একুশোত্তম

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

প্রদ্যোত
  • ৩৪
  • 0
একুশ তুমি প্রদীপ্ত চেতনায়
আগুন জ্বালিয়ে কৃষ্ণচূড়ার ডালে,
ভাষার দাবিতে শ্লোগান-মূর্ছণায়
রাজপথ করে রঞ্জিত লালে লালে।

এগিয়ে নিয়েছো বিপ্লবী সন্তানে
মা ও মায়ের ভাষারই সন্মানে,
উন্নত শিরে তারুণ্য হেটে চলে
বুলেট-বিদ্ধ শুদ্ধ রক্ত-স্নানে।

একুশ তুমি সালাম, রফিক
মিশে আছো কতো নামে,
মায়ের ভাষাকে কিনেছিল যারা
বুকের খুনের দামে।

অশ্রু-নয়নে প্রভাত-ফেরীতে
কোটি বাঙালীর প্রাণে,
মিশে আছো তুমি শহীদ-বেদীতে
পলাশ-শিমুল ঘ্রানে।

তোমাতেই প্রাণ, বিদ্রোহ আর
ঐক্যের হাতিয়ার,
এ মাটির বুকে মুক্তি আনতে
গর্জেছে বারবার।

একুশ তুমি বুকের রক্তে
রাঙায়ে দিয়েছো বেশ (পরিধেয়),
স্বাধীনতা তুমি সাগর রক্তে
গড়েছো বাংলাদেশ।

মনে মনে দীপ জ্বেলেছো একুশ
করেছো অঙ্গীকার,
রক্ত-সূর্য এ মাটি ফুঁড়ে
উঠবেই একবার।

স্বাধীনতা এলো বিজয়ের পথে
পরাধীন হলো শেষ,
বিজয় এসেছে বজ্রের মতো
ভেঙে ভয়-বিদ্বেষ।

তবুও বিজয় পাইনিকো যেন
হাহাকার শত প্রাণে,
ছুটে যাই তাই শহীদ মিনারে
“আমার ভাইয়ের রক্তে রাঙানো …” গানে।

যখন সমুখে দন্ডায়মান
বিবিধ অত্যাচার,
ঐক্যের সুরে বিদ্রোহী হই
প্রেরণা শহীদ মিনার।

মুঠো মুঠো প্রাণ তুলে নেই সেথা
বলিষ্ঠ চেতনার,
দ্রোহ আর ক্ষোভে প্রতিজ্ঞ হই
শৃংখল ভাঙবার।

ফাগুনের সেই আগুন
ছড়ানো দিন,
ভুলি নাই মোরা
সেই সে রক্ত ঋণ।

তোমার প্রেরণা
অনূরণ তোলে গানে,
ছ’দশক পরে শত-সহস্র
নবীণ সতেজ প্রাণে।

একুশ তুমি এমনি করেই
যুগ-যুগান্ত ধরে,
জাগিও প্রেরণা তরুণ হৃদয়ে
প্রতি বাঙালির ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন এক কথায় চমৎকার একটা কবিতা। তো কবিকে ভালোবাসা জানিয়ে গেলাম...।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১২
রনীল N/A UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# আপনার প্রোফাইল পিকচারটা হঠাৎ দেখে মনে হয়েছিল- একটা আগুনের ভুত হেঁটে যাচ্ছে... প্রোফাইল পিকচার হতে আগুনের ছটা কবিতাতেও কিছুটা এসে গেছে। কবিতাটির আবৃত্তি শুনতে পারলে আরো ভালো লাগতো...
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য কবিতা অনেক ভাল লেগেছে রয়। বেশি বলে লাভ কি? আমাদের ভোট তো আবার নিবা না................................. :-(
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১২
ম্যারিনা নাসরিন সীমা ছন্দের ভাঁজে ভাঁজে চমৎকার সব আবেগের কথা বলে গেলেন । খুব ভালো লাগল ।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি অনেক ভালো লাগলো...................
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১২
জালাল উদ্দিন মুহম্মদ একুশ তুমি এমনি করেই / যুগ-যুগান্ত ধরে, / জাগিও প্রেরণা তরুণ হৃদয়ে / প্রতি বাঙালির ঘরে। // -------- সুন্দর ছন্দময় কবিতা। ভাব ও প্রকাশভঙ্গী সাব্লীল।অভিনন্দন। কবি।
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১২
মোঃ আক্তারুজ্জামান ছন্দময় কথামালা- দাদা খুব ভালো লিখেছেন|
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১২
মারুফ মুস্তাফা আযাদ স্যার, রথী মহারথীদের মাঝে আমি সামান্য সারথী... আমি আর কি মন্তব্য করবো...
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২
মিলন বনিক অশ্রু-নয়নে প্রভাত-ফেরীতে, কোটি বাঙালীর প্রাণে, মিশে আছো তুমি শহীদ-বেদীতে, পলাশ-শিমুল ঘ্রানে। বলেছেন আপনি কবি নন, কিন্তু ভালো কবিতা লেখার সব গুনাবলী আপনার আয়ত্তে... শুভ কামনা থাকলো...আরো ভালো হবে.....
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম মুঠো মুঠো প্রাণ তুলে নেই সেথা বলিষ্ঠ চেতনার, দ্রোহ আর ক্ষোভে প্রতিজ্ঞ হই শৃংখল ভাঙবার। --অপূর্ব। ভালো লাগলো খুব।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী