধন্যবাদ ভাই যুগপোযোগী কবিতার জন্য! আমার পক্ষথেকে একটি ভোট দিলাম
মেহেদী আল মাহমুদ আপনার কবিতার বক্তব্য ভালো লেগেছে।
প্রদ্যোত সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য এবং সমালোচনার জন্য. বানান, চন্দ্রবিন্দুর ভুল ইত্যাদি ফন্টএর কারণে হযেছে. আমি লিখেছিলাম অন্য ফন্টে. এডিটিংএর সময় হয়ত পরিবর্তন হয়ে যেতে পারে. আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন... শুভেচ্ছান্তে ... আপনাদের প্রদ্যোত

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪